ভুয়া ভাউচার বানিয়ে কোটি কোটি টাকার অনিয়ম

রংপুর আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে বিভিন্ন সামগ্রী ক্রয়সহ বিভিন্ন কাজে ব্যয়ের নামে ভুয়া ভাউচার তৈরি করে কোটি কোটি টাকা অনিয়মের অভিযোগ ওঠেছে। শুধু মাটি কাটা সেফটি ট্যাংক ও বাথরুম পরিস্কারের নামে ১২টি ভাউচারের মাধ্যমে ১৯ লাখ ২২ হাজার ৩শ’ টাকা ব্যায় দেখানো হয়েছে। পিপিআর আইন না মেনে কোটি টাকা সরকারি অর্থের অপচয় করার অভিযোগ ওঠেছে।

তথ্য অধিকার আইনে আবেদন করে প্রাপ্ত তথ্য নিয়ে অনুসন্ধান করে তৈরি করা দুই পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব।

অনুসন্ধানে দেখা গেছে রংপুর জেলা আনসার ও ভিডিপির কার্যালয়ে ২০১৭-১৮ অর্থবছরে কর্মকর্তা কর্মচারীদের ভ্রমণ বিলের নামে ২৮টি ভাউচার তৈরি করে ২ লাখ ১৬ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। বিদ্যুৎ বিলের দুটি বিলের বিপরীতে ব্যয় দেখানো হয়েছে ২ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ প্রদর্শনের জন্য ২টি ভাউচারের মাধ্যমে ব্যায় দেখানো হয়েছে ২ লাখ ৭০ হাজার ৭২০ টাকা, আবার সমাবেশের নামে ৩টি ভাউচার তৈরি করে ব্যয় দেখানো হয়েছে ১ লাখ ৮১ হাজার টাকা। জ্বালানি খড়ি কেনার নামে ব্যায় দেখানো হয়েছে ৪টি ভাউচারের মাধ্যমে ১ লাখ ৫ হাজার টাকা। আনসার ও ভিডিপি কর্মকর্তার জিপ গাড়ি সার্ভিসিংয়ের নামে ব্যয় দেখানো হয়েছে ১৬ হাজার টাকা।

বিশেষ করে আনুসাঙ্গিক খাত, মাটি কাটা, সেফটি ট্যাংক ও বাথরুম পরিস্কারের নামে ১২টি ভাউচারের মাধ্যমে ব্যায় দেখানো হয়েছে ১৯ লাখ ২২ হাজার ৩শ’ টাকা। অনুসন্ধানে আনুসাঙ্গিক খাতসহ পরিস্কার পরিচ্ছন্ন কাজের ২২ লাখ টাকারও বেশি ভাউচারের মাধ্যমে ব্যয় করা দেখিয়ে পুরোটাই হাতিয়ে নেবার অভিযোগ ওঠেছে। অন্যদিকে একই অর্থবছরে একটি সেবা পদক কেনার নামে ২৮ হাজার টাকা ব্যয় দেখানোর বিষয়টি খোদ ওই কার্যালয়ের কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একইভাবে ওই অর্থবছরে দুর্গা পূজার জন্য আনসার ও ভিডিপির সদস্য সদস্যাদের পেছনে ১৬টি ভাউচারের মাধ্যমে ৮১ লাখ ৬৪ হাজার ১৭৪ টাকা, নির্বাচনের নামে ৯টি ভাউচারের মাধ্যমে ৫৮ লাখ ৩২ হাজার ৭শ’ টাকা জ্বালানি বাবদ ২টি ভাউচারের মাধ্যমে দুই লাখ টাকা প্রশিক্ষণ বিলের নামে ৫টি ভাউচারের মাধ্যমে ৭ লাখ ৯৬ হাজার ৬৮০ টাকা ব্যয় দেখানো হয়েছে। একই বছরে জিপ গাড়ি সার্ভিসের নামে ব্যয় দেখানো হয়েছে ৭৫ হাজার টাকা। ২০১৭-১৮ অর্থবছরে এভাবেই বিভিন্ন খাতে ব্যয় দেখিয়ে ১ কোটি ৭ লাখ ১৬ হাজার ৩৩৯ টাকা ব্যয় দেখানো হয়েছে।

