‘ফাগুন হাওয়ায়’র দুটি পুরস্কার অর্জন

‘৯ম সার্ক চলচ্চিত্র উৎসব’-এ দুটি পুরস্কার অর্জন করেছে ‘ফাগুন হাওয়ায়’। ছবিটি পরিচানা করেছেন তৌকীর আহমেদ। পুরস্কার দুটির মধ্যে একটি পেয়েছেন শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের জন্য এনামুল হক সোহেল ও শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনার পুরস্কার পেয়েছেন রিপন নাথ। গত ২ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হয় সার্কভুক্ত দেশগুলোর চলচ্চিত্র নিয়ে ৬ দিনব্যাপী এ উৎসব’। উৎসবে গত ৩ জুলাই সকালে ‘ফাগুন হাওয়ায়’, বিকালে দেখানো হয় নূর ইমরান মিঠু নির্মিত ‘কমলা রকেট’ এবং ৫ জুলাই দুপুর ১২টায় মাস্টার ফিল্মস বিভাগে দেখানো হয় নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালিত ‘আলফা’। ফাগুন হাওয়ায় এবং কামলা রকেট প্রদর্শিত হয় কম্পিটিশন বিভাগে। তিনটি ছবিরই প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম লি.। এ উৎসব অনুষ্ঠিত হয় শ্রীলংকার রাজধানী কলম্বোর ন্যাশনাল ফিল্ম কর্পোরেশনে।

বুধবার, ১০ জুলাই ২০১৯ , ২৬ আষাঢ় ১৪২৫, ৬ জ্বিলকদ ১৪৪০

‘ফাগুন হাওয়ায়’র দুটি পুরস্কার অর্জন

বিনোদন প্রতিবেদক

image

‘৯ম সার্ক চলচ্চিত্র উৎসব’-এ দুটি পুরস্কার অর্জন করেছে ‘ফাগুন হাওয়ায়’। ছবিটি পরিচানা করেছেন তৌকীর আহমেদ। পুরস্কার দুটির মধ্যে একটি পেয়েছেন শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের জন্য এনামুল হক সোহেল ও শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনার পুরস্কার পেয়েছেন রিপন নাথ। গত ২ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হয় সার্কভুক্ত দেশগুলোর চলচ্চিত্র নিয়ে ৬ দিনব্যাপী এ উৎসব’। উৎসবে গত ৩ জুলাই সকালে ‘ফাগুন হাওয়ায়’, বিকালে দেখানো হয় নূর ইমরান মিঠু নির্মিত ‘কমলা রকেট’ এবং ৫ জুলাই দুপুর ১২টায় মাস্টার ফিল্মস বিভাগে দেখানো হয় নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালিত ‘আলফা’। ফাগুন হাওয়ায় এবং কামলা রকেট প্রদর্শিত হয় কম্পিটিশন বিভাগে। তিনটি ছবিরই প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম লি.। এ উৎসব অনুষ্ঠিত হয় শ্রীলংকার রাজধানী কলম্বোর ন্যাশনাল ফিল্ম কর্পোরেশনে।