নতুন ধারাবাহিক নাটক ‘জয়েন্ট ফ্যামিলি’

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামী ২৬ নভেম্বর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘জয়েন্ট ফ্যামিলি’। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে তারকাবহুল ধারাবাহিকটি। মজুমদার শিমুল ও গোলাম সারোয়ার অনিকের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

এতে অভিনয় করেছেনÑ তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, দিলারা জামান, মনিরা মিঠু, শহীদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, সুষমা সরকার, নাফিজা মেঘলা, শাহেদ আলী সুজন, ফরহাদ লিমন, শাহবাজ সানী, অরিত্রা, হানিফ পালোয়ান প্রমুখ। প্রথমবার ধারাবাহিক নির্মাণ প্রসঙ্গে রাফাত মজুমদার রিংকু বলেন, ‘ধারাবাহিকটিতে দুটি পরিবারকে একসঙ্গে থাকার গল্প দেখানো হয়েছে। আমার কাছে মনে হয়, সমাজ ও পরিবারে মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সেই ব্যবধান কমিয়ে আনা দরকার। পারিবারিক এ গল্প দর্শককে ছুঁয়ে যাবে।’

বুধবার, ২৪ নভেম্বর ২০২১ , ৯ অগ্রহায়ণ ১৪২৮ ১৮ রবিউস সানি ১৪৪৩

নতুন ধারাবাহিক নাটক ‘জয়েন্ট ফ্যামিলি’

বিনোদন প্রতিবেদক

image

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামী ২৬ নভেম্বর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘জয়েন্ট ফ্যামিলি’। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে তারকাবহুল ধারাবাহিকটি। মজুমদার শিমুল ও গোলাম সারোয়ার অনিকের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

এতে অভিনয় করেছেনÑ তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, দিলারা জামান, মনিরা মিঠু, শহীদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, সুষমা সরকার, নাফিজা মেঘলা, শাহেদ আলী সুজন, ফরহাদ লিমন, শাহবাজ সানী, অরিত্রা, হানিফ পালোয়ান প্রমুখ। প্রথমবার ধারাবাহিক নির্মাণ প্রসঙ্গে রাফাত মজুমদার রিংকু বলেন, ‘ধারাবাহিকটিতে দুটি পরিবারকে একসঙ্গে থাকার গল্প দেখানো হয়েছে। আমার কাছে মনে হয়, সমাজ ও পরিবারে মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সেই ব্যবধান কমিয়ে আনা দরকার। পারিবারিক এ গল্প দর্শককে ছুঁয়ে যাবে।’