ঢাবির চারুকলায় জয়নুল উৎসব ও লোকজ মেলা শেষ হচ্ছে আজ

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় চলছে জয়নুল উৎসব ও লোকজ মেলা। তিন দিনব্যাপী জয়নুল উৎসব এবং বার্ষিক লোকজ মেলা আজ শেষ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদে চলা মেলার ২য় দিন ছিল গতকাল।

সরেজমিনে দেখা যায়, চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ, মৃৎশিল্প বিভাগ, প্রিন্ট মেকিং বিভাগ, গ্রাফিক্স ডিজাইন বিভাগ ও কারুশিল্প বিভাগ শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন শিল্পদ্রব্য বিক্রির জন্য পসরা সাজিয়ে রেখেছেন মেলায়। পাশাপাশি বিভিন্ন এলাকার লোকজ জিনিসপত্রের স্টলও স্থান পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- ধাতব শিল্প, নকশীকাঁথা, শঙ্খশিল্প, পাখা, পুতুল, মুখোশ, তাঁতের তৈরি জিনিস, শোলা, বাঁশি, শীতলপাটিসহ বিভিন্ন ধরনের শিল্পদ্রব্যের স্টল। এছাড়া জয়নুল গ্যালারিতে শিল্পীদের আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে।

তিন দিনব্যাপী জয়নুল উৎসব এবং বার্ষিক লোকজ মেলা আজ শেষ হবে। রোববার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসব উদ্বোধন করেন। অনুষ্ঠানে এ বছর চারুকলা শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিতে ভারতীয় শিল্পী অধ্যাপক ড. জনক ঝঙ্কার নার্জারি এবং বাংলাদেশের শিল্পী অধ্যাপক মাহামুদুল হক ও অধ্যাপক হামিদুজ্জামান খানকে ‘জয়নুল সম্মাননা-২০১৯’ দেয়া হয়েছে।

এছাড়া বার্ষিক প্রদর্শনীতে নির্বাচিত শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. হেলাল হোসেন স্বর্ণপদক অর্জন করেন।

আরও খবর
প্রধানমন্ত্রীর মর্যাদাপূর্ণ এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড গ্রহণ
আরও দুটি নতুন বিশ্ববিদ্যালয়
শিল্পকলায় আজ খেয়ালির মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’
বেরিয়েছে আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’
আওয়ামী লীগ সমর্থিত নীল দল ১৪টি পদে জয়ী
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আ’লীগের মনোনয়ন ২৮ জনই নতুন মুখ
সাজার পরিমাণ বাড়িয়ে মৎস্য আহরণ অনুমোদন
ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট হলেন খায়রুল মজিদ মাহমুদ
আলোচিত ঘটনায় গ্যাস বিস্ফোরণ প্রধান দুই নদীর হালচাল
রোহিঙ্গা ক্যাম্পে ২ র‌্যাব সদস্য গুলিবিদ্ধ
নুরের সংগঠন ক্যাম্পাসে বাজেয়াপ্তের ঘোষণা ছাত্রলীগের
ভুয়া ভাউচার বানিয়ে কোটি কোটি টাকার অনিয়ম
প্রেমে সাড়া না পেয়ে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ , ১৬ পৌষ ১৪২৬, ৩ জমাদিউল আউয়াল ১৪৪১

ঢাবির চারুকলায় জয়নুল উৎসব ও লোকজ মেলা শেষ হচ্ছে আজ

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় চলছে জয়নুল উৎসব ও লোকজ মেলা। তিন দিনব্যাপী জয়নুল উৎসব এবং বার্ষিক লোকজ মেলা আজ শেষ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদে চলা মেলার ২য় দিন ছিল গতকাল।

সরেজমিনে দেখা যায়, চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ, মৃৎশিল্প বিভাগ, প্রিন্ট মেকিং বিভাগ, গ্রাফিক্স ডিজাইন বিভাগ ও কারুশিল্প বিভাগ শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন শিল্পদ্রব্য বিক্রির জন্য পসরা সাজিয়ে রেখেছেন মেলায়। পাশাপাশি বিভিন্ন এলাকার লোকজ জিনিসপত্রের স্টলও স্থান পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- ধাতব শিল্প, নকশীকাঁথা, শঙ্খশিল্প, পাখা, পুতুল, মুখোশ, তাঁতের তৈরি জিনিস, শোলা, বাঁশি, শীতলপাটিসহ বিভিন্ন ধরনের শিল্পদ্রব্যের স্টল। এছাড়া জয়নুল গ্যালারিতে শিল্পীদের আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে।

তিন দিনব্যাপী জয়নুল উৎসব এবং বার্ষিক লোকজ মেলা আজ শেষ হবে। রোববার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসব উদ্বোধন করেন। অনুষ্ঠানে এ বছর চারুকলা শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিতে ভারতীয় শিল্পী অধ্যাপক ড. জনক ঝঙ্কার নার্জারি এবং বাংলাদেশের শিল্পী অধ্যাপক মাহামুদুল হক ও অধ্যাপক হামিদুজ্জামান খানকে ‘জয়নুল সম্মাননা-২০১৯’ দেয়া হয়েছে।

এছাড়া বার্ষিক প্রদর্শনীতে নির্বাচিত শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. হেলাল হোসেন স্বর্ণপদক অর্জন করেন।