প্রেক্ষাগৃহে চলছে ‘কালো মেঘের ভেলা’

কবি নির্মলেন্দু গুণের লেখা সরকারি অনুদানে নির্মিত শিশুতোষ সিনেমা ‘কালো মেঘের ভেলা’। গতকাল দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। ‘কালো মেঘের ভেলা’ পরিচালনা করেছেন কবি নির্মলেন্দু গুণেরই মেয়ে মৃত্তিকা গুণ। এটি তার পরিচালিত প্রথম সিনেমা। এটি প্রথম সপ্তাহে দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এক মা ও তার ছোট ছেলেকে কেন্দ্র করে এর গল্প তৈরি করা

হয়েছে। মায়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান এবং ছেলের চরিত্রে পিদিম থিয়েটারের শিশুশিল্পী আপন। স্বল্পদৈর্ঘ্য হিসেবে অনুদান পাওয়া এ সিনেমাটি এরই মধ্যে কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। এর চিত্রনাট্য করেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবির বেশিরভাগ শুটিং হয়েছে কবি নির্মলেন্দু গুণের গ্রাম বারহাট্টায়। এছাড়া কমলাপুর, পুবাইল, তেজগাঁও বস্তিতে অবশিষ্ট শুটিং সম্পন্ন হয়।

রবিবার, ২৮ জুলাই ২০১৯ , ১৩ শ্রাবন ১৪২৫, ২৪ জিলকদ ১৪৪০

প্রেক্ষাগৃহে চলছে ‘কালো মেঘের ভেলা’

বিনোদন প্রতিবেদক

image

কবি নির্মলেন্দু গুণের লেখা সরকারি অনুদানে নির্মিত শিশুতোষ সিনেমা ‘কালো মেঘের ভেলা’। গতকাল দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। ‘কালো মেঘের ভেলা’ পরিচালনা করেছেন কবি নির্মলেন্দু গুণেরই মেয়ে মৃত্তিকা গুণ। এটি তার পরিচালিত প্রথম সিনেমা। এটি প্রথম সপ্তাহে দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এক মা ও তার ছোট ছেলেকে কেন্দ্র করে এর গল্প তৈরি করা

হয়েছে। মায়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান এবং ছেলের চরিত্রে পিদিম থিয়েটারের শিশুশিল্পী আপন। স্বল্পদৈর্ঘ্য হিসেবে অনুদান পাওয়া এ সিনেমাটি এরই মধ্যে কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। এর চিত্রনাট্য করেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবির বেশিরভাগ শুটিং হয়েছে কবি নির্মলেন্দু গুণের গ্রাম বারহাট্টায়। এছাড়া কমলাপুর, পুবাইল, তেজগাঁও বস্তিতে অবশিষ্ট শুটিং সম্পন্ন হয়।