প্রিয়জনের চিঠি পেতে গুনতে হয় না প্রহর

একটা সময় ছিলো যখন মানুষ চিঠির মাধ্যমে প্রিয়জনের কাছে নিজের কথাগুলো জানাতো। লেখাপড়ার জন্য শহরে অবস্থান করা সন্তান চিঠি লিখতো মা-বাবার কাছে। প্রবাসের অবস্থানরত প্রিয়জনের চিঠির অপেক্ষায় থাকতো মা-বাবা, স্ত্রী, সন্তানেরা। চিঠি এসেছে কিনা তা জানতে পোস্ট অফিসে ছুটে যেতেন বার বার।

প্রযুক্তির উন্নয়নে মানুষ শুরুতে টেলিফোন এবং বর্তমানে মেবাইল ফোনের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ করে। সম্প্রতি বিভিন্ন সমামাজিক যোগাযোগের মাধ্যমেও বেড়েছে যোগাযোগ। ফলে কাগজে-কলমে নয় ভার্চুয়ালে নিজেদের মধ্যে কথাগুলো শেয়ার করে। এখন আর ডাকঘরের পোস্টম্যানের কাছে ছুটে যেতে হয় না, প্রিয়জনের চিঠি পেতে গুনতে হয় না প্রহর। মুহূর্তেই বিশ্বের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে খবর পৌঁছে যাচ্ছে।

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ , ১৫ অগ্রহায়ণ ১৪২৮ ২৪ রবিউস সানি ১৪৪৩

প্রিয়জনের চিঠি পেতে গুনতে হয় না প্রহর

একটা সময় ছিলো যখন মানুষ চিঠির মাধ্যমে প্রিয়জনের কাছে নিজের কথাগুলো জানাতো। লেখাপড়ার জন্য শহরে অবস্থান করা সন্তান চিঠি লিখতো মা-বাবার কাছে। প্রবাসের অবস্থানরত প্রিয়জনের চিঠির অপেক্ষায় থাকতো মা-বাবা, স্ত্রী, সন্তানেরা। চিঠি এসেছে কিনা তা জানতে পোস্ট অফিসে ছুটে যেতেন বার বার।

প্রযুক্তির উন্নয়নে মানুষ শুরুতে টেলিফোন এবং বর্তমানে মেবাইল ফোনের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ করে। সম্প্রতি বিভিন্ন সমামাজিক যোগাযোগের মাধ্যমেও বেড়েছে যোগাযোগ। ফলে কাগজে-কলমে নয় ভার্চুয়ালে নিজেদের মধ্যে কথাগুলো শেয়ার করে। এখন আর ডাকঘরের পোস্টম্যানের কাছে ছুটে যেতে হয় না, প্রিয়জনের চিঠি পেতে গুনতে হয় না প্রহর। মুহূর্তেই বিশ্বের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে খবর পৌঁছে যাচ্ছে।