বিভিন্ন স্থানে ইউপি নির্বাচন

চরফ্যাশন

প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার শেষ হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে নুরাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (আনারস প্রতীক) ৫ হাজার ৬শ ২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের (নৌকা প্রতীক) মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৪ হাজার ৪শত ৫৯ ভোট। আহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) মো.ফখরুল ইসলাম ৫ হাজার ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার চাপরাশি (আনারস প্রতীক) পেয়েছেন ৩ হাজার ২শত ১০ ভোট। সোমবার রাত ৯টায় উপজেলা নির্বাচন অফিসার মো.রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহরাস্তি

প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শাহরাস্তির সুচীপাড়া উত্তর ইউপির সংরক্ষিত ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। গত সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সংরক্ষিত আসনের ৩টি ওয়ার্ডে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩ জন প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। এতে মাইক প্রতীক নিয়ে শিল্পী বেগম ৯৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাছলিমা বেগম কলম প্রতীকে পেয়েছেন ৮৯০ ভোট। এছাড়া অপর প্রার্থী নূরজাহান বেগম বই প্রতীকে পেয়েছেন ৩৬১ ভোট। নির্বাচনে ৩টি কেন্দ্রে ৬১৪৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২২৯৮ জন, বাতিলকৃত ভোটের সংখ্যা ৭৪টি।

রহনপুর

প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন জয়ী হয়েছে আওয়ামী লীগ প্রার্থী শাহ আল শফি আনসারী। সোমবার অনুষ্ঠিত এ উপ-নির্বাচনে তিনি ভোট পেয়েছে ৬ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মনিরুজ্জামান সোহরাব পেয়েছে ৫ হাজার ২শত ৪৩ ভোট। এর আগে ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। তবে মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে সহযোগিতা করার অভিযোগে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট ২ জন নির্বাচনী কর্মকর্তাকে আটক করার নির্দেশ দেন। এরা হলেন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল এ্যাসিস্ট্যান্ট আব্দুস সামাদ ও পীরপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ফিরোজ আহমেদ। এ প্রসঙ্গে গোমস্তাপুর থানা ওসি জসিমউদ্দীন জানান, আটককৃত ২ জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

কুমিল্লা

প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গুলিবর্ষন, ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছে এবং এদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে । অন্যরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ড়শ সোমবার ভোটগ্রহণ শুরুর আগে শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে কৃষ্ণপুর এলাকায় এক মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় তারা আহত হন। অপরদিকে ওই ইউনিয়নের জঙ্গলপুর ভোটকেন্দ্রের সন্নিকটে দুই মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকের মধ্যে সকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ভ্রাম্যমাণ চা দোকান ভাংচুর করেছে। কৃষ্ণপুর গ্রামের আহত আবুল বাশারের বাবা হাজী আবদুল আজিজ অভিযোগ করে বলেন, ‘ফুটবল মার্কার মেম্বার প্রার্থী জিয়া উদ্দিনের সমর্থকরা কেন্দ্রে যেতে বাধা দেয়। ভোট দিতে যাওয়ার সময় মোরগ মার্কার মেম্বার প্রার্থী মামুনুর রশিদের সমর্থকদের ওপর হামলা করে এলোপাথারি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ৫জন আহত হয়েছে। জঙ্গলপুর কেন্দ্রর প্রিজাইডিং অফিসার আবদুল খালেক বলেন, কেন্দ্রের ভেতরে কোনো গোলযোগ হয়নি। তবে কেন্দ্রের অনেক দূরে কে বা কারা পটকা ফাটিয়েছে। জঙ্গলপুর কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, মেম্বার প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্রের বাইরে পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

image

চরফ্যাশন (ভোলা) : আহাম্মদপুর ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডের মহিলা ভোটারদের দীর্ঘ সারি -সংবাদ

আরও খবর
চৌগাছায় খালে বাঁধ দিয়ে মাছ চাষ শত একর জমির বোরো চাষ বন্ধ
২শ’বর্ষী কালীমন্দিরের পুকুর দখলে বালু ফেলে ভরাট জেলা প্রশাসককে স্মারকলিপি
রাজশাহীতে মাদক : ধৃত ২
ছাগলনাইয়ায় রাজাকারের নামে সড়কে তোরণ নির্মাণে বিক্ষোভ
বাগেরহাটে গোয়েন্দা পরিচয়ে ছিনতাই : গ্রেফতার ৪
সাপাহারে প্রতিবন্ধী ছেলেটি ফিরে পেল পরিবার
দশমিনায় মুগডালের ব্যাপক আবাদ
ফেনীতে ১ বছরে ১৮ কোটি টাকার মাদক জব্দ
আদালতকে অমান্য করায় দণ্ডিত সাব ইন্সপেক্টর
বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানকে জীবননাশের হুমকি
পরিত্যক্ত পলিথিনে তেল বাঁচবে পরিবেশ
নতুন সিনেমায় শাহনূর

