নবরূপে শোয়েব চৌধুরী’র ‘ক্রাউন মিউজিক’

২০০৫ সালে শোয়েব চৌধুরীর সঙ্গীত বিষয়ক প্রতিষ্ঠান ‘ক্রাউন মিউজিক’র যাত্রা শুরু হয়। মাঝপথে এসে কিছতা বিরতি নিতে হয় তাকে। কিন্তু চলতি বছরের শেষপ্রান্তে এসে শোয়েব চৌধুরী আবারো মনোযোগী হয়ে উঠেপণন এই সঙ্গীত প্রতিষ্ঠান নিয়ে। আগামীকাল ১ জানুয়ারি থেকে আর্বার পূর্ণোদ্যমে ‘ক্রাউন মিউজিক’র যাত্রা শুরু হবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার শোয়েব চৌধুরী। জানা গেছে প্রথম দিন থেকেই এ প্রতিষ্ঠানের ব্যানারে সুর, ছন্দ আর ছায়াবাণীর পালা শুরু হবে। বাংলাদেশের গানকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সমৃদ্ধ করতে এবং আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে কাজ করবে ‘ক্রাউন মিউজিক’। ‘ক্রাউন মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বছরের প্রথম দিন থেকেই নতুন নতুন গান। বছরের শুরুতেই প্রকাশ হবে শোয়েব চৌধুরীর লেখা ও সুরে পারভেজের গাওয়া বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া ‘তোমাকে জানাই সালাম’ গানটি। এর পরপরই প্রকাশিত হবে শোয়েব চৌধুরীরই লেখা ও সুর করা পারভেজ’র গাওয়া ‘আকাশ আমি দেখি না’ গানটি। নতুন করে ‘ক্রাউন মিউজিক’র যাত্রা শুরু প্রসঙ্গে শোয়েব চৌধুরী বলেন, ‘আমার বড় বাবা আবদুর রব চৌধুরী ছিলেন গীতিকার, আমার মা শরীফা চৌধুরী ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর আত্মীয়। আমার দাদা সরদ বাজাতেন। তো আমি বেড়ে উঠেছি আসলে সঙ্গীত পরিবারে। আমি টানা আঠারো বছর সঙ্গীতে তালিম নিয়েছি ওস্তাদ আখতার সাদমানীর কাছে। কিন্তু গান গাইতে গাইতে একটি সময় ভোকাল কড ফেটে যাওয়ায় আর গান গাওয়া হয়ে উঠেনি। পরবর্তীতে ২০০৫ সালে গান গাইতে না পারার কষ্টে গান সৃষ্টি শুরু করি। শুরু করি গান লেখা এবং সুর করা। প্রতিনিয়তই গান লিখছি, সুর করছি। কিন্তু আজও তৃপ্ত হতে পারিনি। যতদিন বাঁচব গানের সঙ্গেই থেকে যাব। বাংলা গানকে বিশে^র দরবারে আরও উঁচুতে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় আমার।’

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ , ১৬ পৌষ ১৪২৬, ৩ জমাদিউল আউয়াল ১৪৪১

নবরূপে শোয়েব চৌধুরী’র ‘ক্রাউন মিউজিক’

বিনোদন প্রতিবেদক |

image

২০০৫ সালে শোয়েব চৌধুরীর সঙ্গীত বিষয়ক প্রতিষ্ঠান ‘ক্রাউন মিউজিক’র যাত্রা শুরু হয়। মাঝপথে এসে কিছতা বিরতি নিতে হয় তাকে। কিন্তু চলতি বছরের শেষপ্রান্তে এসে শোয়েব চৌধুরী আবারো মনোযোগী হয়ে উঠেপণন এই সঙ্গীত প্রতিষ্ঠান নিয়ে। আগামীকাল ১ জানুয়ারি থেকে আর্বার পূর্ণোদ্যমে ‘ক্রাউন মিউজিক’র যাত্রা শুরু হবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার শোয়েব চৌধুরী। জানা গেছে প্রথম দিন থেকেই এ প্রতিষ্ঠানের ব্যানারে সুর, ছন্দ আর ছায়াবাণীর পালা শুরু হবে। বাংলাদেশের গানকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সমৃদ্ধ করতে এবং আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে কাজ করবে ‘ক্রাউন মিউজিক’। ‘ক্রাউন মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বছরের প্রথম দিন থেকেই নতুন নতুন গান। বছরের শুরুতেই প্রকাশ হবে শোয়েব চৌধুরীর লেখা ও সুরে পারভেজের গাওয়া বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া ‘তোমাকে জানাই সালাম’ গানটি। এর পরপরই প্রকাশিত হবে শোয়েব চৌধুরীরই লেখা ও সুর করা পারভেজ’র গাওয়া ‘আকাশ আমি দেখি না’ গানটি। নতুন করে ‘ক্রাউন মিউজিক’র যাত্রা শুরু প্রসঙ্গে শোয়েব চৌধুরী বলেন, ‘আমার বড় বাবা আবদুর রব চৌধুরী ছিলেন গীতিকার, আমার মা শরীফা চৌধুরী ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর আত্মীয়। আমার দাদা সরদ বাজাতেন। তো আমি বেড়ে উঠেছি আসলে সঙ্গীত পরিবারে। আমি টানা আঠারো বছর সঙ্গীতে তালিম নিয়েছি ওস্তাদ আখতার সাদমানীর কাছে। কিন্তু গান গাইতে গাইতে একটি সময় ভোকাল কড ফেটে যাওয়ায় আর গান গাওয়া হয়ে উঠেনি। পরবর্তীতে ২০০৫ সালে গান গাইতে না পারার কষ্টে গান সৃষ্টি শুরু করি। শুরু করি গান লেখা এবং সুর করা। প্রতিনিয়তই গান লিখছি, সুর করছি। কিন্তু আজও তৃপ্ত হতে পারিনি। যতদিন বাঁচব গানের সঙ্গেই থেকে যাব। বাংলা গানকে বিশে^র দরবারে আরও উঁচুতে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় আমার।’