অন্যদিকে ২০১৭ অর্থবছরে কম্পিউটার ও ফটোকপি মেশিন মেরামত বিল ৩৭ হাজার ৬২০টাকা, বিজয় দিবস ও স্বাধীনতা দিবস কুচকাওয়াজের জন্য ১ লাখ ৫ হাজার ৬শ’ টাকা, সমাবেশের নামে ৩টি ভাউচারের মাধ্যমে ৫ লাখ ৫৬ হাজার ৫৮৫ টাকা, জিপ গাড়ির একটি টায়ার কেনা দেখানো হয়েছে ৬১ হাজার ৪৮৭ টাকা ব্যয় দেখানো হয়েছে। এ ছাড়াও বিভিন্ন ক্রয় নির্মাণ ও মেরামতের নামে ৭টি ভাউচারের মাধ্যমে ১৭ লাখ ৪৫ হাজার ৬শ’ টাকা ব্যয় দেখানো হয়েছে। বিদ্যুৎ বিল দুটি বিলের মাধ্যমে ৪ লাখ ৫ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে এ ভাবেই খাতের কথা বলে ১ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৭৫১ টাকা ব্যয় দেখানো হয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে রংপুর জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট আবদুস সামাদ দায়িত্ব পালন কালে এভাবেই ভুয়া ভাউচার তৈরি করে কোটি কোটি টাকা ব্যয় দেখিয়ে সরকারি অর্থের অপচয় করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান জেলা কার্যালয়ে একজন হিসাবরক্ষণ কাম অ্যাকাউনটেন্ট আছেন তিনি ও জেলা কমান্ডেন্ট মিলে ভুয়া ভাউচার তৈরি করা হয়েছে। তারা বলেছেন কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে তা তিনি উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দেখাতেন না। বরং বিভিন্ন ভাউচারে উপজেলা কর্মকর্তাদের স্বাক্ষর নেয়া হতো বলে অভিযোগ ওঠেছে।

সার্বিক বিষয়ে জানতে রংপুর জেলা আনসার ও ভিডিপির কমাড্যান্ট জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এসব আগের কমাড্যান্ট আবদুস সামাদ সাহেবের আমলে ব্যয় করা হয়েছে। তিনি এখন সিলেটে পরিচালক হিসেবে কর্মরত আছেন। এক প্রশ্নের উত্তরে তিনি জানান অনেক অনিয়ম হয়েছে এতে তার করণীয় কিছু নেই। তবে এ ব্যাপারে খবর না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন এতে পুরো বাহিনীর বদনাম হবে।

তবে সাবেক আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট আবদুস সামাদের সঙ্গে সিলেটে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আরও খবর
প্রধানমন্ত্রীর মর্যাদাপূর্ণ এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড গ্রহণ
আরও দুটি নতুন বিশ্ববিদ্যালয়
শিল্পকলায় আজ খেয়ালির মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’
ঢাবির চারুকলায় জয়নুল উৎসব ও লোকজ মেলা শেষ হচ্ছে আজ
বেরিয়েছে আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’
আওয়ামী লীগ সমর্থিত নীল দল ১৪টি পদে জয়ী
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আ’লীগের মনোনয়ন ২৮ জনই নতুন মুখ
সাজার পরিমাণ বাড়িয়ে মৎস্য আহরণ অনুমোদন
ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট হলেন খায়রুল মজিদ মাহমুদ
আলোচিত ঘটনায় গ্যাস বিস্ফোরণ প্রধান দুই নদীর হালচাল
রোহিঙ্গা ক্যাম্পে ২ র‌্যাব সদস্য গুলিবিদ্ধ
নুরের সংগঠন ক্যাম্পাসে বাজেয়াপ্তের ঘোষণা ছাত্রলীগের
প্রেমে সাড়া না পেয়ে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ , ১৬ পৌষ ১৪২৬, ৩ জমাদিউল আউয়াল ১৪৪১

রংপুর আনসার ভিডিপি কার্যালয়

ভুয়া ভাউচার বানিয়ে কোটি কোটি টাকার অনিয়ম

লিয়াকত আলী বাদল, রংপুর

রংপুর আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে বিভিন্ন সামগ্রী ক্রয়সহ বিভিন্ন কাজে ব্যয়ের নামে ভুয়া ভাউচার তৈরি করে কোটি কোটি টাকা অনিয়মের অভিযোগ ওঠেছে। শুধু মাটি কাটা সেফটি ট্যাংক ও বাথরুম পরিস্কারের নামে ১২টি ভাউচারের মাধ্যমে ১৯ লাখ ২২ হাজার ৩শ’ টাকা ব্যায় দেখানো হয়েছে। পিপিআর আইন না মেনে কোটি টাকা সরকারি অর্থের অপচয় করার অভিযোগ ওঠেছে।

তথ্য অধিকার আইনে আবেদন করে প্রাপ্ত তথ্য নিয়ে অনুসন্ধান করে তৈরি করা দুই পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব।

অনুসন্ধানে দেখা গেছে রংপুর জেলা আনসার ও ভিডিপির কার্যালয়ে ২০১৭-১৮ অর্থবছরে কর্মকর্তা কর্মচারীদের ভ্রমণ বিলের নামে ২৮টি ভাউচার তৈরি করে ২ লাখ ১৬ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। বিদ্যুৎ বিলের দুটি বিলের বিপরীতে ব্যয় দেখানো হয়েছে ২ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ প্রদর্শনের জন্য ২টি ভাউচারের মাধ্যমে ব্যায় দেখানো হয়েছে ২ লাখ ৭০ হাজার ৭২০ টাকা, আবার সমাবেশের নামে ৩টি ভাউচার তৈরি করে ব্যয় দেখানো হয়েছে ১ লাখ ৮১ হাজার টাকা। জ্বালানি খড়ি কেনার নামে ব্যায় দেখানো হয়েছে ৪টি ভাউচারের মাধ্যমে ১ লাখ ৫ হাজার টাকা। আনসার ও ভিডিপি কর্মকর্তার জিপ গাড়ি সার্ভিসিংয়ের নামে ব্যয় দেখানো হয়েছে ১৬ হাজার টাকা।