বুধবার, ০১ জানুয়ারী ২০২০ , ১৮ পৌষ ১৪২৬, ৪ জমাদিউল আউয়াল ১৪৪১

বিভিন্ন স্থানে ইউপি নির্বাচন

image

চরফ্যাশন (ভোলা) : আহাম্মদপুর ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডের মহিলা ভোটারদের দীর্ঘ সারি -সংবাদ

চরফ্যাশন

প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার শেষ হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে নুরাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (আনারস প্রতীক) ৫ হাজার ৬শ ২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের (নৌকা প্রতীক) মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৪ হাজার ৪শত ৫৯ ভোট। আহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) মো.ফখরুল ইসলাম ৫ হাজার ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার চাপরাশি (আনারস প্রতীক) পেয়েছেন ৩ হাজার ২শত ১০ ভোট। সোমবার রাত ৯টায় উপজেলা নির্বাচন অফিসার মো.রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহরাস্তি

প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শাহরাস্তির সুচীপাড়া উত্তর ইউপির সংরক্ষিত ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। গত সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সংরক্ষিত আসনের ৩টি ওয়ার্ডে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩ জন প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। এতে মাইক প্রতীক নিয়ে শিল্পী বেগম ৯৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাছলিমা বেগম কলম প্রতীকে পেয়েছেন ৮৯০ ভোট। এছাড়া অপর প্রার্থী নূরজাহান বেগম বই প্রতীকে পেয়েছেন ৩৬১ ভোট। নির্বাচনে ৩টি কেন্দ্রে ৬১৪৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২২৯৮ জন, বাতিলকৃত ভোটের সংখ্যা ৭৪টি।

রহনপুর

প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন জয়ী হয়েছে আওয়ামী লীগ প্রার্থী শাহ আল শফি আনসারী। সোমবার অনুষ্ঠিত এ উপ-নির্বাচনে তিনি ভোট পেয়েছে ৬ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মনিরুজ্জামান সোহরাব পেয়েছে ৫ হাজার ২শত ৪৩ ভোট। এর আগে ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। তবে মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে সহযোগিতা করার অভিযোগে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট ২ জন নির্বাচনী কর্মকর্তাকে আটক করার নির্দেশ দেন। এরা হলেন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল এ্যাসিস্ট্যান্ট আব্দুস সামাদ ও পীরপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ফিরোজ আহমেদ। এ প্রসঙ্গে গোমস্তাপুর থানা ওসি জসিমউদ্দীন জানান, আটককৃত ২ জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

কুমিল্লা

প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গুলিবর্ষন, ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছে এবং এদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে । অন্যরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ড়শ সোমবার ভোটগ্রহণ শুরুর আগে শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে কৃষ্ণপুর এলাকায় এক মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় তারা আহত হন। অপরদিকে ওই ইউনিয়নের জঙ্গলপুর ভোটকেন্দ্রের সন্নিকটে দুই মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকের মধ্যে সকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ভ্রাম্যমাণ চা দোকান ভাংচুর করেছে। কৃষ্ণপুর গ্রামের আহত আবুল বাশারের বাবা হাজী আবদুল আজিজ অভিযোগ করে বলেন, ‘ফুটবল মার্কার মেম্বার প্রার্থী জিয়া উদ্দিনের সমর্থকরা কেন্দ্রে যেতে বাধা দেয়। ভোট দিতে যাওয়ার সময় মোরগ মার্কার মেম্বার প্রার্থী মামুনুর রশিদের সমর্থকদের ওপর হামলা করে এলোপাথারি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ৫জন আহত হয়েছে। জঙ্গলপুর কেন্দ্রর প্রিজাইডিং অফিসার আবদুল খালেক বলেন, কেন্দ্রের ভেতরে কোনো গোলযোগ হয়নি। তবে কেন্দ্রের অনেক দূরে কে বা কারা পটকা ফাটিয়েছে। জঙ্গলপুর কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, মেম্বার প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্রের বাইরে পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।