ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি

শিশু ধর্ষণ ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান দ্রুত কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে পুরুষদেরও প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে।

শিশু ধর্ষণ, শিশু হত্যা বন্ধের দাবিতে ‘নারী সাংবাদিক কেন্দ্র’ আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, মানবাধিকার কর্মী খুশি কবির এবং সম্প্রতি ধর্ষণ ও হত্যার শিকার শিশু সায়মার বাবা আবদুস সালাম। মানববন্ধনে অন্যদের মধ্যে আখতার জাহান মালিক, দিলরুবা খান, নাসরিন শওকত, সানজীদা সুলতানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

নাসিমুন আরা হক বলেন, ধর্ষণ বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে পর্নোগ্রাফি ও মাদকের আমদানি বন্ধ করতে হবে। এছাড়া বিভিন্ন সভা-সমাবেশে নারীবিদ্বেষী বক্তব্য বন্ধের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, শিশু ধর্ষণ ও হত্যাকরীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে ও তা দ্রুত কার্যকরের ব্যবস্থা নিতে হবে। তিনি ধর্ষণকারীদের প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা জানান।

পারভীন সুলতানা ঝুমা বলেন, শিশু ধর্ষণ ও হত্যাকারী নরপশুদের মৃত্যুদন্ড দ্রুত কার্যকরের ব্যবস্থা করতে হবে। তিনি পুরুষদেরও নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান।

image

ধর্ষকের ফাঁসির দাবিতে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে -সংবাদ

আরও খবর
শপথ নিলেন মন্ত্রী ইমরান প্রতিমন্ত্রী ইন্দিরা
দেখবেন, দুর্নীতির কারণে যেন অর্জনগুলো নষ্ট না হয়
ঢাকায় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি
বারোভূতে লুটেপুটে খাচ্ছে খুলনা রেলওয়ের কোটি কোটি টাকার সম্পদ
হিন্দু পারিবারিক আইন বাতিল দাবি
নিজেকে বাঁচাতে ৫ জনকে দায়ী করেন বাছির
বেনাপোল-ঢাকা ১৭ জুলাই চালু হচ্ছে বিরতিহীন ট্রেন
তৃতীয় বর্ষে ফেল করে চতুর্থ বর্ষে পরীক্ষা দিচ্ছেন ঢাবি ছাত্রলীগ সা. সম্পাদক
পূর্ববিরোধের জেরে হত্যাকান্ড ঘটে
জিয়া হত্যায় বেশি লাভবান খালেদা
নভোথিয়েটারে মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত
মির্জাপুরে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত

রবিবার, ১৪ জুলাই ২০১৯ , ৩০ আষাঢ় ১৪২৫, ১০ জিলকদ ১৪৪০

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি

নিজস্ব বার্তা পরিবেশক

image

ধর্ষকের ফাঁসির দাবিতে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে -সংবাদ

শিশু ধর্ষণ ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান দ্রুত কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে পুরুষদেরও প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে।

শিশু ধর্ষণ, শিশু হত্যা বন্ধের দাবিতে ‘নারী সাংবাদিক কেন্দ্র’ আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, মানবাধিকার কর্মী খুশি কবির এবং সম্প্রতি ধর্ষণ ও হত্যার শিকার শিশু সায়মার বাবা আবদুস সালাম। মানববন্ধনে অন্যদের মধ্যে আখতার জাহান মালিক, দিলরুবা খান, নাসরিন শওকত, সানজীদা সুলতানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

নাসিমুন আরা হক বলেন, ধর্ষণ বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে পর্নোগ্রাফি ও মাদকের আমদানি বন্ধ করতে হবে। এছাড়া বিভিন্ন সভা-সমাবেশে নারীবিদ্বেষী বক্তব্য বন্ধের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, শিশু ধর্ষণ ও হত্যাকরীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে ও তা দ্রুত কার্যকরের ব্যবস্থা নিতে হবে। তিনি ধর্ষণকারীদের প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা জানান।

পারভীন সুলতানা ঝুমা বলেন, শিশু ধর্ষণ ও হত্যাকারী নরপশুদের মৃত্যুদন্ড দ্রুত কার্যকরের ব্যবস্থা করতে হবে। তিনি পুরুষদেরও নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান।