স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘রোগীদের কথা’

প্রবীণ রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সামনুন এফ তাহার উপস্থাপনায় ‘রোগীদের কথা’ এশিয়ান টেলিভিশনে প্রচার হচ্ছে প্রতি শুক্রবার সকাল ১০.০২ মিনিটে।

প্রতি পর্বে একজন শিশু ও একজন বয়স্ক ব্যক্তি মুখোমুখি চেয়ারে বসে কথা বলবেন। কিংবা ছেলে কিংবা ছেলের বৌ মুখোমুখি প্রশ্ন করবে, উত্তর দিবে। অথবা প্রবীণ ও নবীন পরস্পরকে ৩টি করে প্রশ্ন করবে এবং উত্তর দিবে। বয়স্কদের যেকোনো একটা রোগ ও তার লক্ষণ ও প্রতিকার নিয়ে কথা বলবেন বিশষজ্ঞ ডাক্তার। দর্শকদের প্রশ্নের উত্তর হিসেবে ডাক্তার যেকোনো একটি রোগ নিয়ে আলোচনা করবেন। আলোচনার মাধ্যমে তুলে আনা হবে বাংলাদেশের স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক। পাশাপাশি বয়স্ক মানুষদের পোশাক, মেকাপ, স্টাইল কেমন হতে পারে। কোন বয়সীদের খাদ্য তালিকায় কী ধরনের খাবার থাকা ভালো। চলাফেরার সতর্কতা ইত্যাদি।

বাংলাদেশ সরকার স্বীকৃতি প্রাপ্ত একমাত্র প্রবীণ হাসপাতাল সিনিয়র সিটিজেন হসপিটাল নিবেদিত রোগীদের কথা অনুষ্ঠানটি প্রযোজনায় করেছেন আহসান মাহবুব। সহকারী প্রযোজক হিসেবে কাজ করছেন কাজী সোহেল। উপস্থাপনায় আছেন প্রফেসর ডা.সামনুন এফ তাহা।

শনিবার, ২০ জুলাই ২০১৯ , ৫ শ্রাবন ১৪২৫, ১৬ জিলকদ ১৪৪০

স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘রোগীদের কথা’

বিনোদন প্রতিবেদক

প্রবীণ রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সামনুন এফ তাহার উপস্থাপনায় ‘রোগীদের কথা’ এশিয়ান টেলিভিশনে প্রচার হচ্ছে প্রতি শুক্রবার সকাল ১০.০২ মিনিটে।

প্রতি পর্বে একজন শিশু ও একজন বয়স্ক ব্যক্তি মুখোমুখি চেয়ারে বসে কথা বলবেন। কিংবা ছেলে কিংবা ছেলের বৌ মুখোমুখি প্রশ্ন করবে, উত্তর দিবে। অথবা প্রবীণ ও নবীন পরস্পরকে ৩টি করে প্রশ্ন করবে এবং উত্তর দিবে। বয়স্কদের যেকোনো একটা রোগ ও তার লক্ষণ ও প্রতিকার নিয়ে কথা বলবেন বিশষজ্ঞ ডাক্তার। দর্শকদের প্রশ্নের উত্তর হিসেবে ডাক্তার যেকোনো একটি রোগ নিয়ে আলোচনা করবেন। আলোচনার মাধ্যমে তুলে আনা হবে বাংলাদেশের স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক। পাশাপাশি বয়স্ক মানুষদের পোশাক, মেকাপ, স্টাইল কেমন হতে পারে। কোন বয়সীদের খাদ্য তালিকায় কী ধরনের খাবার থাকা ভালো। চলাফেরার সতর্কতা ইত্যাদি।

বাংলাদেশ সরকার স্বীকৃতি প্রাপ্ত একমাত্র প্রবীণ হাসপাতাল সিনিয়র সিটিজেন হসপিটাল নিবেদিত রোগীদের কথা অনুষ্ঠানটি প্রযোজনায় করেছেন আহসান মাহবুব। সহকারী প্রযোজক হিসেবে কাজ করছেন কাজী সোহেল। উপস্থাপনায় আছেন প্রফেসর ডা.সামনুন এফ তাহা।