লিবিয়ায় বিমান হামলায় মাদারীপুরের যুবক হত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার একটি অভিবাসী আটক ক্যাম্পে বিমান হামলায় নিহতদের মধ্যে শাহজালাল কাজী (২৫) নামের এক বাংলাদেশী রয়েছে। নিহত ওই ব্যক্তি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের দক্ষিন খাকছাড়া গ্রামের ফজল কাজীর ছেলে। লিবিয়ায় থাকা নিহতের চাচাতো ভাই জুয়েল বিষয়টি বাড়িতে শাহ জালালের মা-বাবাকে গত বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন। নিহত হওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই শাহজালালের বাড়িতে শোকের মাতম। শান্তনা দিতে গ্রামের লোকজন ভিড় করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতালি যাওয়ার জন্য গত রোজার মাসে দালালের মাধ্যমে লিবিয়া যায় মাদারীপুরের শাহজালাল কাজী, চাচাতো ভাই জুয়েল ও শহিদুল। ইতালি যাওয়ার জন্য লিবিয়াতে অবস্থাকালে লিবিয়া পুলিশের হাতে আটক হন তারা। পরে তাদের লিবিয়াতে অন্যদের সঙ্গে একটি অভিবাসী আটক কেন্দ্রে রাখা হয়। মঙ্গলবার স্থানীয় সময় ভোর রাতে ত্রিপোলির পূর্বাঞ্চলের ওই অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলা চালানো হলে এতে ৪০ জন নিহত হন। আহত হন কমপক্ষে ৮০ জন। নিহতদের মধ্যে মাদারীপুরের শাহজালাল কাজী রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ রয়েছেন শহিদুল ইসলাম। তবে আহত রয়েছেন নিহতের চাচাতো ভাই জুয়েল। তিনি পরে ফোনে বাড়িতে এ তথ্য দেন।

আরও খবর
মহাদেও নদীর বাঁধ ভেঙে শতাধিক বসতি বিলীন, হুমকিতে ৩৫০ বাড়ি
ভূমিকর্তাদের যোগসাজশে একের পর এক দখল সরকারি জমি
মঠবাড়িয়ায় রায় না মেনে জমি দখল শিক্ষকের
শ্রীবরদীতে যুবক গুলিবিদ্ধ অস্ত্রসহ গ্রেফতার ১
মাগুরায় ইজারা বিবাদ মুক্তিযোদ্ধা হাসপাতালে
নবাবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ভালুকায় নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানিকে পিটিয়ে আহত
পটুয়াখালীতে হোটেল কর্মচারীর দেহ উদ্ধার
দাগনভূঞায় মাদকসহ ধৃত ১
কাঁঠালিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার
প্রবেশ রাস্তা সংস্কারের এক সপ্তাহেই ওঠে যাচ্ছে খোয়া
কিশোরগঞ্জে গাঁজা গ্রেফতার দুই
মোরেলগঞ্জে পূর্ব সুতালড়ী সর. প্রা. স্কুল নানা সমস্যায় জর্জরিত
মহেশপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন
মিশ্র ফ-ল-দ বাগানে ফল ব্যবসা ১২ মাস
কলারোয়ায় মাছ চুরিতে বাধা : আহত দুই
সৈয়দপুরে বিদ্যুতে যুবকের মৃত্যু

রবিবার, ০৭ জুলাই ২০১৯ , ২৩ আষাঢ় ১৪২৫, ৩ জ্বিলকদ ১৪৪০

লিবিয়ায় বিমান হামলায় মাদারীপুরের যুবক হত

প্রতিনিধি, মাদারীপুর

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার একটি অভিবাসী আটক ক্যাম্পে বিমান হামলায় নিহতদের মধ্যে শাহজালাল কাজী (২৫) নামের এক বাংলাদেশী রয়েছে। নিহত ওই ব্যক্তি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের দক্ষিন খাকছাড়া গ্রামের ফজল কাজীর ছেলে। লিবিয়ায় থাকা নিহতের চাচাতো ভাই জুয়েল বিষয়টি বাড়িতে শাহ জালালের মা-বাবাকে গত বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন। নিহত হওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই শাহজালালের বাড়িতে শোকের মাতম। শান্তনা দিতে গ্রামের লোকজন ভিড় করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতালি যাওয়ার জন্য গত রোজার মাসে দালালের মাধ্যমে লিবিয়া যায় মাদারীপুরের শাহজালাল কাজী, চাচাতো ভাই জুয়েল ও শহিদুল। ইতালি যাওয়ার জন্য লিবিয়াতে অবস্থাকালে লিবিয়া পুলিশের হাতে আটক হন তারা। পরে তাদের লিবিয়াতে অন্যদের সঙ্গে একটি অভিবাসী আটক কেন্দ্রে রাখা হয়। মঙ্গলবার স্থানীয় সময় ভোর রাতে ত্রিপোলির পূর্বাঞ্চলের ওই অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলা চালানো হলে এতে ৪০ জন নিহত হন। আহত হন কমপক্ষে ৮০ জন। নিহতদের মধ্যে মাদারীপুরের শাহজালাল কাজী রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ রয়েছেন শহিদুল ইসলাম। তবে আহত রয়েছেন নিহতের চাচাতো ভাই জুয়েল। তিনি পরে ফোনে বাড়িতে এ তথ্য দেন।