আলোচিত ব্যক্তিত্ব

সংবাদ ডেস্ক |

http://print.thesangbad.net/images/2019/December/31Dec19/news/International-2.jpg

জেসিন্ডা আর্ডেন

বিশ্বজুড়ে মমতাময়ীর খ্যাতি পাওয়া এক নাম জেসিন্ডা আর্ডেন। চলতি বছরের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক উগ্র শে্বতাঙ্গ জাতীয়তাবাদীর হামলায় ৫০ মুসল্লি নৃশংসভাবে হত্যা হয়। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন তাৎক্ষনিকভাবে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ও মানবতার ডাক দিয়ে বিশে্ব নতুন এক নেতা হিসেবে যেমন আবিভূত হয়েছেন তেমনি কোটি কোটি মানুষের হৃদয়ে মানবতার দূত হিসেবে স্থান করে নিয়েছেন। ১৯৮০ সালের ২৬ জুলাই নিউজিল্যান্ডে জন্ম নেন জেসিন্ডা। ১৯৯৯ সালে কিশোর বয়সে ইয়োথ লেবার পার্টিতে তার খালার সঙ্গে যোগ দেন। তখন তিনি স্থানীয় এমপির প্রচারণা অভিযানে কাজ করেন। কমিউনিকেশন পলিটিকস অ্যান্ড পাবলিক লাইফ নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করেন। ২০১৭ সালে ফেব্রুয়ারি বাই-ইলেকশনে তিনি প্রথমবারের মতো ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হন।

আবি আহমেদ আলী

বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার শান্তিতে ২০১৯ সালের নোবেল পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে ১১ অক্টোবর নরওয়ের নোবেল কমিটি নরওয়ের স্থানীয় সময় সকাল ১১টায় রাজধানী অসলো থেকে শততম নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী হিসেবে আবির নাম ঘোষণা করে। গত বছর ইরিত্রিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তিতে সম্মত হয় ইথিওপিয়া। এতে দুই দেশের সীমান্ত যুদ্ধের পর গত ২০ বছরের অচলাবস্থার নিরসন হয়েছে। শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতায় আবি প্রচেষ্টা ও প্রতিবেশি ইরিত্রিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ এড়াতে তার পদক্ষেপের জন্য ৪৩ বছর বয়সী রাজনীতিক আবিকে এ পুরস্কার দেয়া হয়। আবি ইথিওপিয়ার নিগৃহীত অরম জাতিগোষ্ঠীর নেতা।

সত্যানুসন্ধানী এক বীর অ্যাসাঞ্জ

বিভিন্ন দেশের অতি গোপনীয় তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে সাড়া জাগানো বিকল্প ধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ভক্তরা তাকে একজন সত্যানুসন্ধানী বীর বলে মনে করলেও তার সমালোচকদের দাবি তিনি একজন প্রচারকামী ব্যক্তি। ২০০৬ সালে জুলিয়ান অ্যাসাঞ্জ ক’জন বন্ধুকে সঙ্গে নিয়ে চালু করেন উইকিলিকস নামের ওয়েবসাইট। এ সাইটে ২০১০ সালে তিনি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কয়েক কোটি অতি সংবেদনশীল গোপন নথি ফাঁস একের পর এক প্রকাশ করতে থাকেন। এ কারণে বিব্রত মার্কিন যুক্তরাষ্ট্র তার ওপর খুবই ক্ষুব্ধ হয়। পরের বছর যৌন হয়রানির অভিযোগে সুইডেন সরকার তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করলে তাকে লন্ডনে আটক করা হয়। তবে যৌন হয়রানির মামলাগুলো পরে প্রত্যাহার করে নেয়া হয়। ব্রিটিশ সুপ্রিম কোর্ট ২০১২ সালে অ্যাসাঞ্জকে সুইডেনের হাতে ফিরিয়ে দেয়ার নির্দেশ দিলে তিনি ইকুয়েডরের দূতাবাসে ঢুকে রাজনৈতিক আশ্রয় চেয়ে তা পেয়ে যান। ৪৭ বছর বয়সী এ অস্ট্রেলীয় নাগরিককে ১১ এপ্রিল লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ।

