গাজীপুরে পুলিশে চাকরির নামে প্রতারণা : ধৃত ২

গাজীপুরে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেয়ার নাম করে প্রতারণার সময় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপারের আত্মীয় পরিচয়ে গত শুক্রবার রাতে দুই চাকরি প্রত্যাশীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টাকালে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গত শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী থানার রাজাপুর গ্রামের সৈয়দ আলী আফজালের ছেলে সৈয়দ মাহনুর হাসান জুয়েল (৩২) ও তার বড় ভাই সৈয়দ মাহবুর হোসেন (৪৮)। তাদের কাছে গাজীপুর ছাড়াও দেশের ১১টি জেলার ১৮ জন কনস্টেবল প্রার্থীর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া গেছে। পুলিশ সুপার শামসুন্নাহার জানান, গাজীপুরে গত ২৬ জুন পুলিশ কনস্টেবল পদে প্রার্থীদের প্রাথমিক বাছাই ও পরদিন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ জুলাই পরীক্ষার ফলফল প্রকাশ করা হয়। প্রতারকচক্র যাতে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে না পারে সে জন্য সাদা পোশাকে পুলিশ তৎপর ছিল। জুয়েল ও তার ভাই চাকরি পাইয়ে দেয়ার কথা বলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দুই প্রার্থীর সঙ্গে মোবাইল ফোনে চুক্তি করে। ফোনের সূত্রধরে প্রথমে ঢাকার মালিবাগ থেকে সৈয়দ মাহনুর হাসান জুয়েলকে আটক করা হয়। জুয়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজীপুর থেকে সৈয়দ মাহবুর হোসেনকে আটক করে পুলিশ।

আরও খবর
কালীগঞ্জের ৮টি রেল ক্রসিংই অরক্ষিত
২০ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো!
মোরেলগঞ্জের ৭ কিমি. সড়কজুড়ে খানাখন্দ
গোবিন্দগঞ্জে সর. স্কুলে ভর্তি বাণিজ্য : ম্লান হচ্ছে গৌরব
সাটুরিয়ায় ছয় ডাকাত আটক
বিষয়ভিত্তিক শিক্ষার পাশাপাশি মূল্যবোধে জোর দেয়া হচ্ছে
লাকসামে রেলের ভূমি ইজারার নামে বাণিজ্য রেলকর্মীর
ফেনীতে অস্ত্রসহ ৯ মামলার আসামি ধৃত
সমাজতন্ত্রের দীক্ষা কোন লোভের কাছে বিসর্জন দেননি জাফর
মেধা-যোগ্যতায় চাকরি পাওয়ায় যুবককে এসপির ফুলেল শুভেচ্ছা
বালিয়াকান্দিতে দুই ধর্ষক গ্রেফতার
সান্তাহার-রহনপুর নতুন রেলপথ দাবি
স্বাদু পানিতে মুক্তা চাষে সাফল্য দুই মৎস্যচাষির
ভৈরবে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু : তদন্ত কমিটি গঠন
চট্টগ্রামে ৩০ স্বর্ণবার জব্দ

সোমবার, ০৮ জুলাই ২০১৯ , ২৪ আষাঢ় ১৪২৫, ৪ জ্বিলকদ ১৪৪০

গাজীপুরে পুলিশে চাকরির নামে প্রতারণা : ধৃত ২

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেয়ার নাম করে প্রতারণার সময় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপারের আত্মীয় পরিচয়ে গত শুক্রবার রাতে দুই চাকরি প্রত্যাশীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টাকালে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গত শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী থানার রাজাপুর গ্রামের সৈয়দ আলী আফজালের ছেলে সৈয়দ মাহনুর হাসান জুয়েল (৩২) ও তার বড় ভাই সৈয়দ মাহবুর হোসেন (৪৮)। তাদের কাছে গাজীপুর ছাড়াও দেশের ১১টি জেলার ১৮ জন কনস্টেবল প্রার্থীর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া গেছে। পুলিশ সুপার শামসুন্নাহার জানান, গাজীপুরে গত ২৬ জুন পুলিশ কনস্টেবল পদে প্রার্থীদের প্রাথমিক বাছাই ও পরদিন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ জুলাই পরীক্ষার ফলফল প্রকাশ করা হয়। প্রতারকচক্র যাতে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে না পারে সে জন্য সাদা পোশাকে পুলিশ তৎপর ছিল। জুয়েল ও তার ভাই চাকরি পাইয়ে দেয়ার কথা বলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দুই প্রার্থীর সঙ্গে মোবাইল ফোনে চুক্তি করে। ফোনের সূত্রধরে প্রথমে ঢাকার মালিবাগ থেকে সৈয়দ মাহনুর হাসান জুয়েলকে আটক করা হয়। জুয়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজীপুর থেকে সৈয়দ মাহবুর হোসেনকে আটক করে পুলিশ।