সিদ্ধিরগঞ্জে এক জমি ১০ জনকে বিক্রি গ্রেফতার ১

সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে জাল দলিলের মাধ্যমে একব্যক্তি মালিক সেজে ৪৪ শতাংশ জমি ১০ জনের কাছে বিক্রি করার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। আদালতের নির্দেশে নারায়ণগঞ্জ পিবিআই তদন্তে এ জালিয়াতির প্রমাণ পেয়েছে। জমির মূল মালিক জজ মিয়া আদালতে মামলা দায়ের করলে জাল দলিলকারী ও বিক্রেতা ইকবাল মোল্লাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। ভুয়া মালিকের কাছ থেকে জমি ক্রয়ের বিষয়টি জানাজানি হলে ওই জমির ১০ ক্রেতাদের মাঝে হতাশা নেমে আসে। সারা জীবনের সঞ্চয় দিয়ে ক্রয় করা জমি হাত ছাড়ার ভয়ে সকলে নিঃস্ব হওয়ার আশঙ্কা রয়েছে। জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি মৌজাস্থিত সিএস ও এসএ ২১৪৫ ও আর এস ৫০৮৮নং দাগের ৪৮ শতাংশ জমির মালিক সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী এলাকার প্রয়াত আব্দুল হামিদের ছেলে জজ মিয়াগং। গত ফেব্রুয়ারি মাসে উক্তর জমির খাজনা পরিশোধ করতে জজ মিয়া গোদনাইল ভূমি অফিসে গেলে জানতে পারেন, উক্ত জমি ৩০ আগস্ট ২০১৫ তারিখে ৪৬৮৩নং ঘোষণা দলিল মূলে সুরুজ্জামান মোল্লা গং নিজ নামে নামজারি করিয়া নিয়াছেন যার নামজারি জমাভাগ নং- ২২৬০২। এ ঘটনার পর জমির মালিক জজ মিয়া নারায়ণগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়া জানতে পারেন, ইকবাল গংরা জাল জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ঘোষণাপত্র ও নামজারি জাল করে বিক্রি করে দিয়েছে। এরপর ইকবাল হোসেন মোল্লাসহ ১৫ জনের বিরুদ্ধে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ‘ক’ অঞ্চল আদালতে সি.আর মামলা (নং- ৭২২/২০১৯) দায়ের করেন তিনি। এ মামলায় মো. সুরুজ্জামান মোল্লা, মো. জমির আলী, মো. রমজান মোল্লা, মাহেলা বেগম, মো. আফজাল হোসেন মোল্লা, মো. ইকবাল হোসেন মোল্লা, মো. আনোয়ার হোসেন মোল্লা, স্বপ্না আক্তার, ফারজানা আক্তার, মো. হেলাল দেওয়ান, মো. আকবর আলী, আমির হোসেন, মো. আনিস, সর্বসাং তালতলা, জালকুড়ি, পোঃ জালকুড়ি, থানা ঃ সিদ্ধিরগঞ্জ, জেলা ঃ নারায়ণগঞ্জকে আসামি করা হয়। মামলারতদন্ত কর্মকর্তা পিবিআই এর উপ-পরিদর্শক রনজিত কৃষ্ণ মজুমদার জানান, তদন্তে জমির কাগজপত্র ও ভোটার আইডি কার্ড জাল প্রমাণিত হয়েছে। জালিয়াতকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।

আরও খবর
সংস্কারের অভাবে জলকপাটের দুই পাড়ে ফাটল : মেরামতে তোড়জোড়
চট্টগ্রামে অজ্ঞান পার্টি বেপরোয়া
নারীর মৃত্যু
গাজীপুরে দেড় শতাধিক মাদক কারবারির আত্মসমর্পণ
মহেশপুরে চুরির অপবাদ সইতে না পেরে কলেজ ছাত্রের আত্মহত্যা
ফরিদপুরে শিশু পার্কে ৮৮ বখাটে আটক
২ জনের দন্ড
মহাসড়কে ১৪ বিদ্যুতের খুঁটি রেখেই চলছে প্রশস্তের কাজ
সিরাজগঞ্জে তাঁত শ্রমিককে ডেকে নিয়ে হত্যা
শালিখায় বিএডিসির জরাজীর্ণ ভবনে আতঙ্ক নিয়ে কার্যক্রম
রংপুরে পাসপোর্ট করতে এসে তিন রোহিঙ্গা আটক
প্রতারক ছেলের বিচার চান মা
বদরগঞ্জ পৌর কার্যালয়ে মল ঢেলে পরিচ্ছন্নকর্মীদের বিক্ষোভ
সেতুর রড বাঁধতে গুণার পরিবর্তে পাটের দড়ি!
উলিপুরে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর
ফুলপুরে ভুয়া ডিবি আটক
সিলেটে অবৈধ বিদ্যুৎ সংযোগ
দিন দিন বাড়ছে বিষমুক্ত সবজি আবাদ : লাভবান চাষি
বড়াইগ্রামে ছাত্র হত্যার বিচারে মানববন্ধন
চরফ্যাশনে ট্রলার ডুবে নিখোঁজ ১৪ জেলে
সৈয়দপুরে বিদ্যুতে মা-ছেলের মৃত্যু
ই-কমার্স সামিটে বক্তাদের মতামত : ই-কমার্সে আরও তরুণ উদ্যোক্তা প্রয়োজন

মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ , ২৫ আষাঢ় ১৪২৫, ৫ জ্বিলকদ ১৪৪০

সিদ্ধিরগঞ্জে এক জমি ১০ জনকে বিক্রি গ্রেফতার ১

প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে জাল দলিলের মাধ্যমে একব্যক্তি মালিক সেজে ৪৪ শতাংশ জমি ১০ জনের কাছে বিক্রি করার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। আদালতের নির্দেশে নারায়ণগঞ্জ পিবিআই তদন্তে এ জালিয়াতির প্রমাণ পেয়েছে। জমির মূল মালিক জজ মিয়া আদালতে মামলা দায়ের করলে জাল দলিলকারী ও বিক্রেতা ইকবাল মোল্লাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। ভুয়া মালিকের কাছ থেকে জমি ক্রয়ের বিষয়টি জানাজানি হলে ওই জমির ১০ ক্রেতাদের মাঝে হতাশা নেমে আসে। সারা জীবনের সঞ্চয় দিয়ে ক্রয় করা জমি হাত ছাড়ার ভয়ে সকলে নিঃস্ব হওয়ার আশঙ্কা রয়েছে। জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি মৌজাস্থিত সিএস ও এসএ ২১৪৫ ও আর এস ৫০৮৮নং দাগের ৪৮ শতাংশ জমির মালিক সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী এলাকার প্রয়াত আব্দুল হামিদের ছেলে জজ মিয়াগং। গত ফেব্রুয়ারি মাসে উক্তর জমির খাজনা পরিশোধ করতে জজ মিয়া গোদনাইল ভূমি অফিসে গেলে জানতে পারেন, উক্ত জমি ৩০ আগস্ট ২০১৫ তারিখে ৪৬৮৩নং ঘোষণা দলিল মূলে সুরুজ্জামান মোল্লা গং নিজ নামে নামজারি করিয়া নিয়াছেন যার নামজারি জমাভাগ নং- ২২৬০২। এ ঘটনার পর জমির মালিক জজ মিয়া নারায়ণগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়া জানতে পারেন, ইকবাল গংরা জাল জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ঘোষণাপত্র ও নামজারি জাল করে বিক্রি করে দিয়েছে। এরপর ইকবাল হোসেন মোল্লাসহ ১৫ জনের বিরুদ্ধে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ‘ক’ অঞ্চল আদালতে সি.আর মামলা (নং- ৭২২/২০১৯) দায়ের করেন তিনি। এ মামলায় মো. সুরুজ্জামান মোল্লা, মো. জমির আলী, মো. রমজান মোল্লা, মাহেলা বেগম, মো. আফজাল হোসেন মোল্লা, মো. ইকবাল হোসেন মোল্লা, মো. আনোয়ার হোসেন মোল্লা, স্বপ্না আক্তার, ফারজানা আক্তার, মো. হেলাল দেওয়ান, মো. আকবর আলী, আমির হোসেন, মো. আনিস, সর্বসাং তালতলা, জালকুড়ি, পোঃ জালকুড়ি, থানা ঃ সিদ্ধিরগঞ্জ, জেলা ঃ নারায়ণগঞ্জকে আসামি করা হয়। মামলারতদন্ত কর্মকর্তা পিবিআই এর উপ-পরিদর্শক রনজিত কৃষ্ণ মজুমদার জানান, তদন্তে জমির কাগজপত্র ও ভোটার আইডি কার্ড জাল প্রমাণিত হয়েছে। জালিয়াতকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।