গোতাবায়া রাজাপাকশে

গত বছর এপ্রিলে জঙ্গি হামলায় ক্ষতবিক্ষত শ্রীলঙ্কায় নিরাপত্তা ইস্যুকে সামনে এনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন বাজিমাত করেছেন গোতাবায়া রাজাপাকশে। দেশটির সাধারণ নির্বাচনে শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট (এসএলপিএফ) প্রাথী গোতাবায়া ৫২ দশমিক ২৫ শতাংশ ভোট পেয়ে দ্বীপদেশটির সপ্তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। অল্প সময়ের মধ্যেই তার ভাই মাহিন্দা রাজাপাকশে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মধ্য দিয়ে ২০১৫ সারের পর আবারও শ্রীলঙ্কায় রাজাপাকশে পরিবারতন্ত্রের উত্থান ঘটল।

অং সান সুচি

চলতি বছরের শেষ কয়েক মাসে রোহিঙ্গা ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মায়ামনারের স্টেট কাউন্সেলর ও কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি। দেশটির সংখ্যালঘু সম্প্রদায় রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজি) দায়ের হওয়া মামলায় পক্ষে আইনি লড়াই করেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সুচি।

১১ নভেম্বর রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া এ মামলা করে। এ মামলায় সুচিকে মানবাধিকার লংঘনের দায়ে অভিযুক্ত করা হয়। গাম্বিয়ার করা মামলা মোকাবিলার জন্য প্রখ্যাত আন্তর্জাতিক আইনজীবীদের নিয়োজিত করে মায়ানমার। এ আইনজীবীদের দলের নেতৃত্ব দেন দেশটির স্টেট কাউন্সেলর। নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়ে মায়ানমারের জাতীয় স্বার্থের পক্ষে আইসিজে লড়েন তিনি। রোহিঙ্গাদের ওপর নৃশংসতার অভিযোগে এই প্রথমবারের মতো সুচিকে কাঠগড়ায় আনার পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে মায়ানমারের রাজনৈতিক নেতৃত্বের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে এবং ২০১৭ সালের পর থেকে বিশ্বজুড়ে তার বিরুদ্ধে চলমান সমালোচনা ও ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে।

জেইর বলসেনারো

গত বছর ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেইর বলসেনারো। শপথ নেয়ার পর এক বক্তব্যে ব্রাজিলে ‘বৈষম্য ও বিভেদহীন সমাজ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডানপন্থি এ নেতা। তবে দাবনলের আগুনে পৃথিবীর ‘ফুসফুস’ খ্যাত আমাজন হুমকির মুখে পড়লে তা নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না নেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এ সময় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তার উন্নয়ন পরিকল্পনা জেরেই আমাজন এ হুমকির মুখে পরেছে। পরবর্তীতে সমালোচনার মুখে আমাজনের আগুন নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেন বলসেনারো।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সৌদিতে একর পর এক সংস্কারকার্য, জামাল খাশোগির হত্যাকাণ্ড, প্যালেস্টাইন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন, সামরিক খ্যাতে বরাদ্দ বৃদ্ধি ইত্যাদি ইস্যুতে গত বছর বেশ আলোচিত ও সমালোচিত ছিলেন সৌদির প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ ইস্যুতে আন্তর্জাতিক চাপ সামাল দিতে ও নিজের প্রতি সমর্থন আদয়ে বিভিন্ন দেশে একের পর এক সফরও করেছেন তিনি। অপরদিকে সংস্কারকার্যের জন্য বিশ্বজুড়ে প্রশংসিতও হয়েছেন। সংস্কারকার্যের জেরে অধিকারকর্মীদের আন্দোলনও সামাল দিতে হয়েছে তাকে।

