বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে জেডকেটেকো কে সিরিজ টাইম অ্যাটেনডেন্স টার্মিনাল

অফিস বা প্রতিষ্ঠানে সময় ব্যবস্থাপনার সমাধান দিচ্ছে জেডকেটেকো কে সিরিজ এসএসআর ফিঙ্গারপ্রিন্ট টাইম অ্যাটেনডেন্স টার্মিনালে। চীনা প্রতিষ্ঠান জেডকেটেকোর তৈরি কে সিরিজ টাইম অ্যাটেনডেন্স টার্মিনালে রয়েছে ২.৮ ইঞ্চি মাপের টিএফটি স্ক্রিন। খুব সহজে অ্যাকসেস কন্ট্রোল করা যায় বলে এটি এখন অনেক প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে।

অ্যাটেনডেন্স ডিভাইসগুলো যেকোনো থার্ড পাটি ইলেকট্রিক লক ও এক্সিট বাটনের সঙ্গে সহজে সংযুক্ত করা যায়। এছাড়া এর টিসিপি/আইপি সমর্থন ও ইউএসবি হোস্টিং সুবিধা তথ্য ব্যবস্থাপনা বা ডেটা ম্যানেজমেন্টকে সহজ করে দেয়। এর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে এর বিল্ট-ইন ব্যাকআপ ব্যাটারি, যার ফলে পাওয়ার চলে গেলেও কোনো সমস্যা হবে না।

জেডকেটেকোর কে সিরিজের টার্মিনালে ৩ হাজার একক ফিঙ্গারপ্রিন্ট সমর্থন করার সক্ষমতা রয়েছে। এটি ৩ হাজার ব্যবহারকারী বা আইডি কার্ড সমর্থন করে। এর রেকর্ডিং সক্ষমতা এক লাখেরও বেশি। বিস্তারিত জানা যাবে www.zkteco.com.bd সাইট থেকে। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ , ২ শ্রাবন ১৪২৫, ১২ জিলকদ ১৪৪০

বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে জেডকেটেকো কে সিরিজ টাইম অ্যাটেনডেন্স টার্মিনাল

image

অফিস বা প্রতিষ্ঠানে সময় ব্যবস্থাপনার সমাধান দিচ্ছে জেডকেটেকো কে সিরিজ এসএসআর ফিঙ্গারপ্রিন্ট টাইম অ্যাটেনডেন্স টার্মিনালে। চীনা প্রতিষ্ঠান জেডকেটেকোর তৈরি কে সিরিজ টাইম অ্যাটেনডেন্স টার্মিনালে রয়েছে ২.৮ ইঞ্চি মাপের টিএফটি স্ক্রিন। খুব সহজে অ্যাকসেস কন্ট্রোল করা যায় বলে এটি এখন অনেক প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে।

অ্যাটেনডেন্স ডিভাইসগুলো যেকোনো থার্ড পাটি ইলেকট্রিক লক ও এক্সিট বাটনের সঙ্গে সহজে সংযুক্ত করা যায়। এছাড়া এর টিসিপি/আইপি সমর্থন ও ইউএসবি হোস্টিং সুবিধা তথ্য ব্যবস্থাপনা বা ডেটা ম্যানেজমেন্টকে সহজ করে দেয়। এর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে এর বিল্ট-ইন ব্যাকআপ ব্যাটারি, যার ফলে পাওয়ার চলে গেলেও কোনো সমস্যা হবে না।

জেডকেটেকোর কে সিরিজের টার্মিনালে ৩ হাজার একক ফিঙ্গারপ্রিন্ট সমর্থন করার সক্ষমতা রয়েছে। এটি ৩ হাজার ব্যবহারকারী বা আইডি কার্ড সমর্থন করে। এর রেকর্ডিং সক্ষমতা এক লাখেরও বেশি। বিস্তারিত জানা যাবে www.zkteco.com.bd সাইট থেকে। সংবাদ বিজ্ঞপ্তি।