ট্রাম্প পুনর্নির্বাচিত হলে হোয়াইট হাউজ ছাড়ার ইঙ্গিত ইভাঙ্কার

মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বাবা ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচিত হলে হোয়াইট হাউজের শীর্ষ পদে আর কাজ না করার আভাস দিয়েছেন ইভাঙ্কা ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিবিএসকে নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী এ রাজনীতিক ‘কম আকর্ষণীয় জীবন-যাপন’ এবং ‘সন্তানরাই তার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়’ মন্তব্য করেছেন। এনডিটিভি।

ভারতীয় সংবাদ মাধ্যমটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে,আসন্ন নির্বাচনে বাবা ট্রাম্প আবারও বিজয়ী হলে তার প্রশাসনে কাজ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের উপদেষ্টা ইভাঙ্কা বলেন, আমার সন্তানরা এবং তাদের সুখই সবার আগে আমাকে সবচেয়ে বেশি তাড়িত করে।’ তিনি বলেন, ‘তাদের (সন্তান) দরকারই যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় সেজন্য আমার সিদ্ধান্ত সবসময়ই দোলাচলের মধ্যে থাকে। এ উত্তরের জন্য তারাই আমাকে সবচেয়ে বেশি তাড়িত করবে।’ বাবার হয়ে প্রচারে দেশের প্রতিটি রাজ্যে ঘুরেছেন জানালেও তার কাজ এখনও ‘শেষ হয়নি’ বলেও মনে করেন ৩৮ বছর বয়সী এ নারী। আমরা অনেক কিছুই করেছি, যদিও তা যথেষ্ট নয়, বলেছেন তিনি। কখনও নির্বাচনে দাঁড়াবেন কিনা, এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের এ উপদেষ্টা বলেন, সত্যি বললে, আমার কাছে রাজনীতিকে কম আকর্ষণীয় মনে হয়। ইভাঙ্কার পাশাপাশি তার স্বামী জ্যারেড কুশনারও ২০১৭ সাল থেকেই ট্রাম্প প্রশাসনে কাজ করে আসছেন। ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেও রিপাবলিকান শিবিরের হয়ে এ দম্পতির অনবদ্য ভূমিকা ছিল। মার্র্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের পেসিডেন্ট ভলদিমির জেলোনিষ্কির সঙ্গে এক ফোনআলাপের জেরে অভিশংসনের মুখমোখি রয়েছেন। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করার জন্য বিরোধী ডেমোক্র্যাটদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালাতে ইউক্রেনকে চাপ প্রয়োগ করেছেন ট্রাম্প। আগামী ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে নেমেছেন- এমন সময় তার অভিশংসনের জন্য আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেন পেলোসি ও দলের প্রতিনিধি পরিষদের সদস্যরা। যার নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে।

সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ , ১৫ পৌষ ১৪২৬, ২ জমাদিউল আউয়াল ১৪৪১

ট্রাম্প পুনর্নির্বাচিত হলে হোয়াইট হাউজ ছাড়ার ইঙ্গিত ইভাঙ্কার

সংবাদ ডেস্ক |

মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বাবা ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচিত হলে হোয়াইট হাউজের শীর্ষ পদে আর কাজ না করার আভাস দিয়েছেন ইভাঙ্কা ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিবিএসকে নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী এ রাজনীতিক ‘কম আকর্ষণীয় জীবন-যাপন’ এবং ‘সন্তানরাই তার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়’ মন্তব্য করেছেন। এনডিটিভি।

ভারতীয় সংবাদ মাধ্যমটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে,আসন্ন নির্বাচনে বাবা ট্রাম্প আবারও বিজয়ী হলে তার প্রশাসনে কাজ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের উপদেষ্টা ইভাঙ্কা বলেন, আমার সন্তানরা এবং তাদের সুখই সবার আগে আমাকে সবচেয়ে বেশি তাড়িত করে।’ তিনি বলেন, ‘তাদের (সন্তান) দরকারই যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় সেজন্য আমার সিদ্ধান্ত সবসময়ই দোলাচলের মধ্যে থাকে। এ উত্তরের জন্য তারাই আমাকে সবচেয়ে বেশি তাড়িত করবে।’ বাবার হয়ে প্রচারে দেশের প্রতিটি রাজ্যে ঘুরেছেন জানালেও তার কাজ এখনও ‘শেষ হয়নি’ বলেও মনে করেন ৩৮ বছর বয়সী এ নারী। আমরা অনেক কিছুই করেছি, যদিও তা যথেষ্ট নয়, বলেছেন তিনি। কখনও নির্বাচনে দাঁড়াবেন কিনা, এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের এ উপদেষ্টা বলেন, সত্যি বললে, আমার কাছে রাজনীতিকে কম আকর্ষণীয় মনে হয়। ইভাঙ্কার পাশাপাশি তার স্বামী জ্যারেড কুশনারও ২০১৭ সাল থেকেই ট্রাম্প প্রশাসনে কাজ করে আসছেন। ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেও রিপাবলিকান শিবিরের হয়ে এ দম্পতির অনবদ্য ভূমিকা ছিল। মার্র্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের পেসিডেন্ট ভলদিমির জেলোনিষ্কির সঙ্গে এক ফোনআলাপের জেরে অভিশংসনের মুখমোখি রয়েছেন। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করার জন্য বিরোধী ডেমোক্র্যাটদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালাতে ইউক্রেনকে চাপ প্রয়োগ করেছেন ট্রাম্প। আগামী ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে নেমেছেন- এমন সময় তার অভিশংসনের জন্য আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেন পেলোসি ও দলের প্রতিনিধি পরিষদের সদস্যরা। যার নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে।