ঢাকা ওআইসির ইয়ুথ রাজধানী

বাংলাদেশের রাজধানী ঢাকাকে ২০২০ সালের জন্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউথ ক্যাপিটাল-২০২০ বিষয়ে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকাকে ২০২০ সালের জন্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে। যা বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আসন্ন মুজিববর্ষে অত্যন্ত সফলভাবে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল উদযাপন করতে সমর্থ হব।’ ওআইসিভুক্ত দেশ ছাড়াও আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানোর কথাও বলেন মন্ত্রী,‘ আমরা বড় ধরনের আয়োজন করতে পারি এটা দেখার জন্য আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানাব।

তিনি বলেন, ২০২০ সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বছরব্যাপী নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে ও জাতির পিতার জন্মশতবর্ষকে রাঙাতে ২০২০ সালে ঢাকাকে ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণার মধ্যে বিশ্ববাসী ঢাকাকে নতুনভাবে জানবে।

জাহিদ আহসান রাসেল, বঙ্গবন্ধু সবসময়ই সোনার বাংলা বিনির্মাণের সবচেয়ে বড় কারিগর হিসেবে দেখাতে চেয়েছেন বাংলাদেশের তরুণ ও যুব সমাজকে। তার বক্তব্য ও মননে তরুণ সমাজের সেই অপার সম্ভাবনার কথাই গুরুত্বের সঙ্গে উঠে আসত সর্বদা। তাই ঢাকাকে ইয়ুথ ক্যাপিটাল হিসেবে নির্বাচনের মাধ্যমে তারুণ্যের উৎকর্ষের কেন্দ্র হিসেবে বাংলাদেশের শক্তি ও অমিত সম্ভাবনার কথা বিশ্ববাসীর কাছে পৌঁছাবে।

তিনি বলেন, বছরব্যাপী হতে যাওয়া বিভিন্ন কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। আন্তর্জাতিক মানের ৩৯টি ইভেন্ট করব। ৫৩টি ফেডারেশন এখানে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা হবে। বঙ্গবন্ধু গোল্ডকাপসহ বেশকিছু ইভেন্ট আয়োজন করা হবে। এশিয়া টি-২০ ম্যাচ, বঙ্গবন্ধু এশিয়া কাপ হকির আয়োজন করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে আমরা ইতোমধ্যেই বেশ কয়েকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ মোট দশটি ইভেন্টের আয়োজন করা হবে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যেই সব কর্মসূচির বিস্তারিত তথ্য জানাতে পারব।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব জনাব মো. আখতার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর
সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করার কাজ করছে সরকার প্রধানমন্ত্রী
পূর্ণ প্যানেলে জয়ের ব্যাপারে আশাবাদী নীল দল
স্বাস্থ্য খাতের সিস্টেম বদলাতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
স্বর্ণার মৃত্যুর কারণ গণধর্ষণ
ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে থাকার ঘোষণা ঐক্যফ্রন্টের
ব্যয়ের নামে কোটি কোটি টাকা অনিয়মের অভিযোগ
মহাসড়কে নসিমন-করিমন বন্ধের সুপারিশ
বিজ্ঞান লেখক নাদিরা মজুমদার পেলেন অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৬
ছায়ানটে দৃষ্টিনন্দন ধ্রুপদী নাচ
‘ক্ষুদে শিল্পী’ প্রতিযোগীদের পুরস্কার প্রদান
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হলেন ড. কায়কাউস
প্রথম পর্যায়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাকরিচ্যুতির প্রতিশোধ নিতে ও টাকা লুট
ফের অনশনে রাজশাহী পাটকল শ্রমিকরা
ছাদ ধসে হতাহতের ঘটনায় মামলা হয়নি তিন দিনেও
বেসিক ব্যাংকের চেয়ারম্যান-এমডি অবরুদ্ধ

সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ , ১৫ পৌষ ১৪২৬, ২ জমাদিউল আউয়াল ১৪৪১

ঢাকা ওআইসির ইয়ুথ রাজধানী

ক্রীড়া বার্তা পরিবশেক

বাংলাদেশের রাজধানী ঢাকাকে ২০২০ সালের জন্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউথ ক্যাপিটাল-২০২০ বিষয়ে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকাকে ২০২০ সালের জন্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে। যা বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আসন্ন মুজিববর্ষে অত্যন্ত সফলভাবে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল উদযাপন করতে সমর্থ হব।’ ওআইসিভুক্ত দেশ ছাড়াও আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানোর কথাও বলেন মন্ত্রী,‘ আমরা বড় ধরনের আয়োজন করতে পারি এটা দেখার জন্য আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানাব।

তিনি বলেন, ২০২০ সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বছরব্যাপী নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে ও জাতির পিতার জন্মশতবর্ষকে রাঙাতে ২০২০ সালে ঢাকাকে ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণার মধ্যে বিশ্ববাসী ঢাকাকে নতুনভাবে জানবে।

জাহিদ আহসান রাসেল, বঙ্গবন্ধু সবসময়ই সোনার বাংলা বিনির্মাণের সবচেয়ে বড় কারিগর হিসেবে দেখাতে চেয়েছেন বাংলাদেশের তরুণ ও যুব সমাজকে। তার বক্তব্য ও মননে তরুণ সমাজের সেই অপার সম্ভাবনার কথাই গুরুত্বের সঙ্গে উঠে আসত সর্বদা। তাই ঢাকাকে ইয়ুথ ক্যাপিটাল হিসেবে নির্বাচনের মাধ্যমে তারুণ্যের উৎকর্ষের কেন্দ্র হিসেবে বাংলাদেশের শক্তি ও অমিত সম্ভাবনার কথা বিশ্ববাসীর কাছে পৌঁছাবে।

তিনি বলেন, বছরব্যাপী হতে যাওয়া বিভিন্ন কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। আন্তর্জাতিক মানের ৩৯টি ইভেন্ট করব। ৫৩টি ফেডারেশন এখানে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা হবে। বঙ্গবন্ধু গোল্ডকাপসহ বেশকিছু ইভেন্ট আয়োজন করা হবে। এশিয়া টি-২০ ম্যাচ, বঙ্গবন্ধু এশিয়া কাপ হকির আয়োজন করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে আমরা ইতোমধ্যেই বেশ কয়েকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ মোট দশটি ইভেন্টের আয়োজন করা হবে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যেই সব কর্মসূচির বিস্তারিত তথ্য জানাতে পারব।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব জনাব মো. আখতার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।