আরও খবর
এক নজরে ২০১৯

বুধবার, ০১ জানুয়ারী ২০২০ , ১৮ পৌষ ১৪২৬, ৪ জমাদিউল আউয়াল ১৪৪১

আলোচিত ব্যক্তিত্ব

সংবাদ ডেস্ক |

http://print.thesangbad.net/images/2019/December/31Dec19/news/International-2.jpg

জেসিন্ডা আর্ডেন

বিশ্বজুড়ে মমতাময়ীর খ্যাতি পাওয়া এক নাম জেসিন্ডা আর্ডেন। চলতি বছরের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক উগ্র শে্বতাঙ্গ জাতীয়তাবাদীর হামলায় ৫০ মুসল্লি নৃশংসভাবে হত্যা হয়। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন তাৎক্ষনিকভাবে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ও মানবতার ডাক দিয়ে বিশে্ব নতুন এক নেতা হিসেবে যেমন আবিভূত হয়েছেন তেমনি কোটি কোটি মানুষের হৃদয়ে মানবতার দূত হিসেবে স্থান করে নিয়েছেন। ১৯৮০ সালের ২৬ জুলাই নিউজিল্যান্ডে জন্ম নেন জেসিন্ডা। ১৯৯৯ সালে কিশোর বয়সে ইয়োথ লেবার পার্টিতে তার খালার সঙ্গে যোগ দেন। তখন তিনি স্থানীয় এমপির প্রচারণা অভিযানে কাজ করেন। কমিউনিকেশন পলিটিকস অ্যান্ড পাবলিক লাইফ নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করেন। ২০১৭ সালে ফেব্রুয়ারি বাই-ইলেকশনে তিনি প্রথমবারের মতো ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হন।

আবি আহমেদ আলী

বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার শান্তিতে ২০১৯ সালের নোবেল পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে ১১ অক্টোবর নরওয়ের নোবেল কমিটি নরওয়ের স্থানীয় সময় সকাল ১১টায় রাজধানী অসলো থেকে শততম নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী হিসেবে আবির নাম ঘোষণা করে। গত বছর ইরিত্রিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তিতে সম্মত হয় ইথিওপিয়া। এতে দুই দেশের সীমান্ত যুদ্ধের পর গত ২০ বছরের অচলাবস্থার নিরসন হয়েছে। শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতায় আবি প্রচেষ্টা ও প্রতিবেশি ইরিত্রিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ এড়াতে তার পদক্ষেপের জন্য ৪৩ বছর বয়সী রাজনীতিক আবিকে এ পুরস্কার দেয়া হয়। আবি ইথিওপিয়ার নিগৃহীত অরম জাতিগোষ্ঠীর নেতা।

সত্যানুসন্ধানী এক বীর অ্যাসাঞ্জ

বিভিন্ন দেশের অতি গোপনীয় তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে সাড়া জাগানো বিকল্প ধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ভক্তরা তাকে একজন সত্যানুসন্ধানী বীর বলে মনে করলেও তার সমালোচকদের দাবি তিনি একজন প্রচারকামী ব্যক্তি। ২০০৬ সালে জুলিয়ান অ্যাসাঞ্জ ক’জন বন্ধুকে সঙ্গে নিয়ে চালু করেন উইকিলিকস নামের ওয়েবসাইট। এ সাইটে ২০১০ সালে তিনি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কয়েক কোটি অতি সংবেদনশীল গোপন নথি ফাঁস একের পর এক প্রকাশ করতে থাকেন। এ কারণে বিব্রত মার্কিন যুক্তরাষ্ট্র তার ওপর খুবই ক্ষুব্ধ হয়। পরের বছর যৌন হয়রানির অভিযোগে সুইডেন সরকার তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করলে তাকে লন্ডনে আটক করা হয়। তবে যৌন হয়রানির মামলাগুলো পরে প্রত্যাহার করে নেয়া হয়। ব্রিটিশ সুপ্রিম কোর্ট ২০১২ সালে অ্যাসাঞ্জকে সুইডেনের হাতে ফিরিয়ে দেয়ার নির্দেশ দিলে তিনি ইকুয়েডরের দূতাবাসে ঢুকে রাজনৈতিক আশ্রয় চেয়ে তা পেয়ে যান। ৪৭ বছর বয়সী এ অস্ট্রেলীয় নাগরিককে ১১ এপ্রিল লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ।

