সূচক ২১ পয়েন্ট বাড়লেও লেনদেন তলানিতে

টানা ছয় কার্যদিবস পতনে থাকা শেয়ারবাজার অবশেষে উত্থানে ফিরেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল কিছুটা উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আরও তলানির দিকে নেমে গেছে।

ডিএসইতে গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.৬১ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে ছয় হাজার ৭৯৫.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৫৫ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৩০.৮৭ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৮.৭৮ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫৬৭.৩৮ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৭০৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ১২৮ কোটি ৯২ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৮৭ লাখ টাকার। ডিএসইতে ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে গতকাল। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৩৮টির বা ৬৩.৯৮ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৮৯টির বা ২৩.৯২ শতাংশের এবং ৪৫টি বা ১২.১০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৯.২৮ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৭৭.২৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। গতকাল সিএসইতে ৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৬৩ লাখ ১ হাজার ২৪৪টি শেয়ার ৩২ বার হাত বদলের মাধ্যমে ৪৪ কোটি ৩৮ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ৭২ লাখ ১৪ হাজার টাকার লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৫৬ লাখ টাকার প্রভাতী ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে আইডিএলসির।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৯টির বা ২৩.৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস দেশ গার্মেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৬.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪৮.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৭.৮০ টাকা বা ৪.৯৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে দেশ গার্মেন্টস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ৩.৯২ শতাংশ, বিচ হ্যাচারির ৩.৭৪ শতাংশ, সুহৃদের ৩.৬৩ শতাংশ, আরামিট সিমেন্টের ৩.৬০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ২.৯৭ শতাংশ, জিলবাংলা সুগারের ২.৯৪ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ২.৮২ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ২.৭৬ শতাংশ এবং বেক্সিমকোর শেয়ার দর ২.৭৫ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৮টির বা ৬৩.৯৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস একমি পেস্টিসাইডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে একমি পেস্টিসাইডস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৭৯ শতাংশ, একটিভ ফাইনের ৯.৬৭ শতাংশ, এএফসি এগ্রোর ৮.৭৫ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৮.৭১ শতাংশ, সালভো কেমিক্যালের ৭.৭৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৭.১৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৫.০৫ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৪.৭২ শতাংশ এবং ফার কেমিক্যালের শেয়ার দর ৪.৩৪ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ , ১৫ অগ্রহায়ণ ১৪২৮ ২৪ রবিউস সানি ১৪৪৩

সূচক ২১ পয়েন্ট বাড়লেও লেনদেন তলানিতে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

টানা ছয় কার্যদিবস পতনে থাকা শেয়ারবাজার অবশেষে উত্থানে ফিরেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল কিছুটা উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আরও তলানির দিকে নেমে গেছে।

ডিএসইতে গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.৬১ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে ছয় হাজার ৭৯৫.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৫৫ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৩০.৮৭ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৮.৭৮ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫৬৭.৩৮ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৭০৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ১২৮ কোটি ৯২ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৮৭ লাখ টাকার। ডিএসইতে ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে গতকাল। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৩৮টির বা ৬৩.৯৮ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৮৯টির বা ২৩.৯২ শতাংশের এবং ৪৫টি বা ১২.১০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৯.২৮ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৭৭.২৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। গতকাল সিএসইতে ৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৬৩ লাখ ১ হাজার ২৪৪টি শেয়ার ৩২ বার হাত বদলের মাধ্যমে ৪৪ কোটি ৩৮ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ৭২ লাখ ১৪ হাজার টাকার লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৫৬ লাখ টাকার প্রভাতী ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে আইডিএলসির।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৯টির বা ২৩.৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস দেশ গার্মেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৬.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪৮.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৭.৮০ টাকা বা ৪.৯৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে দেশ গার্মেন্টস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ৩.৯২ শতাংশ, বিচ হ্যাচারির ৩.৭৪ শতাংশ, সুহৃদের ৩.৬৩ শতাংশ, আরামিট সিমেন্টের ৩.৬০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ২.৯৭ শতাংশ, জিলবাংলা সুগারের ২.৯৪ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ২.৮২ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ২.৭৬ শতাংশ এবং বেক্সিমকোর শেয়ার দর ২.৭৫ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৮টির বা ৬৩.৯৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস একমি পেস্টিসাইডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে একমি পেস্টিসাইডস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৭৯ শতাংশ, একটিভ ফাইনের ৯.৬৭ শতাংশ, এএফসি এগ্রোর ৮.৭৫ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৮.৭১ শতাংশ, সালভো কেমিক্যালের ৭.৭৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৭.১৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৫.০৫ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৪.৭২ শতাংশ এবং ফার কেমিক্যালের শেয়ার দর ৪.৩৪ শতাংশ বেড়েছে।