নুসরাত হত্যা

ওসি মোয়াজ্জেম নিরুদ্দেশ

কর্মকর্তারা বলছেন আনঅথারাইজড অ্যাবসেন্ট

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন আত্মগোপন করেছেন। রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ের কর্মকর্তারা তার অবস্থান সম্পর্কে বলছেন তিনি (সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন) নিরুদ্দেশ ও আনঅথরাইজড অ্যাবসেন্ট। সম্প্রতি মোয়াজ্জেমের বিরুদ্ধে ক্রাইম আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর তারা গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন, তবে এখন পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা তাদের কাছে আসেনি।

রংপুর রেঞ্জের ডিআইজি অফিসের স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান রংপুর রেঞ্জে সংযুক্তির আদেশ দেবার পর মোয়াজ্জেম এখানে যোগদান করেছেন। এরপর তাকে ঢাকায় পুলিশ সদর দফতরে তলব করায় তিনি ঢাকায় গেছেন বলে শুনেছি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ হবার বিষয়টি শুনেছেন বলে জানিয়ে বলেন, এ ব্যাপারে তাকে গ্রেফতার করার কাগজ তাদের কাছে আদালত থেকে আসেনি। তবে রংপুর ডিআইজি অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান আদালত গ্রেফতারি পরোয়ানা জারির দুদিন আগেও মোয়াজ্জেমকে রংপুরে দেখা গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার মুখপাত্র সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, মোয়াজ্জেমকে গ্রেফতার করা সংক্রান্ত কোন কাগজ পত্র এখনো এসে পৌঁছেনি। তার পরেও তারা মোয়াজ্জেম হোসেনের অবস্থান নিশ্চিত হবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রংপুর মেট্রোপলিটন পুলিশের ও ডিআইজি রংপুর রেঞ্জের দুজন কর্মকর্তা জানান গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তিনি নিরুদ্দেশ, তার সম্পর্কে কোন তথ্য রংপুর রেঞ্জ কার্যালয়ে নেই। তিনি আনঅথরাইজড অ্যাবসেন্ট হিসেবে আমরা ধরে নিয়েছি। পরোয়ানার কাগজ আসলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

রবিবার, ০৯ জুন ২০১৯ , ২৬ জৈষ্ঠ্য ১৪২৫, ৫ শাওয়াল ১৪৪০

নুসরাত হত্যা

ওসি মোয়াজ্জেম নিরুদ্দেশ

কর্মকর্তারা বলছেন আনঅথারাইজড অ্যাবসেন্ট

লিয়াকত আলী বাদল, রংপুর

image

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন আত্মগোপন করেছেন। রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ের কর্মকর্তারা তার অবস্থান সম্পর্কে বলছেন তিনি (সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন) নিরুদ্দেশ ও আনঅথরাইজড অ্যাবসেন্ট। সম্প্রতি মোয়াজ্জেমের বিরুদ্ধে ক্রাইম আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর তারা গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন, তবে এখন পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা তাদের কাছে আসেনি।

রংপুর রেঞ্জের ডিআইজি অফিসের স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান রংপুর রেঞ্জে সংযুক্তির আদেশ দেবার পর মোয়াজ্জেম এখানে যোগদান করেছেন। এরপর তাকে ঢাকায় পুলিশ সদর দফতরে তলব করায় তিনি ঢাকায় গেছেন বলে শুনেছি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ হবার বিষয়টি শুনেছেন বলে জানিয়ে বলেন, এ ব্যাপারে তাকে গ্রেফতার করার কাগজ তাদের কাছে আদালত থেকে আসেনি। তবে রংপুর ডিআইজি অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান আদালত গ্রেফতারি পরোয়ানা জারির দুদিন আগেও মোয়াজ্জেমকে রংপুরে দেখা গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার মুখপাত্র সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, মোয়াজ্জেমকে গ্রেফতার করা সংক্রান্ত কোন কাগজ পত্র এখনো এসে পৌঁছেনি। তার পরেও তারা মোয়াজ্জেম হোসেনের অবস্থান নিশ্চিত হবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রংপুর মেট্রোপলিটন পুলিশের ও ডিআইজি রংপুর রেঞ্জের দুজন কর্মকর্তা জানান গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তিনি নিরুদ্দেশ, তার সম্পর্কে কোন তথ্য রংপুর রেঞ্জ কার্যালয়ে নেই। তিনি আনঅথরাইজড অ্যাবসেন্ট হিসেবে আমরা ধরে নিয়েছি। পরোয়ানার কাগজ আসলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।