স্কুলের সুবর্ণজয়ন্তী শেষ করা হলো না রেজাউলের

চট্টগ্রামের বাঁশখালীতে সুবর্ণ জয়ন্তী উৎসব শেষ করার আগেই না ফেরার দেশে চলে গেলেন রেজাউল করিম তালুকদার। গত শনিবার কাথরিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসবের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে প্রাক্তণ শিক্ষার্থীদের স্মৃতি অনুষ্ঠানে দুপুর ২টার দিকে বক্তব্য শেষ করে চেয়ারে বসামাত্র অসুস্থতাবোধ করেন তিনি। এ সময় সহপাঠি এবং উপস্থিত ছাত্ররা তাকে মঞ্চ থেকে নামিয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ শাহেদ ইসিজি করার পর মৃত ঘোষণা করেন। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ তার অসুস্থতাবোধ ও মৃত্যু নিয়ে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষণিক অনুষ্ঠান সংক্ষিপ্ত করে ফেলেন আয়োজক কমিটি। জানা যায়, কাথরিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসবের উপদেষ্টা অধ্যাপক এস.এম. আইয়ুব বলেন, ‘রেজাউল করিম ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত। সে কাথরিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র হিসেবে বক্তব্য দেয়ার পর অসুস্থ হয়ে পড়ে সে।

সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ , ১৫ পৌষ ১৪২৬, ২ জমাদিউল আউয়াল ১৪৪১

স্কুলের সুবর্ণজয়ন্তী শেষ করা হলো না রেজাউলের

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীতে সুবর্ণ জয়ন্তী উৎসব শেষ করার আগেই না ফেরার দেশে চলে গেলেন রেজাউল করিম তালুকদার। গত শনিবার কাথরিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসবের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে প্রাক্তণ শিক্ষার্থীদের স্মৃতি অনুষ্ঠানে দুপুর ২টার দিকে বক্তব্য শেষ করে চেয়ারে বসামাত্র অসুস্থতাবোধ করেন তিনি। এ সময় সহপাঠি এবং উপস্থিত ছাত্ররা তাকে মঞ্চ থেকে নামিয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ শাহেদ ইসিজি করার পর মৃত ঘোষণা করেন। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ তার অসুস্থতাবোধ ও মৃত্যু নিয়ে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষণিক অনুষ্ঠান সংক্ষিপ্ত করে ফেলেন আয়োজক কমিটি। জানা যায়, কাথরিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসবের উপদেষ্টা অধ্যাপক এস.এম. আইয়ুব বলেন, ‘রেজাউল করিম ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত। সে কাথরিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র হিসেবে বক্তব্য দেয়ার পর অসুস্থ হয়ে পড়ে সে।