স্মার্টফোনের আমদানিতে শুল্ক বৃদ্ধিতে নীরব কোম্পানির কর্মকর্তারা

বাজেটে স্মার্টফোনের আমদানি শুল্ক বৃদ্ধির কারণে দেশের বাজারে স্মার্টফোনের দাম বৃদ্ধি পাবে। এতে দেশে উৎপাদিত স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে আদমানি করা স্মার্টফোনের। কিন্তু এই বিষয়ে জানতে চাওয়া হলে কোন মন্তব্য করতে রাজি হননি শীর্ষস্থানীয় মোবাইল প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। স্মার্টফোন ও ট্যাব মেলা উপলক্ষে গতকাল রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুয়াওয়ে, স্যামসাং, শাওমি, ভিভো, অপ্পোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের সেলস ডিরেক্টর জুনিয়র সালাহউদ্দিন সানজি, অপ্পো বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ও পাবলিক রিলেশন ম্যানেজার ইফতেখার উদ্দিন সানি, স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব প্রোডাক্ট ফজলুল মুসাওইর চৌধুরী, ডিএক্স টেল লিমিটেডের হেড অব রিটেইল অপারেশন জেএম হাসান সাইদ, ভিভো বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ সংবাদ সম্মেলনে ছিলেন। মেলার নানা দিক নিয়ে সাংবাদিকদের তথ্য দেন আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের পরিকল্পনাকারী মুহম্মদ খান। মেলায় স্মার্টফোন ও ট্যাবের দামে আমদানি শুল্ক হার বৃদ্ধির প্রভাব পড়বে কি না সে বিষয়ে জানতে চাইলে মোবাইলনির্মাতা প্রতিষ্ঠানগুলোর কোন কর্মকর্তা জবাব দেননি। পরে মুহম্মদ খান বলেন, নো কমেন্ট! বাজেটের পর এ মেলা আয়োজন করা হচ্ছে। মোবাইল সেটের প্রকৃত বাজার চিত্র কী তা জানতে ক্রেতারা এই মেলায় ভিড় করবেন বলে আশা করছি।

বাজেটে স্মার্টফোন আমদানির ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আগামী ৪ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর ১২তম আসর, চলবে ৬ জুলাই পর্যন্ত। ৪ জুলাই বিকেল ৪টায় মেলার উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তবে সেদিন সকাল ১০টা থেকে মেলার দুয়ার উন্মুক্ত থাকবে ক্রেতাদের জন্য। মেলায় প্রবেশ করতে ২০ টাকা মূল্যের টিকেট কাটতে হবে। মুহম্মদ খান জানান, কোম্পানিগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন, স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করবে। বেশ কিছু মডেলের স্মার্টফোন উন্মোচন করা হবে। মেলায় পাওয়া যাবে মোবাইল এক্সেসরিজও। হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের সেলস ডিরেক্টর জুনিয়র সালাউদ্দীন সানজি বলেন, তারা এবার স্মার্টওয়াচে গুরুত্ব দিচ্ছেন।

স্যামসাংয়ের হেড অব প্রোডাক্ট (মোবাইল) ফজলুল মুসাওইর চৌধুরী বলেন, স্যামসাং মেলায় নির্দিষ্ট কিছু হ্যান্ডসেটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে। থাকবে বিভিন্ন অফার, ছাড়। থাকবে নতুন দুটি ট্যাব। গেমিং জোনও করা হবে। অপ্পো বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ইফতেখার উদ্দীন সানি বলেন, তারা নতুন সিরিজ অপ্পো রেনো এনেছেন। এছাড়াও নতুন হ্যান্ডসেট থাকছে। থাকবে ছাড় ও অফার।

সোমবার, ০১ জুলাই ২০১৯ , ১৭ আষাঢ় ১৪২৫, ২৭ শাওয়াল ১৪৪০

ট্যাব ও স্মার্টফোন মেলা শুরু বৃহস্পতিবার

স্মার্টফোনের আমদানিতে শুল্ক বৃদ্ধিতে নীরব কোম্পানির কর্মকর্তারা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বাজেটে স্মার্টফোনের আমদানি শুল্ক বৃদ্ধির কারণে দেশের বাজারে স্মার্টফোনের দাম বৃদ্ধি পাবে। এতে দেশে উৎপাদিত স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে আদমানি করা স্মার্টফোনের। কিন্তু এই বিষয়ে জানতে চাওয়া হলে কোন মন্তব্য করতে রাজি হননি শীর্ষস্থানীয় মোবাইল প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। স্মার্টফোন ও ট্যাব মেলা উপলক্ষে গতকাল রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুয়াওয়ে, স্যামসাং, শাওমি, ভিভো, অপ্পোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের সেলস ডিরেক্টর জুনিয়র সালাহউদ্দিন সানজি, অপ্পো বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ও পাবলিক রিলেশন ম্যানেজার ইফতেখার উদ্দিন সানি, স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব প্রোডাক্ট ফজলুল মুসাওইর চৌধুরী, ডিএক্স টেল লিমিটেডের হেড অব রিটেইল অপারেশন জেএম হাসান সাইদ, ভিভো বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ সংবাদ সম্মেলনে ছিলেন। মেলার নানা দিক নিয়ে সাংবাদিকদের তথ্য দেন আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের পরিকল্পনাকারী মুহম্মদ খান। মেলায় স্মার্টফোন ও ট্যাবের দামে আমদানি শুল্ক হার বৃদ্ধির প্রভাব পড়বে কি না সে বিষয়ে জানতে চাইলে মোবাইলনির্মাতা প্রতিষ্ঠানগুলোর কোন কর্মকর্তা জবাব দেননি। পরে মুহম্মদ খান বলেন, নো কমেন্ট! বাজেটের পর এ মেলা আয়োজন করা হচ্ছে। মোবাইল সেটের প্রকৃত বাজার চিত্র কী তা জানতে ক্রেতারা এই মেলায় ভিড় করবেন বলে আশা করছি।

বাজেটে স্মার্টফোন আমদানির ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আগামী ৪ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর ১২তম আসর, চলবে ৬ জুলাই পর্যন্ত। ৪ জুলাই বিকেল ৪টায় মেলার উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তবে সেদিন সকাল ১০টা থেকে মেলার দুয়ার উন্মুক্ত থাকবে ক্রেতাদের জন্য। মেলায় প্রবেশ করতে ২০ টাকা মূল্যের টিকেট কাটতে হবে। মুহম্মদ খান জানান, কোম্পানিগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন, স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করবে। বেশ কিছু মডেলের স্মার্টফোন উন্মোচন করা হবে। মেলায় পাওয়া যাবে মোবাইল এক্সেসরিজও। হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের সেলস ডিরেক্টর জুনিয়র সালাউদ্দীন সানজি বলেন, তারা এবার স্মার্টওয়াচে গুরুত্ব দিচ্ছেন।

স্যামসাংয়ের হেড অব প্রোডাক্ট (মোবাইল) ফজলুল মুসাওইর চৌধুরী বলেন, স্যামসাং মেলায় নির্দিষ্ট কিছু হ্যান্ডসেটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে। থাকবে বিভিন্ন অফার, ছাড়। থাকবে নতুন দুটি ট্যাব। গেমিং জোনও করা হবে। অপ্পো বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ইফতেখার উদ্দীন সানি বলেন, তারা নতুন সিরিজ অপ্পো রেনো এনেছেন। এছাড়াও নতুন হ্যান্ডসেট থাকছে। থাকবে ছাড় ও অফার।