আরও একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট ‘গণঐক্য’। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে এই জোটের অপর শরিকদল বাংলাদেশ মুসলীম লীগ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে জানানো হয়, আসছে নির্বাচনে শতাধিক আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি রয়েছে তাদের।

ববি হাজ্জাজ বলেন, আমরা বিজ্ঞানভিত্তিক হিসাব থেকে বলতে পারি, দেশের অধিকাংশ মানুষ দেশের প্রচলিত বড় দলগুলোর সমর্থক নয়। তারা অর্থবহ বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানের অভাবেই প্রধান দলগুলোকে নিজেদের ভোট প্রদান করে থাকেন। তিনি বলেন, আমরা এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর সমর্থন আদায় করতে চাই। গণঐক্য হবে জনসম্পৃক্ত ও গণমানুষের জোট। দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে যারাই কাজ করতে চাই, তাদের সবাইকে গণঐক্য প্রক্রিয়ায় আমরা স্বাগত জানাই।

প্রসঙ্গত, শর্তপূরণ করতে না পারার কারণ দেখিয়ে এনডিএমের নিবন্ধন আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন। তাই দলটির নিজস্ব কোন প্রতীক নেই। মুসলিম লীগ আগে থেকেই নির্বাচন কমিশনে নিবন্ধিত (নিবন্ধন নম্বর ২১)। মুসলিম লীগ নির্দিষ্ট সময়ের মধ্যে জোটগতভাবে প্রার্থী দেয়ার তালিকাও নির্বাচন কমিশনে জমা দেয়নি। তাই নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, জোটগতভাবে মুসলিম লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এক্ষেত্রে তাদের প্রতীক ‘হারিকেন’ যে কোন প্রার্থীকেই দিতে পারবে। আর এ সুযোগটিই নিচ্ছে এনডিএম।

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, এনডিএমের সমন্বয়ে গঠিত এই নির্বাচনী জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতাধিক আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। এই নির্বাচনী জোটের প্রতীক হবে হারিকেন। ঐক্যের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ঐক্যের মহাসচিব হিসেবে থাকবেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এবং প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন এনডিএম যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজা, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুরী, এনডিএম যুগ্ম মহাসচিব পারভেজ খান, দফতর সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরাসহ জোটের মনোনয়ন প্রত্যাশীরা।

শনিবার, ২৪ নভেম্বর ২০১৮ , ১০ অগ্রহায়ণ ১৪২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪০

আরও একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নিজস্ব বার্তা পরিবেশক |

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট ‘গণঐক্য’। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে এই জোটের অপর শরিকদল বাংলাদেশ মুসলীম লীগ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে জানানো হয়, আসছে নির্বাচনে শতাধিক আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি রয়েছে তাদের।

ববি হাজ্জাজ বলেন, আমরা বিজ্ঞানভিত্তিক হিসাব থেকে বলতে পারি, দেশের অধিকাংশ মানুষ দেশের প্রচলিত বড় দলগুলোর সমর্থক নয়। তারা অর্থবহ বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানের অভাবেই প্রধান দলগুলোকে নিজেদের ভোট প্রদান করে থাকেন। তিনি বলেন, আমরা এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর সমর্থন আদায় করতে চাই। গণঐক্য হবে জনসম্পৃক্ত ও গণমানুষের জোট। দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে যারাই কাজ করতে চাই, তাদের সবাইকে গণঐক্য প্রক্রিয়ায় আমরা স্বাগত জানাই।

প্রসঙ্গত, শর্তপূরণ করতে না পারার কারণ দেখিয়ে এনডিএমের নিবন্ধন আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন। তাই দলটির নিজস্ব কোন প্রতীক নেই। মুসলিম লীগ আগে থেকেই নির্বাচন কমিশনে নিবন্ধিত (নিবন্ধন নম্বর ২১)। মুসলিম লীগ নির্দিষ্ট সময়ের মধ্যে জোটগতভাবে প্রার্থী দেয়ার তালিকাও নির্বাচন কমিশনে জমা দেয়নি। তাই নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, জোটগতভাবে মুসলিম লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এক্ষেত্রে তাদের প্রতীক ‘হারিকেন’ যে কোন প্রার্থীকেই দিতে পারবে। আর এ সুযোগটিই নিচ্ছে এনডিএম।

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, এনডিএমের সমন্বয়ে গঠিত এই নির্বাচনী জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতাধিক আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। এই নির্বাচনী জোটের প্রতীক হবে হারিকেন। ঐক্যের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ঐক্যের মহাসচিব হিসেবে থাকবেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এবং প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন এনডিএম যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজা, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুরী, এনডিএম যুগ্ম মহাসচিব পারভেজ খান, দফতর সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরাসহ জোটের মনোনয়ন প্রত্যাশীরা।