মা-মেয়েকে গুলি করে হত্যা

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়া আগাপাড়া এলাকায় মা ও মেয়েকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর একটি দল গুলি করে হত্যা করেছে। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে। নিহতরা হলেন জনৈক কংসুইউর স্ত্রী ম্র্রাসাংখই মারমা (৬০), ও মেয়ে সাংনু মারমা (২৯)। এই ঘটনার সংবাদ পেয়ে রাইখালী-চন্দ্রঘোনা থানার পুলিশ দুর্গম গবাছড়ি এলাকায় পৌঁছে ঘটনাস্থল থেকে গতকাল বিকেলে নিহত মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে থানা সূত্রে জানা যায়। এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার ওসি আশ্রাফ উদ্দিন বলেন, মরাদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মা ও মেয়ের স্বামী উভয়ে ইতিপূর্বে মারমা লিবারেশনের (এমএলটি) সদস্য ছিলেন। সম্প্রতি তারা দল ত্যাগ করে পাহাড়ের আরেকটি আঞ্চলিক রাজনৈতিক দলে যোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা গভীর রাতে তাদের বসতঘরে হানা দিয়ে গুলি করে মা-মেয়েকে হত্যা করে চলে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। যৌথবাহিনী এলাকায় জননিরাপত্তার প্রয়োজনে টহল ব্যবস্থা জোরদার করেছে।

বুধবার, ০৩ জুলাই ২০১৯ , ১৯ আষাঢ় ১৪২৫, ২৯ শাওয়াল ১৪৪০

কাপ্তাইয়ে

মা-মেয়েকে গুলি করে হত্যা

প্রতিনিধি, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়া আগাপাড়া এলাকায় মা ও মেয়েকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর একটি দল গুলি করে হত্যা করেছে। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে। নিহতরা হলেন জনৈক কংসুইউর স্ত্রী ম্র্রাসাংখই মারমা (৬০), ও মেয়ে সাংনু মারমা (২৯)। এই ঘটনার সংবাদ পেয়ে রাইখালী-চন্দ্রঘোনা থানার পুলিশ দুর্গম গবাছড়ি এলাকায় পৌঁছে ঘটনাস্থল থেকে গতকাল বিকেলে নিহত মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে থানা সূত্রে জানা যায়। এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার ওসি আশ্রাফ উদ্দিন বলেন, মরাদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মা ও মেয়ের স্বামী উভয়ে ইতিপূর্বে মারমা লিবারেশনের (এমএলটি) সদস্য ছিলেন। সম্প্রতি তারা দল ত্যাগ করে পাহাড়ের আরেকটি আঞ্চলিক রাজনৈতিক দলে যোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা গভীর রাতে তাদের বসতঘরে হানা দিয়ে গুলি করে মা-মেয়েকে হত্যা করে চলে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। যৌথবাহিনী এলাকায় জননিরাপত্তার প্রয়োজনে টহল ব্যবস্থা জোরদার করেছে।