আজ নাট্যব্যক্তিত্ব কাজী রফিকের জন্মদিন

আজ ৬ জুলাই নাট্যব্যক্তিত্ব কাজী রফিকের জন্মদিন। বর্তমানে ঐতিহ্যবাহী পত্রিকা সংবাদের বার্তা সম্পাদক তিনি। তিনি নাট্য সংগঠন ‘পদাতিক নাট্য সংসদ’র প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। প্রতি বছর এই গুণীর জন্মদিন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা আনুষ্ঠানিকভাবে পালন করেন। সেই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের গেস্ট লাউঞ্জে কাজী রফিকের ভক্ত, সাংবাদিক ও নাট্যাঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে কাজী রফিকের জন্মদিন উদযাপন হবে।

মুক্তিযোদ্ধা কাজী রফিকের জন্ম ১৯৫২ সালে ফেনী জেলার পরশুরাম উপজেলার কোলাপাড়া গ্রামে। বাবা মৃত কাজী আজিজুল হক ও মা হালিমা বেগমের নয় সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। ভাষা আন্দোলনের বছর জন্ম হওয়ায় ‘শহীদ রফিক’-এর নাম অনুসারে তার নাম রাখা হয় কাজী রফিক। দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের উদ্দেশে তিনি ১৯৭১ সালে ভারতের সাব্রুমে গেরিলা প্রশিক্ষণ ক্যাম্পে চলে যান।

কাজী রফিক ১৯৭৯ সালের শেষের দিকে ‘দৈনিক দেশ’ পত্রিকায় শিক্ষানবিস সহ-সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। তিনি ‘দৈনিক খবর’, ‘দৈনিক রূপালী’, ‘দৈনিক মুক্তকণ্ঠ’, ‘দৈনিক বাংলার বাণী’, ‘দৈনিক বাংলা’, ‘দৈনিক মাতৃভূমি’, ‘দৈনিক দেশবাংলা’ পত্রিকায় চাকরি করেন। বর্তমানে ‘সংবাদ’-এ বার্তা সম্পাদক পদে কর্মরত। তিনি ১৯৮৭ সালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্যসহ পরে সংস্কৃতি সম্পাদক, সহ-সভাপতি ও সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

কাজী রফিক ছোটবেলা থেকেই কবিতা লিখতেন। তার লেখা কবিতার সমন্বয়ে কাব্যগ্রন্থ ‘নীল জোৎস্নার নীল কষ্ট’সহ নাটকের বই ‘তারামন বিবি’, ‘মনষার পালা’ প্রকাশিত হয়েছে। তিনি মুক্তিযোদ্ধা সাংবাদিক হিসেবে ১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক অর্জনসহ ‘শিল্পাচার্য জয়নুল পদক’, ‘কবি জসীমউদদীন পদক’, ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পদক’ অর্জন করেন।

শনিবার, ০৬ জুলাই ২০১৯ , ২২ আষাঢ় ১৪২৫, ২ জ্বিলকদ ১৪৪০

আজ নাট্যব্যক্তিত্ব কাজী রফিকের জন্মদিন

বিনোদন প্রতিবেদক

image

আজ ৬ জুলাই নাট্যব্যক্তিত্ব কাজী রফিকের জন্মদিন। বর্তমানে ঐতিহ্যবাহী পত্রিকা সংবাদের বার্তা সম্পাদক তিনি। তিনি নাট্য সংগঠন ‘পদাতিক নাট্য সংসদ’র প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। প্রতি বছর এই গুণীর জন্মদিন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা আনুষ্ঠানিকভাবে পালন করেন। সেই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের গেস্ট লাউঞ্জে কাজী রফিকের ভক্ত, সাংবাদিক ও নাট্যাঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে কাজী রফিকের জন্মদিন উদযাপন হবে।

মুক্তিযোদ্ধা কাজী রফিকের জন্ম ১৯৫২ সালে ফেনী জেলার পরশুরাম উপজেলার কোলাপাড়া গ্রামে। বাবা মৃত কাজী আজিজুল হক ও মা হালিমা বেগমের নয় সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। ভাষা আন্দোলনের বছর জন্ম হওয়ায় ‘শহীদ রফিক’-এর নাম অনুসারে তার নাম রাখা হয় কাজী রফিক। দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের উদ্দেশে তিনি ১৯৭১ সালে ভারতের সাব্রুমে গেরিলা প্রশিক্ষণ ক্যাম্পে চলে যান।

কাজী রফিক ১৯৭৯ সালের শেষের দিকে ‘দৈনিক দেশ’ পত্রিকায় শিক্ষানবিস সহ-সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। তিনি ‘দৈনিক খবর’, ‘দৈনিক রূপালী’, ‘দৈনিক মুক্তকণ্ঠ’, ‘দৈনিক বাংলার বাণী’, ‘দৈনিক বাংলা’, ‘দৈনিক মাতৃভূমি’, ‘দৈনিক দেশবাংলা’ পত্রিকায় চাকরি করেন। বর্তমানে ‘সংবাদ’-এ বার্তা সম্পাদক পদে কর্মরত। তিনি ১৯৮৭ সালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্যসহ পরে সংস্কৃতি সম্পাদক, সহ-সভাপতি ও সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

কাজী রফিক ছোটবেলা থেকেই কবিতা লিখতেন। তার লেখা কবিতার সমন্বয়ে কাব্যগ্রন্থ ‘নীল জোৎস্নার নীল কষ্ট’সহ নাটকের বই ‘তারামন বিবি’, ‘মনষার পালা’ প্রকাশিত হয়েছে। তিনি মুক্তিযোদ্ধা সাংবাদিক হিসেবে ১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক অর্জনসহ ‘শিল্পাচার্য জয়নুল পদক’, ‘কবি জসীমউদদীন পদক’, ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পদক’ অর্জন করেন।