ইটভাটার কালো ধোঁয়ায় মরছে গাছ বাড়ছে ব্যাধি

ময়মনসিংহের ত্রিশালে আরকে কোম্পানির কালো ধোঁয়ায় পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে, গাছ মরে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে মানুষের রোগব্যাধি। জানা যায়, ২০১১ সালে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের মোক্ষপুর পূর্বপাড়া গ্রামে আরকে ব্রিক ফিল্ড অ্যান্ড সিরামিক নামে একটি প্রতিষ্ঠান গড়ে উঠে। আইনের বিধান থাকলেও শুরু থেকে উক্ত প্রতিষ্ঠান উঁচু চিমনী ব্যবহারের কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে ২৫/৩০ফুট উচ্চতার চিমনী। ফলে এর কালো ধুয়ায় আশেপাশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। অন্য দিকে এই এলাকার লোকজন সর্দি-কাশি, শ্বাসকষ্ট, চৌখের ওষুখসহ নানান জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। অপর দিকে এই কোম্পানির কালো ধুয়ায় কৃষকের জমি পতিত থাকে, ফসল ফলালেও বিষাক্ত ধুয়ায় তা মরে যায়। সরেজমিন ঘুরে এর সত্যতা পাওয়া যায়। এলাকাবাসী জানান, অচিরেই এই কোম্পানি অন্যত্র স্থানান্তর না হলে আমরা নিঃস্ব হয়ে যাব। এ ব্যাপারে কোম্পানির এডমিন আ. কাইয়ুম জানান, আমাদের বড় স্যার দেশের বাইরে আছে, স্যার দেশে আসলে স্যারকে বিষয়টি অবহিত করব।

আরও খবর
ভোগান্তির নাম মানপাশা সেতু
উলিপুরে সরকারি দলের রোষানলে খাদ্য পরিদর্শক
নিম্নমানের সামগ্রীতে নির্মাণ হচ্ছে ভবন
কেন্দুয়ায় গার্মেন্ট কর্মীকে গণধর্ষণ মূলহোতা ধৃত
মুন্সীগঞ্জে পবিসের প্রিপেইড মিটার বন্ধে সভা মিছিল
ঝিনাইদহে পুলিশি অভিযানে ধৃত ৫
নীলফামারীর জুয়েল হত্যা মামলার ২ আসামি এখনও অধরা
বাগেরহাটে ভ্যানচালক হত্যা : গ্রেফতার ২
বালিয়াকান্দি-নারুয়া-পাংশা সড়ক এখন মরণফাঁদ
শেরপুরে মোবাইল জুয়ায় আসক্ত তরুণরা : নিঃস্ব শত শত পরিবার
সুদ ব্যবসায়ীর ফাঁদে নিঃস্ব ১০ ব্যবসায়ী
বালিয়াকান্দিতে সালিশে হামলা আহত ৬ ধৃত ১
মির্জাপুর মহিলা কলেজ অধ্যক্ষ বরখাস্ত
‘আসুন করি পান চাষ সুখে কাটাই বারো মাস’
কালিয়াকৈরে ‘বন্দুকযুদ্ধে’ ১৭ মামলার আসামি নিহত
বাগেরহাটে দুই বাড়িতে ডাকাতি : আটক ২

বুধবার, ০৩ জুলাই ২০১৯ , ১৯ আষাঢ় ১৪২৫, ২৯ শাওয়াল ১৪৪০

ইটভাটার কালো ধোঁয়ায় মরছে গাছ বাড়ছে ব্যাধি

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)

ময়মনসিংহের ত্রিশালে আরকে কোম্পানির কালো ধোঁয়ায় পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে, গাছ মরে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে মানুষের রোগব্যাধি। জানা যায়, ২০১১ সালে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের মোক্ষপুর পূর্বপাড়া গ্রামে আরকে ব্রিক ফিল্ড অ্যান্ড সিরামিক নামে একটি প্রতিষ্ঠান গড়ে উঠে। আইনের বিধান থাকলেও শুরু থেকে উক্ত প্রতিষ্ঠান উঁচু চিমনী ব্যবহারের কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে ২৫/৩০ফুট উচ্চতার চিমনী। ফলে এর কালো ধুয়ায় আশেপাশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। অন্য দিকে এই এলাকার লোকজন সর্দি-কাশি, শ্বাসকষ্ট, চৌখের ওষুখসহ নানান জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। অপর দিকে এই কোম্পানির কালো ধুয়ায় কৃষকের জমি পতিত থাকে, ফসল ফলালেও বিষাক্ত ধুয়ায় তা মরে যায়। সরেজমিন ঘুরে এর সত্যতা পাওয়া যায়। এলাকাবাসী জানান, অচিরেই এই কোম্পানি অন্যত্র স্থানান্তর না হলে আমরা নিঃস্ব হয়ে যাব। এ ব্যাপারে কোম্পানির এডমিন আ. কাইয়ুম জানান, আমাদের বড় স্যার দেশের বাইরে আছে, স্যার দেশে আসলে স্যারকে বিষয়টি অবহিত করব।