একক নাটক ‘শুভ জন্মদিন’

নির্মিত হলো একক নাটক ‘শুভ জন্মদিন’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা।

নাটক প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘সীমান্ত সজলের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। গল্পটা শুনে কাজ করতে রাজি হয়ে যাই। তার শুটিং সেটও গোছানো ছিল। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।’ তানজিন তিশা বলেন, ‘শুটিং শিডিউল জটিলতা থাকলেও সব বাধা পেরিয়ে শুভ জন্মদিন নাটকটিতে অভিনয় করেছি। অনেক তৃপ্তি নিয়ে কাজটি করেছি। আশা করি কারও খারাপ লাগবে না।’ সীমান্ত সজল বলেন, ‘শুভ জন্মদিন নামটা আমাদের খুব পরিচিত। সবাই সবার মতো গল্প ভেবে নেয়। কিন্তু সবাই যা ভাবছে আসলে তা নয়। এই জন্মদিনটা একটু মানুষকে ভাবিয়ে তুলবে। অপূর্ব-তিশা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মোসফিকুর শুভ, শ্রাবন্তী শ্রাবণ, নুসরাত সাবরিন, ডালিম কুমার দাস টিটু, শাওন আহমেদ, আফফান মিতুলসহ আরও অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন মো. মোজাফফর হোসেন দীপু। খুব শিগগিরই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯ , ১৮ আষাঢ় ১৪২৫, ২৮ শাওয়াল ১৪৪০

একক নাটক ‘শুভ জন্মদিন’

বিনোদন প্রতিবেদক

image

নির্মিত হলো একক নাটক ‘শুভ জন্মদিন’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা।

নাটক প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘সীমান্ত সজলের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। গল্পটা শুনে কাজ করতে রাজি হয়ে যাই। তার শুটিং সেটও গোছানো ছিল। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।’ তানজিন তিশা বলেন, ‘শুটিং শিডিউল জটিলতা থাকলেও সব বাধা পেরিয়ে শুভ জন্মদিন নাটকটিতে অভিনয় করেছি। অনেক তৃপ্তি নিয়ে কাজটি করেছি। আশা করি কারও খারাপ লাগবে না।’ সীমান্ত সজল বলেন, ‘শুভ জন্মদিন নামটা আমাদের খুব পরিচিত। সবাই সবার মতো গল্প ভেবে নেয়। কিন্তু সবাই যা ভাবছে আসলে তা নয়। এই জন্মদিনটা একটু মানুষকে ভাবিয়ে তুলবে। অপূর্ব-তিশা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মোসফিকুর শুভ, শ্রাবন্তী শ্রাবণ, নুসরাত সাবরিন, ডালিম কুমার দাস টিটু, শাওন আহমেদ, আফফান মিতুলসহ আরও অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন মো. মোজাফফর হোসেন দীপু। খুব শিগগিরই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।