বিশেষ করে আনুসাঙ্গিক খাত, মাটি কাটা, সেফটি ট্যাংক ও বাথরুম পরিস্কারের নামে ১২টি ভাউচারের মাধ্যমে ব্যায় দেখানো হয়েছে ১৯ লাখ ২২ হাজার ৩শ’ টাকা। অনুসন্ধানে আনুসাঙ্গিক খাতসহ পরিস্কার পরিচ্ছন্ন কাজের ২২ লাখ টাকারও বেশি ভাউচারের মাধ্যমে ব্যয় করা দেখিয়ে পুরোটাই হাতিয়ে নেবার অভিযোগ ওঠেছে। অন্যদিকে একই অর্থবছরে একটি সেবা পদক কেনার নামে ২৮ হাজার টাকা ব্যয় দেখানোর বিষয়টি খোদ ওই কার্যালয়ের কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একইভাবে ওই অর্থবছরে দুর্গা পূজার জন্য আনসার ও ভিডিপির সদস্য সদস্যাদের পেছনে ১৬টি ভাউচারের মাধ্যমে ৮১ লাখ ৬৪ হাজার ১৭৪ টাকা, নির্বাচনের নামে ৯টি ভাউচারের মাধ্যমে ৫৮ লাখ ৩২ হাজার ৭শ’ টাকা জ্বালানি বাবদ ২টি ভাউচারের মাধ্যমে দুই লাখ টাকা প্রশিক্ষণ বিলের নামে ৫টি ভাউচারের মাধ্যমে ৭ লাখ ৯৬ হাজার ৬৮০ টাকা ব্যয় দেখানো হয়েছে। একই বছরে জিপ গাড়ি সার্ভিসের নামে ব্যয় দেখানো হয়েছে ৭৫ হাজার টাকা। ২০১৭-১৮ অর্থবছরে এভাবেই বিভিন্ন খাতে ব্যয় দেখিয়ে ১ কোটি ৭ লাখ ১৬ হাজার ৩৩৯ টাকা ব্যয় দেখানো হয়েছে।

অন্যদিকে ২০১৭ অর্থবছরে কম্পিউটার ও ফটোকপি মেশিন মেরামত বিল ৩৭ হাজার ৬২০টাকা, বিজয় দিবস ও স্বাধীনতা দিবস কুচকাওয়াজের জন্য ১ লাখ ৫ হাজার ৬শ’ টাকা, সমাবেশের নামে ৩টি ভাউচারের মাধ্যমে ৫ লাখ ৫৬ হাজার ৫৮৫ টাকা, জিপ গাড়ির একটি টায়ার কেনা দেখানো হয়েছে ৬১ হাজার ৪৮৭ টাকা ব্যয় দেখানো হয়েছে। এ ছাড়াও বিভিন্ন ক্রয় নির্মাণ ও মেরামতের নামে ৭টি ভাউচারের মাধ্যমে ১৭ লাখ ৪৫ হাজার ৬শ’ টাকা ব্যয় দেখানো হয়েছে। বিদ্যুৎ বিল দুটি বিলের মাধ্যমে ৪ লাখ ৫ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে এ ভাবেই খাতের কথা বলে ১ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৭৫১ টাকা ব্যয় দেখানো হয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে রংপুর জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট আবদুস সামাদ দায়িত্ব পালন কালে এভাবেই ভুয়া ভাউচার তৈরি করে কোটি কোটি টাকা ব্যয় দেখিয়ে সরকারি অর্থের অপচয় করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান জেলা কার্যালয়ে একজন হিসাবরক্ষণ কাম অ্যাকাউনটেন্ট আছেন তিনি ও জেলা কমান্ডেন্ট মিলে ভুয়া ভাউচার তৈরি করা হয়েছে। তারা বলেছেন কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে তা তিনি উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দেখাতেন না। বরং বিভিন্ন ভাউচারে উপজেলা কর্মকর্তাদের স্বাক্ষর নেয়া হতো বলে অভিযোগ ওঠেছে।

সার্বিক বিষয়ে জানতে রংপুর জেলা আনসার ও ভিডিপির কমাড্যান্ট জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এসব আগের কমাড্যান্ট আবদুস সামাদ সাহেবের আমলে ব্যয় করা হয়েছে। তিনি এখন সিলেটে পরিচালক হিসেবে কর্মরত আছেন। এক প্রশ্নের উত্তরে তিনি জানান অনেক অনিয়ম হয়েছে এতে তার করণীয় কিছু নেই। তবে এ ব্যাপারে খবর না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন এতে পুরো বাহিনীর বদনাম হবে।

তবে সাবেক আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট আবদুস সামাদের সঙ্গে সিলেটে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।