পার্বতীর অপেক্ষায় পপি

গত বছরের মাঝামাঝিতে নায়িকা পপি আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ শুরু করেছিলেন। এ সিনেমায় তিনি তার স্বপ্নের চরিত্র ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করছিলেন। কিন্তু সিনেমা নির্মাণের মাঝপথে এসে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। অথচ এ পার্বতী চরিত্রটি নিয়েই পপি সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন। কারণ পার্বতী তার স্বপ্নের একটি চরিত্র। যদিও বা শরৎ চন্দ্রের ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত ‘দেবদাস’ সিনেমার পার্বতীর মতো নয় এ পার্বতী। তবে দেবদাসের পার্বতীর ছায়া আছে এ পার্বতীতে। কেন পার্বতীকে পার্বতী হতে হলো তার জন্যই তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। আর তা কেমনরূপে দর্শক দেখতে পাবেন সেটাই হচ্ছে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার মূল চমক। জানা যায় চলতি বছরেই সিনেমাটির কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছরেও নানা চড়াই-উতরাই পেরিয়ে শেষ হয়নি সিনেমাটির বাকি কাজ। তবে আশা করা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই শেষ হয়ে যাবে পপি অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমাটি। পপি বলেন, ‘আমার অনেক স্বপ্নের চরিত্র পার্বতী। নামটি শুনলেই যেন নিজের ভেতর কেমন শিহরিত হই আমি। পার্বতী একটি ঐতিহাসিক চরিত্র। আমার মনে আছে এ চরিত্র নিজেকে যথাযথভাবে উপস্থাপনের জন্য অনেক কষ্ট করে গেটআপ নিয়েছিলাম। বেশ কিছুদিন শুটিংও করেছি আমি। কিন্তু সিনেমাটি শেষ হয়েও শেষ হচ্ছে না। আমি চাই এ সিনেমাটি দ্রুত শেষ হোক। কারণ নিজেকে পার্বতীরূপে পর্দায় দেখার জন্য আমি নিজেই মুখিয়ে আছি। আমার বিশ্বাস নির্মাতা এবং প্রযোজক দ্রুত এই সিনেমার কাজ শেষ করবেন। দর্শকও তাদের প্রতীক্ষার প্রহর শেষে সিনেমাটি দেখতে হলে হলে যাবেন।’ উল্লেখ্য এই সিনেমায় দেবদাসের চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস। এদিকে প্রায় শেষ হয়ে এসেছে পপি অভিনীত সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। এদিকে ফিল্ম ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করছেন পপি। আজ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ , ১৫ পৌষ ১৪২৬, ২ জমাদিউল আউয়াল ১৪৪১

পার্বতীর অপেক্ষায় পপি

বিনোদন প্রতিবেদক |

image

গত বছরের মাঝামাঝিতে নায়িকা পপি আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ শুরু করেছিলেন। এ সিনেমায় তিনি তার স্বপ্নের চরিত্র ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করছিলেন। কিন্তু সিনেমা নির্মাণের মাঝপথে এসে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। অথচ এ পার্বতী চরিত্রটি নিয়েই পপি সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন। কারণ পার্বতী তার স্বপ্নের একটি চরিত্র। যদিও বা শরৎ চন্দ্রের ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত ‘দেবদাস’ সিনেমার পার্বতীর মতো নয় এ পার্বতী। তবে দেবদাসের পার্বতীর ছায়া আছে এ পার্বতীতে। কেন পার্বতীকে পার্বতী হতে হলো তার জন্যই তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। আর তা কেমনরূপে দর্শক দেখতে পাবেন সেটাই হচ্ছে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার মূল চমক। জানা যায় চলতি বছরেই সিনেমাটির কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছরেও নানা চড়াই-উতরাই পেরিয়ে শেষ হয়নি সিনেমাটির বাকি কাজ। তবে আশা করা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই শেষ হয়ে যাবে পপি অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমাটি। পপি বলেন, ‘আমার অনেক স্বপ্নের চরিত্র পার্বতী। নামটি শুনলেই যেন নিজের ভেতর কেমন শিহরিত হই আমি। পার্বতী একটি ঐতিহাসিক চরিত্র। আমার মনে আছে এ চরিত্র নিজেকে যথাযথভাবে উপস্থাপনের জন্য অনেক কষ্ট করে গেটআপ নিয়েছিলাম। বেশ কিছুদিন শুটিংও করেছি আমি। কিন্তু সিনেমাটি শেষ হয়েও শেষ হচ্ছে না। আমি চাই এ সিনেমাটি দ্রুত শেষ হোক। কারণ নিজেকে পার্বতীরূপে পর্দায় দেখার জন্য আমি নিজেই মুখিয়ে আছি। আমার বিশ্বাস নির্মাতা এবং প্রযোজক দ্রুত এই সিনেমার কাজ শেষ করবেন। দর্শকও তাদের প্রতীক্ষার প্রহর শেষে সিনেমাটি দেখতে হলে হলে যাবেন।’ উল্লেখ্য এই সিনেমায় দেবদাসের চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস। এদিকে প্রায় শেষ হয়ে এসেছে পপি অভিনীত সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। এদিকে ফিল্ম ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করছেন পপি। আজ নির্বাচন অনুষ্ঠিত হবে।