নর্থ আমেরিকায় ‘চতুর্থ বাংলা চলচ্চিত্র উৎসব’

নর্থ আমেরিকার ডালাস শহরের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার প্লেনোয় ‘সৃজনের হাট’ আয়োজন করছে ‘চতুর্থ বাংলা চলচ্চিত্র উৎসব। এ উৎসবে অংশ নিচ্ছে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত চলচ্চিত্র ‘আলফা’। আগামী ২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এ উৎসবে আরও থাকছে বাংলাদেশ ও কলকাতার বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসব চলবে ৪ আগস্ট পর্যন্ত। তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী দিনে থাকছে ‘লাইভ ফ্রম ঢাকা’ ও সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফার্নিচার’। নাসির উদ্দীন ইউসুফের ‘আলফা’ চলচ্চিত্রের প্রদর্শনী হবে উৎসবের দ্বিতীয় দিন।

উৎসব আয়োজক সূত্র জানায়, ভিন্নমাত্রার গল্প ও নান্দনিক চলচ্চিত্র উপস্থাপনের মাধ্যমে মননশীল দর্শক নির্মাণে সৃজনের হাট সবসময় সচেষ্ট। সে প্রচেষ্টায় বিগত বছরগুলোতে এ উৎসবে স্থান পেয়েছে ‘টোপ’, ‘সহজ পাঠের গপ্পো, ‘মেঘমল্লার’, ‘খাঁচা’, ‘কালারস অব লাইফ’, ‘মায়া মৃদঙ্গের মতো কিছু চলচ্চিত্র।

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ , ২০ আষাঢ় ১৪২৫, ৩০ শাওয়াল ১৪৪০

নর্থ আমেরিকায় ‘চতুর্থ বাংলা চলচ্চিত্র উৎসব’

বিনোদন প্রতিবেদক

image

নর্থ আমেরিকার ডালাস শহরের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার প্লেনোয় ‘সৃজনের হাট’ আয়োজন করছে ‘চতুর্থ বাংলা চলচ্চিত্র উৎসব। এ উৎসবে অংশ নিচ্ছে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত চলচ্চিত্র ‘আলফা’। আগামী ২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এ উৎসবে আরও থাকছে বাংলাদেশ ও কলকাতার বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসব চলবে ৪ আগস্ট পর্যন্ত। তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী দিনে থাকছে ‘লাইভ ফ্রম ঢাকা’ ও সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফার্নিচার’। নাসির উদ্দীন ইউসুফের ‘আলফা’ চলচ্চিত্রের প্রদর্শনী হবে উৎসবের দ্বিতীয় দিন।

উৎসব আয়োজক সূত্র জানায়, ভিন্নমাত্রার গল্প ও নান্দনিক চলচ্চিত্র উপস্থাপনের মাধ্যমে মননশীল দর্শক নির্মাণে সৃজনের হাট সবসময় সচেষ্ট। সে প্রচেষ্টায় বিগত বছরগুলোতে এ উৎসবে স্থান পেয়েছে ‘টোপ’, ‘সহজ পাঠের গপ্পো, ‘মেঘমল্লার’, ‘খাঁচা’, ‘কালারস অব লাইফ’, ‘মায়া মৃদঙ্গের মতো কিছু চলচ্চিত্র।