সাগর জাহানের নাটকে একসঙ্গে চঞ্চল-অপি

চঞ্চল চৌধুরী ও অপি করিম সাগর জাহানের পরিচালনায় ‘ক্ষণিকের আলো’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। রাজধানীর পুরনো ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হলো ২৩ ও ২৪ জুলাই। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘নানা সময়ে অপির সঙ্গে কাজ করার প্রস্তাব এলেও ব্যাটে-বলে মেলেনি। এবারই প্রথম আমরা দু’জন সাগর জাহানের নির্দেশনায় ক্ষণিকের আলো নাটকে অভিনয় করেছি। অপি করিম নিঃসন্দেহে একজন গুণী অভিনেত্রী। এমন ভালো অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে পারাটার মধ্যে আমার নিজের কাছেই এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে। আর নির্মাতা সাগর জাহানের তার প্রতিটি নাটকই ভালোভাবে, যত্ন নিয়ে আন্তরিকতা দিয়েই নির্মাণ করে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করে। তার এ চেষ্টার ধারাবাহিকতার কারণেই কিন্তু ক্ষণিকের আলো নাটকটি হয়েছে, একটি ভালো নাটক দর্শক ঈদ অনুষ্ঠান মালায় দেখতে পাবেন। আমি নাটকটি নিয়ে সত্যিই খুব আশাবাদী।’ অপি করিম বলেন, ‘সাগর জাহানের কাজ করা মানেই হলো আমার কাছে বিশেষ কিছু। কারণ তার নির্দেশনায় এ ইউনিটের সঙ্গে আমি অনেক ভালো ভালো কাজ করেছি। যে কারণে সাগর জাহানের নির্দেশনায় কাজ করতে গেলে নিজের একটি ভালো কাজই হবে সেই বিশ্বাসটা সবসময়ই নিজের মধ্যে অনুভব হয়। তার সঙ্গে এবার সংযুক্ত হলেন আরেক গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয় সম্পর্কে সবাই অবগত। তাই আশা করছি নাটকটি দর্শকের কাছে ভালো লাগার মতোই একটি নাটক হবে।’ সাগর জাহান জানান কোরবানির ঈদে নাটকটি আরটিভিতে প্রচার হবে। উল্লেখ্য সাগর জাহান এরইমধ্যে তাহসান ও মেহজাবিন চৌধুরীকে নিয়ে নির্মাণ করেছেন ‘মায়া সবার মতো না’ নাটকটি। এই নাটকে মেহজাবিনকে নতুন করে আবিষ্কার করবেন বলে আশাবাদী সাগর জাহান।

বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯ , ১০ শ্রাবন ১৪২৫, ২১ জিলকদ ১৪৪০

সাগর জাহানের নাটকে একসঙ্গে চঞ্চল-অপি

বিনোদন প্রতিবেদক

image

চঞ্চল চৌধুরী ও অপি করিম সাগর জাহানের পরিচালনায় ‘ক্ষণিকের আলো’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। রাজধানীর পুরনো ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হলো ২৩ ও ২৪ জুলাই। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘নানা সময়ে অপির সঙ্গে কাজ করার প্রস্তাব এলেও ব্যাটে-বলে মেলেনি। এবারই প্রথম আমরা দু’জন সাগর জাহানের নির্দেশনায় ক্ষণিকের আলো নাটকে অভিনয় করেছি। অপি করিম নিঃসন্দেহে একজন গুণী অভিনেত্রী। এমন ভালো অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে পারাটার মধ্যে আমার নিজের কাছেই এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে। আর নির্মাতা সাগর জাহানের তার প্রতিটি নাটকই ভালোভাবে, যত্ন নিয়ে আন্তরিকতা দিয়েই নির্মাণ করে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করে। তার এ চেষ্টার ধারাবাহিকতার কারণেই কিন্তু ক্ষণিকের আলো নাটকটি হয়েছে, একটি ভালো নাটক দর্শক ঈদ অনুষ্ঠান মালায় দেখতে পাবেন। আমি নাটকটি নিয়ে সত্যিই খুব আশাবাদী।’ অপি করিম বলেন, ‘সাগর জাহানের কাজ করা মানেই হলো আমার কাছে বিশেষ কিছু। কারণ তার নির্দেশনায় এ ইউনিটের সঙ্গে আমি অনেক ভালো ভালো কাজ করেছি। যে কারণে সাগর জাহানের নির্দেশনায় কাজ করতে গেলে নিজের একটি ভালো কাজই হবে সেই বিশ্বাসটা সবসময়ই নিজের মধ্যে অনুভব হয়। তার সঙ্গে এবার সংযুক্ত হলেন আরেক গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয় সম্পর্কে সবাই অবগত। তাই আশা করছি নাটকটি দর্শকের কাছে ভালো লাগার মতোই একটি নাটক হবে।’ সাগর জাহান জানান কোরবানির ঈদে নাটকটি আরটিভিতে প্রচার হবে। উল্লেখ্য সাগর জাহান এরইমধ্যে তাহসান ও মেহজাবিন চৌধুরীকে নিয়ে নির্মাণ করেছেন ‘মায়া সবার মতো না’ নাটকটি। এই নাটকে মেহজাবিনকে নতুন করে আবিষ্কার করবেন বলে আশাবাদী সাগর জাহান।