গোতাবায়া রাজাপাকশে

গত বছর এপ্রিলে জঙ্গি হামলায় ক্ষতবিক্ষত শ্রীলঙ্কায় নিরাপত্তা ইস্যুকে সামনে এনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন বাজিমাত করেছেন গোতাবায়া রাজাপাকশে। দেশটির সাধারণ নির্বাচনে শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট (এসএলপিএফ) প্রাথী গোতাবায়া ৫২ দশমিক ২৫ শতাংশ ভোট পেয়ে দ্বীপদেশটির সপ্তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। অল্প সময়ের মধ্যেই তার ভাই মাহিন্দা রাজাপাকশে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মধ্য দিয়ে ২০১৫ সারের পর আবারও শ্রীলঙ্কায় রাজাপাকশে পরিবারতন্ত্রের উত্থান ঘটল।

অং সান সুচি

চলতি বছরের শেষ কয়েক মাসে রোহিঙ্গা ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মায়ামনারের স্টেট কাউন্সেলর ও কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি। দেশটির সংখ্যালঘু সম্প্রদায় রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজি) দায়ের হওয়া মামলায় পক্ষে আইনি লড়াই করেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সুচি।

১১ নভেম্বর রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া এ মামলা করে। এ মামলায় সুচিকে মানবাধিকার লংঘনের দায়ে অভিযুক্ত করা হয়। গাম্বিয়ার করা মামলা মোকাবিলার জন্য প্রখ্যাত আন্তর্জাতিক আইনজীবীদের নিয়োজিত করে মায়ানমার। এ আইনজীবীদের দলের নেতৃত্ব দেন দেশটির স্টেট কাউন্সেলর। নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়ে মায়ানমারের জাতীয় স্বার্থের পক্ষে আইসিজে লড়েন তিনি। রোহিঙ্গাদের ওপর নৃশংসতার অভিযোগে এই প্রথমবারের মতো সুচিকে কাঠগড়ায় আনার পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে মায়ানমারের রাজনৈতিক নেতৃত্বের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে এবং ২০১৭ সালের পর থেকে বিশ্বজুড়ে তার বিরুদ্ধে চলমান সমালোচনা ও ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে।

জেইর বলসেনারো

গত বছর ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেইর বলসেনারো। শপথ নেয়ার পর এক বক্তব্যে ব্রাজিলে ‘বৈষম্য ও বিভেদহীন সমাজ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডানপন্থি এ নেতা। তবে দাবনলের আগুনে পৃথিবীর ‘ফুসফুস’ খ্যাত আমাজন হুমকির মুখে পড়লে তা নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না নেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এ সময় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তার উন্নয়ন পরিকল্পনা জেরেই আমাজন এ হুমকির মুখে পরেছে। পরবর্তীতে সমালোচনার মুখে আমাজনের আগুন নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেন বলসেনারো।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সৌদিতে একর পর এক সংস্কারকার্য, জামাল খাশোগির হত্যাকাণ্ড, প্যালেস্টাইন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন, সামরিক খ্যাতে বরাদ্দ বৃদ্ধি ইত্যাদি ইস্যুতে গত বছর বেশ আলোচিত ও সমালোচিত ছিলেন সৌদির প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ ইস্যুতে আন্তর্জাতিক চাপ সামাল দিতে ও নিজের প্রতি সমর্থন আদয়ে বিভিন্ন দেশে একের পর এক সফরও করেছেন তিনি। অপরদিকে সংস্কারকার্যের জন্য বিশ্বজুড়ে প্রশংসিতও হয়েছেন। সংস্কারকার্যের জেরে অধিকারকর্মীদের আন্দোলনও সামাল দিতে হয়েছে তাকে।