‘বালিশ বিলাস’-এ শিমু-ইমন

আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় ‘বালিশ বিলাস’ নাটকে অভিনয় করেছেন সুমাইয়া শিমু ও ইমন। শিমু ও ইমন জানান, বালিশ বিলাস নাটকটি রোমান্টিক, পারিবারিক, সামাজিক গল্পের। এরই মধ্যে রাজধানীর উত্তরায় বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে বলে জানান ইমন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াতসহ স্নিগ্ধা শ্রাবণ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘ফেরদৌস হাসান রানা ভাইয়ের নির্দেশনায় আমি আমার অভিনয় জীবনের শুরু থেকে এখন পর্যন্ত অনেক নাটকে কাজ করেছি। তার লেখা আমি ভীষণ পছন্দ করি। নাটকের গল্প, সংলাপের সাথে দর্শক নিজেকে সম্পৃক্ত করতে পারেন, নিজেকে নিয়ে ভাবতে পারেন। এটা অনেক বড় সফলতা।’ ইমন বলেন, ‘ফেরদৌস হাসান ভাইয়ের নির্দেশনায় এর আগেও শিমুর সঙ্গে নাটকে অভিনয় করেছি। তবে আগের নাটকগুলোর গল্প বেশ সিরিয়াস ছিলো। এবারের নাটকের গল্প রোমান্টিক ও পারিবারিক ঘরানার। যেহেতু আগে তিন-চারটি নাটকে কাজ করেছি শিমুর সঙ্গে। এ কারণে তার সঙ্গে কাজের বোঝাপড়াটা বেশ ভালো আমার। দু’জনই বেশ স্বাচ্ছন্দ্যতা নিয়েই কাজ করি। আর ফেরদৌস হাসান ভাই অনেক যতœ নিয়ে নাটকটি নির্মাণ করেন।’ এদিকে আগামী ২৪ জুলাই ইমন আমেরিকা যাবেন। সেখানে একটি স্টেটের মেয়র কর্তৃক সম্মাননা গ্রহণ করবেন বলে জানান তিনি।

রবিবার, ২১ জুলাই ২০১৯ , ৬ শ্রাবন ১৪২৫, ১৭ জিলকদ ১৪৪০

‘বালিশ বিলাস’-এ শিমু-ইমন

বিনোদন প্রতিবেদক

image

আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় ‘বালিশ বিলাস’ নাটকে অভিনয় করেছেন সুমাইয়া শিমু ও ইমন। শিমু ও ইমন জানান, বালিশ বিলাস নাটকটি রোমান্টিক, পারিবারিক, সামাজিক গল্পের। এরই মধ্যে রাজধানীর উত্তরায় বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে বলে জানান ইমন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াতসহ স্নিগ্ধা শ্রাবণ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘ফেরদৌস হাসান রানা ভাইয়ের নির্দেশনায় আমি আমার অভিনয় জীবনের শুরু থেকে এখন পর্যন্ত অনেক নাটকে কাজ করেছি। তার লেখা আমি ভীষণ পছন্দ করি। নাটকের গল্প, সংলাপের সাথে দর্শক নিজেকে সম্পৃক্ত করতে পারেন, নিজেকে নিয়ে ভাবতে পারেন। এটা অনেক বড় সফলতা।’ ইমন বলেন, ‘ফেরদৌস হাসান ভাইয়ের নির্দেশনায় এর আগেও শিমুর সঙ্গে নাটকে অভিনয় করেছি। তবে আগের নাটকগুলোর গল্প বেশ সিরিয়াস ছিলো। এবারের নাটকের গল্প রোমান্টিক ও পারিবারিক ঘরানার। যেহেতু আগে তিন-চারটি নাটকে কাজ করেছি শিমুর সঙ্গে। এ কারণে তার সঙ্গে কাজের বোঝাপড়াটা বেশ ভালো আমার। দু’জনই বেশ স্বাচ্ছন্দ্যতা নিয়েই কাজ করি। আর ফেরদৌস হাসান ভাই অনেক যতœ নিয়ে নাটকটি নির্মাণ করেন।’ এদিকে আগামী ২৪ জুলাই ইমন আমেরিকা যাবেন। সেখানে একটি স্টেটের মেয়র কর্তৃক সম্মাননা গ্রহণ করবেন বলে জানান তিনি।