নুরের সংগঠন ক্যাম্পাসে বাজেয়াপ্তের ঘোষণা ছাত্রলীগের

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, তথাকথিত কিছু সুশীল ছাত্র ঐক্য বানিয়ে বিশ্ববিদ্যালয়কে অশান্ত করতে চায়। ২০-৩০ জন নেতাকর্মী নিয়ে তারা যখন বিশ^বিদ্যালয়ে মিছিল করে, তখন আমাদের হাসি পায়। নামসর্বস্ব জামায়াত শিবির এবং স্বাধীনতাবিরোধীদের নিয়ে এই জোট গঠন করে কোন লাভ হবে না। আমরা এইসব জোটকে পাত্তা দেই না।

গতকাল দুপুরে ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিজয় র‌্যালি ও সমাবেশ করে সংগঠনটি। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা বিশ^বিদ্যালয়, ইডেন কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ডাকসু ভিপি নুরুল হক নুরের বিষয়ে জয় বলেন, দীর্ঘ ২৮ বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে। সেই ডাকসুর ভিপি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের কথা না বলে জাতীয় নেতা সেজেছেন। তাকে বলে দিতে চাই, জাতীয় নেতা সেজে লাভ নেই; পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে কাজ করেন, জাতীয় নেতা হওয়ার সময় পরে।

সমাবেশে ঢাকা বিশ^বিদ্যালয় শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ডাকসুর তথাকথিত অভিনেতা ভিপি তার অভিনয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে। আমরা তাকে বলে দিতে চাই, অভিনয় করতে চাইলে রঙ্গমঞ্চে যান, নাট্যমঞ্চে যান, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ধরনের অভিনয় চলবে না। সনজিত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মুর্খ নয়, তাদের প্রত্যেকেরই জ্ঞানের একটি পরিসীমা রয়েছে। শিবিরের বেশধারী ছাত্রসংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ ক্যাম্পাসে বাজেয়াপ্ত ঘোষণা করলাম। তারা কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তার উপযুক্ত জবাব দেয়া হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণসহ ছাত্রলীগের নানা উদ্যোগ :

আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল বেলা বারোটার দিকে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ^বিদ্যালয় শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আল নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ছয়টায় সকল সাংগঠনিক ইউনিটে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কাটা কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। এছাড়াও ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ৭ জানুয়ারি সব কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিকাল ৪টায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে সংগঠনটি।

ডাকসুতে হামলার তদন্ত ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল আজ : বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল), বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ছাত্র সমিতির যৌথ উদ্যোগে ডাকসু ভবনে হামলার সুষ্ঠু তদন্ত এবং বিশ^বিদ্যালয়ে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মধুর ক্যান্টিনের সামনে থেকে আজ বেলা ১২টায় এ মিছিল শুরু হবে।

আরও খবর
প্রধানমন্ত্রীর মর্যাদাপূর্ণ এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড গ্রহণ
আরও দুটি নতুন বিশ্ববিদ্যালয়
শিল্পকলায় আজ খেয়ালির মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’
ঢাবির চারুকলায় জয়নুল উৎসব ও লোকজ মেলা শেষ হচ্ছে আজ
বেরিয়েছে আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’
আওয়ামী লীগ সমর্থিত নীল দল ১৪টি পদে জয়ী
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আ’লীগের মনোনয়ন ২৮ জনই নতুন মুখ
সাজার পরিমাণ বাড়িয়ে মৎস্য আহরণ অনুমোদন
ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট হলেন খায়রুল মজিদ মাহমুদ
আলোচিত ঘটনায় গ্যাস বিস্ফোরণ প্রধান দুই নদীর হালচাল
রোহিঙ্গা ক্যাম্পে ২ র‌্যাব সদস্য গুলিবিদ্ধ
ভুয়া ভাউচার বানিয়ে কোটি কোটি টাকার অনিয়ম
প্রেমে সাড়া না পেয়ে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ , ১৬ পৌষ ১৪২৬, ৩ জমাদিউল আউয়াল ১৪৪১

নুরের সংগঠন ক্যাম্পাসে বাজেয়াপ্তের ঘোষণা ছাত্রলীগের

প্রতিনিধি, ঢাবি

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, তথাকথিত কিছু সুশীল ছাত্র ঐক্য বানিয়ে বিশ্ববিদ্যালয়কে অশান্ত করতে চায়। ২০-৩০ জন নেতাকর্মী নিয়ে তারা যখন বিশ^বিদ্যালয়ে মিছিল করে, তখন আমাদের হাসি পায়। নামসর্বস্ব জামায়াত শিবির এবং স্বাধীনতাবিরোধীদের নিয়ে এই জোট গঠন করে কোন লাভ হবে না। আমরা এইসব জোটকে পাত্তা দেই না।

গতকাল দুপুরে ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিজয় র‌্যালি ও সমাবেশ করে সংগঠনটি। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা বিশ^বিদ্যালয়, ইডেন কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ডাকসু ভিপি নুরুল হক নুরের বিষয়ে জয় বলেন, দীর্ঘ ২৮ বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে। সেই ডাকসুর ভিপি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের কথা না বলে জাতীয় নেতা সেজেছেন। তাকে বলে দিতে চাই, জাতীয় নেতা সেজে লাভ নেই; পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে কাজ করেন, জাতীয় নেতা হওয়ার সময় পরে।

সমাবেশে ঢাকা বিশ^বিদ্যালয় শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ডাকসুর তথাকথিত অভিনেতা ভিপি তার অভিনয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে। আমরা তাকে বলে দিতে চাই, অভিনয় করতে চাইলে রঙ্গমঞ্চে যান, নাট্যমঞ্চে যান, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ধরনের অভিনয় চলবে না। সনজিত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মুর্খ নয়, তাদের প্রত্যেকেরই জ্ঞানের একটি পরিসীমা রয়েছে। শিবিরের বেশধারী ছাত্রসংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ ক্যাম্পাসে বাজেয়াপ্ত ঘোষণা করলাম। তারা কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তার উপযুক্ত জবাব দেয়া হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণসহ ছাত্রলীগের নানা উদ্যোগ :

আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল বেলা বারোটার দিকে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ^বিদ্যালয় শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আল নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ছয়টায় সকল সাংগঠনিক ইউনিটে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কাটা কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। এছাড়াও ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ৭ জানুয়ারি সব কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিকাল ৪টায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে সংগঠনটি।

ডাকসুতে হামলার তদন্ত ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল আজ : বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল), বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ছাত্র সমিতির যৌথ উদ্যোগে ডাকসু ভবনে হামলার সুষ্ঠু তদন্ত এবং বিশ^বিদ্যালয়ে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মধুর ক্যান্টিনের সামনে থেকে আজ বেলা ১২টায় এ মিছিল শুরু হবে।