প্রতারক ছেলের বিচার চান মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের সম্পত্তি প্রতারণা করে লিখে নেয়ার অভিযোগ পাওয়া গেছে আপন ছেলের বিরুদ্ধে। সম্পত্তি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ওই ভুক্তভোগী মা। উপজেলার গোপালপুর গ্রামের নাজমুল ইসলাম ঝিকুর বিরুদ্ধে এ প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করেছেন ঝিকুর ৮৫ বছর বয়সী মা হামিদা বেগম। জানা গেছে, স্বামী আজিজার রহমান মারা গেছেন বছর ৩৩ হলো। সেই থেকে তার নিজ নামে থাকা ৫৪ শতাংশ ও স্বামী থেকে পাওয়া ১০ শতাংশ মোট ৬৪ শতাংশ জমি আঁকড়ে ধরে ছিলেন হামিদা বেগম। সেই জমি থেকে বিদেশ যাওয়ার জন্য ৫ শতাংশ জমি নেয়ার কথা বলে মা ও বোনেদের অজান্তে প্রতারণা করে মায়ের ৬৪ শতাংশ ও বোনেদের ৪০ শতাংশসহ মোট ১ একর ৪ শতাংশ জমি লিখে নেন তার মেঝো ছেলে ঝিকু। ছেলের প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়ে এখন অন্যত্র বসবাস করছেন বৃদ্ধা মা হামিদা বেগম। জমিটুকু কেড়ে নেয়ার পর ভাত-কাপড় দেয়াতো দূরের কথা একটু মাথা গোঁজারও ঠাঁইও হয় নাই তার ছেলের সংসারে। বরং জমি ফেরত চাওয়ায় ছেলে ও পুত্রবধূর অত্যাচার ও নির্যাতন থেকেও বাদ যাননি তিনি। তিনি আরও বলেন, ঝিকু আমার সব সম্পত্তি নিয়েই ক্ষ্যান্ত হয়নি। জমি ফেরত চাওয়ায় আমাকে ঝিকু ও ঝিকুর বউ অশ্লীল ভাষায় গালিগালাজ করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। পরের বাড়ির একটি ভাঙাচোরা ঘরে কোনমতে বসবাস করছি। ঝিকু আমার কোন খোঁজ-খবর নেয় না ও ভরণ-পোষণও দেয় না। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।

আরও খবর
সংস্কারের অভাবে জলকপাটের দুই পাড়ে ফাটল : মেরামতে তোড়জোড়
সিদ্ধিরগঞ্জে এক জমি ১০ জনকে বিক্রি গ্রেফতার ১
চট্টগ্রামে অজ্ঞান পার্টি বেপরোয়া
নারীর মৃত্যু
গাজীপুরে দেড় শতাধিক মাদক কারবারির আত্মসমর্পণ
মহেশপুরে চুরির অপবাদ সইতে না পেরে কলেজ ছাত্রের আত্মহত্যা
ফরিদপুরে শিশু পার্কে ৮৮ বখাটে আটক
২ জনের দন্ড
মহাসড়কে ১৪ বিদ্যুতের খুঁটি রেখেই চলছে প্রশস্তের কাজ
সিরাজগঞ্জে তাঁত শ্রমিককে ডেকে নিয়ে হত্যা
শালিখায় বিএডিসির জরাজীর্ণ ভবনে আতঙ্ক নিয়ে কার্যক্রম
রংপুরে পাসপোর্ট করতে এসে তিন রোহিঙ্গা আটক
বদরগঞ্জ পৌর কার্যালয়ে মল ঢেলে পরিচ্ছন্নকর্মীদের বিক্ষোভ
সেতুর রড বাঁধতে গুণার পরিবর্তে পাটের দড়ি!
উলিপুরে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর
ফুলপুরে ভুয়া ডিবি আটক
সিলেটে অবৈধ বিদ্যুৎ সংযোগ
দিন দিন বাড়ছে বিষমুক্ত সবজি আবাদ : লাভবান চাষি
বড়াইগ্রামে ছাত্র হত্যার বিচারে মানববন্ধন
চরফ্যাশনে ট্রলার ডুবে নিখোঁজ ১৪ জেলে
সৈয়দপুরে বিদ্যুতে মা-ছেলের মৃত্যু
ই-কমার্স সামিটে বক্তাদের মতামত : ই-কমার্সে আরও তরুণ উদ্যোক্তা প্রয়োজন

মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯ , ২৫ আষাঢ় ১৪২৫, ৫ জ্বিলকদ ১৪৪০

প্রতারক ছেলের বিচার চান মা

প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের সম্পত্তি প্রতারণা করে লিখে নেয়ার অভিযোগ পাওয়া গেছে আপন ছেলের বিরুদ্ধে। সম্পত্তি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ওই ভুক্তভোগী মা। উপজেলার গোপালপুর গ্রামের নাজমুল ইসলাম ঝিকুর বিরুদ্ধে এ প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করেছেন ঝিকুর ৮৫ বছর বয়সী মা হামিদা বেগম। জানা গেছে, স্বামী আজিজার রহমান মারা গেছেন বছর ৩৩ হলো। সেই থেকে তার নিজ নামে থাকা ৫৪ শতাংশ ও স্বামী থেকে পাওয়া ১০ শতাংশ মোট ৬৪ শতাংশ জমি আঁকড়ে ধরে ছিলেন হামিদা বেগম। সেই জমি থেকে বিদেশ যাওয়ার জন্য ৫ শতাংশ জমি নেয়ার কথা বলে মা ও বোনেদের অজান্তে প্রতারণা করে মায়ের ৬৪ শতাংশ ও বোনেদের ৪০ শতাংশসহ মোট ১ একর ৪ শতাংশ জমি লিখে নেন তার মেঝো ছেলে ঝিকু। ছেলের প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়ে এখন অন্যত্র বসবাস করছেন বৃদ্ধা মা হামিদা বেগম। জমিটুকু কেড়ে নেয়ার পর ভাত-কাপড় দেয়াতো দূরের কথা একটু মাথা গোঁজারও ঠাঁইও হয় নাই তার ছেলের সংসারে। বরং জমি ফেরত চাওয়ায় ছেলে ও পুত্রবধূর অত্যাচার ও নির্যাতন থেকেও বাদ যাননি তিনি। তিনি আরও বলেন, ঝিকু আমার সব সম্পত্তি নিয়েই ক্ষ্যান্ত হয়নি। জমি ফেরত চাওয়ায় আমাকে ঝিকু ও ঝিকুর বউ অশ্লীল ভাষায় গালিগালাজ করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। পরের বাড়ির একটি ভাঙাচোরা ঘরে কোনমতে বসবাস করছি। ঝিকু আমার কোন খোঁজ-খবর নেয় না ও ভরণ-পোষণও দেয় না। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।