একই মঞ্চে মুগ্ধতা ছড়ালেন তারা

এই সময়ের সংগীতশিল্পী অনুপমা মুক্তি, অপু আমান, মোহাম্মদ রাশেদ ও সানজিদা মাহমুদ নন্দিতা একইমঞ্চে একসঙ্গে একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করলেন। রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় অধরা জাহানের নান্দনিক উপস্থাপনায় এই চারজন শিল্পী এরইমধ্যে গেলো শুক্রবার অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেছেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের শুরুতেই নন্দিতা দেশাত্ববোধক গান ‘সব ক’টা জানালা খুলে দাও না’ গানটি পরিবেশন করেন। এরপর রাশেদ ও নন্দিতা পরিবেশন করেন ‘কেউ কোনদিন আমারে তো কথা দিল না’ এবং মুক্তি ও অপু পরিবেশন করেন ‘একবার যদি কেউ ভালোবাসতো’ গান দুটি। এরপর মূল অনুষ্ঠানে মুক্তি, রাশেদ, অপু ও নন্দিতা পরিবেশন করেন

একাধিক গান। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনায় ছিলেন ইফতেখাইরুল ইসলাম টিটন। মুক্তি বলেন, ‘এই ধরনের অনুষ্ঠানেই গান গাইতে বেশি আগ্রহী আমি।’ রাশেদ বলেন, ‘শ্রোতাদের আগ্রহের কারণেও অনেক সময় অনুষ্ঠান বেশি উপভোগ্য হয়ে উঠে।’ অপু বলেন, ‘সার্বিক দিক ভালো থাকলে পারফর্ম করতেও ভালোলাগে। ধন্যবাদ টিটন ভাইকে।’ নন্দিতা বলেন, ‘শ্রোতাদের প্রবল আগ্রহ থাকলে এবং ভালো গানের সিলেকশন থাকলে গাইতেও ভীষণ ভালোলাগে।’ অধরা বলেন, ‘এ বছরের সবচেয়ে ভালোলাগার এবং আমার দর্শক থেকে শ্রদ্ধা, ভালোবাসা প্রাপ্তির অনুষ্ঠান ছিল এটি।’ অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন তবলায় পল্লব স্যানাল, কী বোর্ডে পার্থ প্রতীম বাপ্পী, অক্টোপ্যাড-এ শাকিব, গিটারে সামু ও বাঁশিতে মামুন।

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ , ১৫ অগ্রহায়ণ ১৪২৮ ২৪ রবিউস সানি ১৪৪৩

একই মঞ্চে মুগ্ধতা ছড়ালেন তারা

বিনোদন প্রতিবেদক

image

এই সময়ের সংগীতশিল্পী অনুপমা মুক্তি, অপু আমান, মোহাম্মদ রাশেদ ও সানজিদা মাহমুদ নন্দিতা একইমঞ্চে একসঙ্গে একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করলেন। রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় অধরা জাহানের নান্দনিক উপস্থাপনায় এই চারজন শিল্পী এরইমধ্যে গেলো শুক্রবার অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেছেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের শুরুতেই নন্দিতা দেশাত্ববোধক গান ‘সব ক’টা জানালা খুলে দাও না’ গানটি পরিবেশন করেন। এরপর রাশেদ ও নন্দিতা পরিবেশন করেন ‘কেউ কোনদিন আমারে তো কথা দিল না’ এবং মুক্তি ও অপু পরিবেশন করেন ‘একবার যদি কেউ ভালোবাসতো’ গান দুটি। এরপর মূল অনুষ্ঠানে মুক্তি, রাশেদ, অপু ও নন্দিতা পরিবেশন করেন

একাধিক গান। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনায় ছিলেন ইফতেখাইরুল ইসলাম টিটন। মুক্তি বলেন, ‘এই ধরনের অনুষ্ঠানেই গান গাইতে বেশি আগ্রহী আমি।’ রাশেদ বলেন, ‘শ্রোতাদের আগ্রহের কারণেও অনেক সময় অনুষ্ঠান বেশি উপভোগ্য হয়ে উঠে।’ অপু বলেন, ‘সার্বিক দিক ভালো থাকলে পারফর্ম করতেও ভালোলাগে। ধন্যবাদ টিটন ভাইকে।’ নন্দিতা বলেন, ‘শ্রোতাদের প্রবল আগ্রহ থাকলে এবং ভালো গানের সিলেকশন থাকলে গাইতেও ভীষণ ভালোলাগে।’ অধরা বলেন, ‘এ বছরের সবচেয়ে ভালোলাগার এবং আমার দর্শক থেকে শ্রদ্ধা, ভালোবাসা প্রাপ্তির অনুষ্ঠান ছিল এটি।’ অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন তবলায় পল্লব স্যানাল, কী বোর্ডে পার্থ প্রতীম বাপ্পী, অক্টোপ্যাড-এ শাকিব, গিটারে সামু ও বাঁশিতে মামুন।