এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যানদ্বয় পুনর্নির্বাচিত

থাতেইয়ামা কবির এবং কামাল আহমেদ গত রোববার অনুষ্ঠিত এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান থাতেইয়ামা কবির বাংলাদেশ ও জাপানের যৌথ নাগরিক। তিনি জাপানি অটোমোবাইল বিশ্বব্যাপী রপ্তানিতে একজন সফল রপ্তানিকারক। বর্তমানে তিনি কবির অটো এক্সপোর্ট কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট, সামডে ডেভেলপমেন্ট কোম্পানি লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও ওশান অটো বাংলাদেশ এবং কে এম ইন্টারন্যাশনাল- এর কর্ণধার।

অপর ভাইস চেয়ারম্যান কামাল আহমেদ সীমার্ক গ্রুপ অব কোম্পানিজ, ম্যানচেস্টার, ইংল্যান্ড-এর আওতাধীন সীমার্ক পিএলসি, যুক্তরাজ্য, আইবিসিও লিমিটেড যুক্তরাজ্য, আইবিসিও এন্টারপ্রাইজ যুক্তরাজ্য, সীমার্ক (বিডি) লিমিটেড, আইবিসিও ফুড ইন্ডাস্ট্রিস বাংলাদেশ, সীমার্ক (হোল্ডিংস) লি., মানরু শপিং সিটি বাংলাদেশ এবং সীমার্ক ইউএস আইএনসি যুক্তরাষ্ট্র-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক।

আহমেদ ব্যবসায়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ২০১৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০১১-২০১২ ও ২০১২-২০১৩ সালের জন্য জাতীয় রপ্তানিকারক পুরস্কার অর্জন করেন। পাশাপাশি সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে একাধিক স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও সীমার্ক ইউকে ইংল্যান্ডের সর্বোচ্চ সম্মানজনক কুইন্স অ্যাওয়ার্ড অর্জন করে। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ৩০ জুন ২০১৯ , ১৬ আষাঢ় ১৪২৫, ২৬ শাওয়াল ১৪৪০

এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যানদ্বয় পুনর্নির্বাচিত

image

থাতেইয়ামা কবির এবং কামাল আহমেদ গত রোববার অনুষ্ঠিত এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান থাতেইয়ামা কবির বাংলাদেশ ও জাপানের যৌথ নাগরিক। তিনি জাপানি অটোমোবাইল বিশ্বব্যাপী রপ্তানিতে একজন সফল রপ্তানিকারক। বর্তমানে তিনি কবির অটো এক্সপোর্ট কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট, সামডে ডেভেলপমেন্ট কোম্পানি লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও ওশান অটো বাংলাদেশ এবং কে এম ইন্টারন্যাশনাল- এর কর্ণধার।

অপর ভাইস চেয়ারম্যান কামাল আহমেদ সীমার্ক গ্রুপ অব কোম্পানিজ, ম্যানচেস্টার, ইংল্যান্ড-এর আওতাধীন সীমার্ক পিএলসি, যুক্তরাজ্য, আইবিসিও লিমিটেড যুক্তরাজ্য, আইবিসিও এন্টারপ্রাইজ যুক্তরাজ্য, সীমার্ক (বিডি) লিমিটেড, আইবিসিও ফুড ইন্ডাস্ট্রিস বাংলাদেশ, সীমার্ক (হোল্ডিংস) লি., মানরু শপিং সিটি বাংলাদেশ এবং সীমার্ক ইউএস আইএনসি যুক্তরাষ্ট্র-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক।

আহমেদ ব্যবসায়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ২০১৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০১১-২০১২ ও ২০১২-২০১৩ সালের জন্য জাতীয় রপ্তানিকারক পুরস্কার অর্জন করেন। পাশাপাশি সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে একাধিক স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও সীমার্ক ইউকে ইংল্যান্ডের সর্বোচ্চ সম্মানজনক কুইন্স অ্যাওয়ার্ড অর্জন করে। সংবাদ বিজ্ঞপ্তি।