সাংবাদিকতা পেশার মানোন্নয়নে প্রেস কাউন্সিল কাজ করছে কাউন্সিলের চেয়ারম্যান

‘সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকতা পেশার মানোন্নয়নে প্রেস কাউন্সিল কাজ করছে, যাতে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে পারে এবং দেশ ও জনগণের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

গতকাল সকালে ময়মনসিংহ সার্কিট হাউস কনফারেন্স রুমে ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় প্রেস কাউন্সিল আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকতা পেশায় নীতি ও নৈতিকতার পাশাপাশি গণমাধ্যমকে বিশ্বাসযোগ্য করতে প্রেস কাউন্সিল ভূমিকা রাখতে নতুন আইন প্রণয়ন করছে। পেশাদার সাংবাদিকদের জন্য অনলাইন ডাটাবেইজ তৈরির নীতিমালাও অনুমোদন করেছে। সাংবাদিকদের আইনগতভাবে হয়রানি নিরসনে প্রেস কাউন্সিল কার্যকর ভূমিকা পালন করতে চায় বলেও জানান তিনি।

কর্মশালায় বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মোহাম্মদ শাহ আলম, প্রেস কাউন্সিলের সাবেক সদস্য ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পারভেসুর রহমান, সিনিয়র তথ্য কর্মকর্তা মোখলেছুর রহমান, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

উপস্থিত সাংবাদিকরা মুক্ত আলোচনায় অংশ নেন। কর্মশালায় ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ , ১৫ অগ্রহায়ণ ১৪২৮ ২৪ রবিউস সানি ১৪৪৩

সাংবাদিকতা পেশার মানোন্নয়নে প্রেস কাউন্সিল কাজ করছে কাউন্সিলের চেয়ারম্যান

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

‘সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকতা পেশার মানোন্নয়নে প্রেস কাউন্সিল কাজ করছে, যাতে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে পারে এবং দেশ ও জনগণের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

গতকাল সকালে ময়মনসিংহ সার্কিট হাউস কনফারেন্স রুমে ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় প্রেস কাউন্সিল আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকতা পেশায় নীতি ও নৈতিকতার পাশাপাশি গণমাধ্যমকে বিশ্বাসযোগ্য করতে প্রেস কাউন্সিল ভূমিকা রাখতে নতুন আইন প্রণয়ন করছে। পেশাদার সাংবাদিকদের জন্য অনলাইন ডাটাবেইজ তৈরির নীতিমালাও অনুমোদন করেছে। সাংবাদিকদের আইনগতভাবে হয়রানি নিরসনে প্রেস কাউন্সিল কার্যকর ভূমিকা পালন করতে চায় বলেও জানান তিনি।

কর্মশালায় বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মোহাম্মদ শাহ আলম, প্রেস কাউন্সিলের সাবেক সদস্য ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পারভেসুর রহমান, সিনিয়র তথ্য কর্মকর্তা মোখলেছুর রহমান, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

উপস্থিত সাংবাদিকরা মুক্ত আলোচনায় অংশ নেন। কর্মশালায় ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।