প্রধানমন্ত্রীর অবদানে নারীরা এগিয়ে গেছে : মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, বাংলাদেশের নারীরা অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। এই অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই নামটা না বললেই না। উনি অনেক দিকে নারীদের সুযোগ করে দিয়েছেন।

গতকাল বিকেলে ডিআইটির আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে সেলাই কাজের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, পুরুষ শাসিত এই সমাজে নারীদের কাজ করা খুবই কঠিন। চিকিৎসক, প্রকৌশলী, প্রধানমন্ত্রী কিংবা মেয়র, সব পর্যায়ের নারীকেই অনেক সমস্যার মাঝখান দিয়ে যেতে হয়। প্রকৃতিগতভাবেই নারীরা যোদ্ধা। যুদ্ধ করেই অবস্থান তুলে ধরতে হবে।

‘নারীদের সাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে’ উল্লেখ করে সিটি মেয়র বলেন, নারীদের সাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাংলাদেশের অর্ধেকই নারী। প্রধানমন্ত্রী মনে করেছেন, এই নারীকে শিক্ষিত হতে হবে, সাবলম্বী হতে হবে। সংসারে কাজকর্মের পাশাপাশি নিজেদের আত্মসম্মানবোধ বজায় রেখে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই কারণে প্রধানমন্ত্রী এই কর্মসূচিগুলো হাতে নিয়েছেন।

আইভী বলেন, এখন সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ রয়েছে। নারীরা ট্রেন চালাচ্ছে, বাস চালাচ্ছে, উবারের ট্যাক্সিগুলোতেও নারীরা কাজ করছে। গ্রামে-গঞ্জে এক ঝাঁক তরুণী সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। তিনি আরও বলেন, নারীদের সুবিধার্থে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ছুটি দেয়া হচ্ছে। তিন মাসের জায়গায় মাতৃকালীন ছুটি বাড়িয়ে ছয় মাস করা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের মেয়েরা এখন বিশ্বকাপে খেলবে। এমন কোন জায়গা নাই যেখানে নারীরা কাজ করছে না।

সিটি মেয়র বলেন, আর্মি অফিসারও হচ্ছেন নারীরা। পুলিশ অফিসার তো অনেকেই হয়েছেন। ডিসি হচ্ছেন, এসপি হচ্ছেন নারীরা। সিদ্ধান্ত নেয়ার জায়গাগুলোতে নারীদের অংশগ্রহণ বেড়েছে। এই সব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের দৃষ্টিভঙ্গীর কারণে। নারীদের জনপ্রতিনিধি হিসেবে আত্মপ্রত্যয়ী হওয়ার জন্য ১৯৯৭ সালে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক নারীই এখন মেয়র হচ্ছেন, সংসদে যাচ্ছেন, ইউপি নির্বাচনে অংশ নিচ্ছেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন, নাসিকের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক ও চারুপাঠের পরিচালক রওনক রেহানা, নাসিকের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা ফরিদুল মিরাজ প্রমুখ।

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ , ১৫ অগ্রহায়ণ ১৪২৮ ২৪ রবিউস সানি ১৪৪৩

প্রধানমন্ত্রীর অবদানে নারীরা এগিয়ে গেছে : মেয়র আইভী

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, বাংলাদেশের নারীরা অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। এই অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই নামটা না বললেই না। উনি অনেক দিকে নারীদের সুযোগ করে দিয়েছেন।

গতকাল বিকেলে ডিআইটির আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে সেলাই কাজের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, পুরুষ শাসিত এই সমাজে নারীদের কাজ করা খুবই কঠিন। চিকিৎসক, প্রকৌশলী, প্রধানমন্ত্রী কিংবা মেয়র, সব পর্যায়ের নারীকেই অনেক সমস্যার মাঝখান দিয়ে যেতে হয়। প্রকৃতিগতভাবেই নারীরা যোদ্ধা। যুদ্ধ করেই অবস্থান তুলে ধরতে হবে।

‘নারীদের সাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে’ উল্লেখ করে সিটি মেয়র বলেন, নারীদের সাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাংলাদেশের অর্ধেকই নারী। প্রধানমন্ত্রী মনে করেছেন, এই নারীকে শিক্ষিত হতে হবে, সাবলম্বী হতে হবে। সংসারে কাজকর্মের পাশাপাশি নিজেদের আত্মসম্মানবোধ বজায় রেখে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই কারণে প্রধানমন্ত্রী এই কর্মসূচিগুলো হাতে নিয়েছেন।

আইভী বলেন, এখন সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ রয়েছে। নারীরা ট্রেন চালাচ্ছে, বাস চালাচ্ছে, উবারের ট্যাক্সিগুলোতেও নারীরা কাজ করছে। গ্রামে-গঞ্জে এক ঝাঁক তরুণী সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। তিনি আরও বলেন, নারীদের সুবিধার্থে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ছুটি দেয়া হচ্ছে। তিন মাসের জায়গায় মাতৃকালীন ছুটি বাড়িয়ে ছয় মাস করা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের মেয়েরা এখন বিশ্বকাপে খেলবে। এমন কোন জায়গা নাই যেখানে নারীরা কাজ করছে না।

সিটি মেয়র বলেন, আর্মি অফিসারও হচ্ছেন নারীরা। পুলিশ অফিসার তো অনেকেই হয়েছেন। ডিসি হচ্ছেন, এসপি হচ্ছেন নারীরা। সিদ্ধান্ত নেয়ার জায়গাগুলোতে নারীদের অংশগ্রহণ বেড়েছে। এই সব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের দৃষ্টিভঙ্গীর কারণে। নারীদের জনপ্রতিনিধি হিসেবে আত্মপ্রত্যয়ী হওয়ার জন্য ১৯৯৭ সালে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক নারীই এখন মেয়র হচ্ছেন, সংসদে যাচ্ছেন, ইউপি নির্বাচনে অংশ নিচ্ছেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন, নাসিকের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক ও চারুপাঠের পরিচালক রওনক রেহানা, নাসিকের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা ফরিদুল মিরাজ প্রমুখ।