বুলগেরিয়ায় চলন্ত বাসে অগ্নিকাণ্ডে নিহত ৪৫

ইউরোপের দেশ বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১২টি শিশুও রয়েছে। দগ্ধ আরও সাত যাত্রীকে রাজধানী সোফিয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অগ্নি নিরাপত্তা দফতরের প্রধান নিকোলাই নিকোলভ দেশটির বেসরকারি টিভি চ্যানেল বিটিভিকে জানিয়েছেন, বাসে আগুন লেগে নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তিনি জানান, ‘দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। বাসে আগুন ধরে যাওয়ার পর এটি কোন কিছুর সঙ্গে ধাক্কা খায় অথবা কোন কিছুর সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।’ নিকোলাই নিকোলভ আরও জানান, স্থানীয় সময় রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বুলগেরিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বাসটিতে আগুন ধরার আগে বা পরে সেটি একটি হাইওয়ে ব্যারিয়ারে আঘাত করেছিল বলে প্রতীয়মান হচ্ছে।

বুধবার, ২৪ নভেম্বর ২০২১ , ৯ অগ্রহায়ণ ১৪২৮ ১৮ রবিউস সানি ১৪৪৩

বুলগেরিয়ায় চলন্ত বাসে অগ্নিকাণ্ডে নিহত ৪৫

ইউরোপের দেশ বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১২টি শিশুও রয়েছে। দগ্ধ আরও সাত যাত্রীকে রাজধানী সোফিয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অগ্নি নিরাপত্তা দফতরের প্রধান নিকোলাই নিকোলভ দেশটির বেসরকারি টিভি চ্যানেল বিটিভিকে জানিয়েছেন, বাসে আগুন লেগে নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তিনি জানান, ‘দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। বাসে আগুন ধরে যাওয়ার পর এটি কোন কিছুর সঙ্গে ধাক্কা খায় অথবা কোন কিছুর সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।’ নিকোলাই নিকোলভ আরও জানান, স্থানীয় সময় রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বুলগেরিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বাসটিতে আগুন ধরার আগে বা পরে সেটি একটি হাইওয়ে ব্যারিয়ারে আঘাত করেছিল বলে প্রতীয়মান হচ্ছে।