নতুন ধারাবাহিক নিয়ে আসছেন তারা

শাহানাজ খুশি সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় ‘ষ-া পা-া’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস। এই ধারাবাহিকে খুশি অভিনয় করছেন দেবজানি চরিত্রে। চঞ্চল চৌধুরী অভিনয় করছেন রঞ্জু নামক একজন শিক্ষকের চরিত্রে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শাহানাজ খুশি বলেন, ‘বৃন্দাবন দাসের স্ক্রিপ্ট এক কথায় চমৎকার। নির্দেশনার ক্ষেত্রেও শ্রদ্ধেয় লাভলু ভাই নিজেকে আরও আধুনিক করে তুলেছেন, আরও ধৈর্যশীল হয়েছেন তিনি। লাভলু ভাই প্রাণান্ত চেষ্টা

করছেন গল্পটাকে যথাযথভাবে তুলে ধরতে। অনেক গুণী শিল্পীদের নিয়ে অনেক বড় ক্যানভাসে নির্মিত হচ্ছে এই ধারাবাহিকটি।’ চঞ্চল চৌধুরী বলেন, ‘বৃন্দাবন দাদার স্ক্রিপ্টের প্রতি দর্শকের আস্থা আছে, আছে ভালোলাগা। যথারীতি লাভলু ভাই নির্মাণে। তাই আমি এটা বলতে পারি যে দর্শকের জন্য নিঃসন্দেহে ভালো কিছু অপেক্ষা করছে।’ ‘ষ-া পা-া’ নাটকটি শিগগিরই চ্যানেল আইতে প্রচারে আসবে বলে জানান লাভলু। এদিকে আগামী ৩ ডিসেম্বর থেকে দেখতে পাওয়া যাবে চঞ্চল চৌধুরী অভিনীত শঙ্খদাশ গুপ্ত পরিচালিত ‘বলি’।

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ , ১৫ অগ্রহায়ণ ১৪২৮ ২৪ রবিউস সানি ১৪৪৩

নতুন ধারাবাহিক নিয়ে আসছেন তারা

image

শাহানাজ খুশি সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় ‘ষ-া পা-া’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস। এই ধারাবাহিকে খুশি অভিনয় করছেন দেবজানি চরিত্রে। চঞ্চল চৌধুরী অভিনয় করছেন রঞ্জু নামক একজন শিক্ষকের চরিত্রে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শাহানাজ খুশি বলেন, ‘বৃন্দাবন দাসের স্ক্রিপ্ট এক কথায় চমৎকার। নির্দেশনার ক্ষেত্রেও শ্রদ্ধেয় লাভলু ভাই নিজেকে আরও আধুনিক করে তুলেছেন, আরও ধৈর্যশীল হয়েছেন তিনি। লাভলু ভাই প্রাণান্ত চেষ্টা

করছেন গল্পটাকে যথাযথভাবে তুলে ধরতে। অনেক গুণী শিল্পীদের নিয়ে অনেক বড় ক্যানভাসে নির্মিত হচ্ছে এই ধারাবাহিকটি।’ চঞ্চল চৌধুরী বলেন, ‘বৃন্দাবন দাদার স্ক্রিপ্টের প্রতি দর্শকের আস্থা আছে, আছে ভালোলাগা। যথারীতি লাভলু ভাই নির্মাণে। তাই আমি এটা বলতে পারি যে দর্শকের জন্য নিঃসন্দেহে ভালো কিছু অপেক্ষা করছে।’ ‘ষ-া পা-া’ নাটকটি শিগগিরই চ্যানেল আইতে প্রচারে আসবে বলে জানান লাভলু। এদিকে আগামী ৩ ডিসেম্বর থেকে দেখতে পাওয়া যাবে চঞ্চল চৌধুরী অভিনীত শঙ্খদাশ গুপ্ত পরিচালিত ‘বলি’।