কাজী মোহাম্মদ ইদরিস

জন্ম : ১১ নভেম্বর, ১৯০৬, মুন্সিপাড়া, রংপুর

মৃত্যু : ২২ মার্চ, ১৯৭৫

কাজী মোহাম্মদ ইদরিস বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক। তার বাবার নাম কাজী মোহাম্মদ সাঈদ এবং মায়ের নাম কামরুন্নেসা বেগম। তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে ১৯২৭ সালে বিএ পাস করেন। তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি ১৯৩৬ সালে কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত সাপ্তাহিক সৈনিকে সহকারী সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি দৈনিক নবযুগ, দৈনিক আজাদ, সাপ্তাহিক মিল্লাত, সাপ্তাহিক ইত্তেহাদ, দৈনিক সংবাদ, সাপ্তাহিক যুগবাণীসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন।

কাজী মোহাম্মদ ইদরিস স্বনামধন্য সাহিত্যিকও ছিলেন। কলকাতার মুসলিম সাহিত্যিকদের প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন ‘পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটি’র সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৩২ সালে দেশ পত্রিকায় তার প্রথম ছোটগল্প প্যারাম্বুলেটর প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে- পীত নদীর বাঁকে (চীনা গল্পের ভাবানুবাদ), নটীর প্রেম (চীনা গল্পের ভাবানুবাদ), অন্তঃশীলা, সব মুখ চেনা চেনা এবং স্ট্রিন্ডবার্গের সাতটি নাটক (অনুবাদ গ্রন্থ)।

ইন্টারনেট

আরও খবর

সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ , ১৫ পৌষ ১৪২৬, ২ জমাদিউল আউয়াল ১৪৪১

কাজী মোহাম্মদ ইদরিস

জন্ম : ১১ নভেম্বর, ১৯০৬, মুন্সিপাড়া, রংপুর

মৃত্যু : ২২ মার্চ, ১৯৭৫

কাজী মোহাম্মদ ইদরিস বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক। তার বাবার নাম কাজী মোহাম্মদ সাঈদ এবং মায়ের নাম কামরুন্নেসা বেগম। তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে ১৯২৭ সালে বিএ পাস করেন। তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি ১৯৩৬ সালে কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত সাপ্তাহিক সৈনিকে সহকারী সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি দৈনিক নবযুগ, দৈনিক আজাদ, সাপ্তাহিক মিল্লাত, সাপ্তাহিক ইত্তেহাদ, দৈনিক সংবাদ, সাপ্তাহিক যুগবাণীসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন।

কাজী মোহাম্মদ ইদরিস স্বনামধন্য সাহিত্যিকও ছিলেন। কলকাতার মুসলিম সাহিত্যিকদের প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন ‘পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটি’র সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৩২ সালে দেশ পত্রিকায় তার প্রথম ছোটগল্প প্যারাম্বুলেটর প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে- পীত নদীর বাঁকে (চীনা গল্পের ভাবানুবাদ), নটীর প্রেম (চীনা গল্পের ভাবানুবাদ), অন্তঃশীলা, সব মুখ চেনা চেনা এবং স্ট্রিন্ডবার্গের সাতটি নাটক (অনুবাদ গ্রন্থ)।

ইন্টারনেট