সিলেটে জেএসসিতে মেয়েরা এগিয়ে

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। ছেলেদের পাসের হার ৯২ দশমিক ৩ এবং মেয়েদের ৯৩ দশমিক ৩৬ শতাংশ। মোট ৩ হাজার ৭৭৩টি জিপিএ-৫ এর মধ্যে মেয়েরা পেয়েছে ২ হাজার ২৩৫টি আর ছেলেরা পেয়েছে ১ হাজার ৫৩৮টি।

প্রকাশিত ফলাফলে এ বছর সিলেট বোর্ড থেকে অংশ নেয়া ১ লাখ ৫৩ হাজার ৫৯৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৪২ হাজার ৫৩২ জন। পাসের হার ৯২.৭৯ শতাংশ- এরমধ্যে ছেলেরা ৬৫ হাজার ৭৭৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬০ হাজার ৫৩৪ জন। মেয়েদের মধ্যে ৮৭ হাজার ৮২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮১ হাজার ৯৯৮ জন।

এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৭৩ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৯৮ জন। এবার জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা গতবারের দ্বিগুণেরও অধিক।

বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২০ , ১৯ পৌষ ১৪২৬, ৫ জমাদিউল আউয়াল ১৪৪১

সিলেটে জেএসসিতে মেয়েরা এগিয়ে

প্রতিনিধি, সিলেট

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। ছেলেদের পাসের হার ৯২ দশমিক ৩ এবং মেয়েদের ৯৩ দশমিক ৩৬ শতাংশ। মোট ৩ হাজার ৭৭৩টি জিপিএ-৫ এর মধ্যে মেয়েরা পেয়েছে ২ হাজার ২৩৫টি আর ছেলেরা পেয়েছে ১ হাজার ৫৩৮টি।

প্রকাশিত ফলাফলে এ বছর সিলেট বোর্ড থেকে অংশ নেয়া ১ লাখ ৫৩ হাজার ৫৯৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৪২ হাজার ৫৩২ জন। পাসের হার ৯২.৭৯ শতাংশ- এরমধ্যে ছেলেরা ৬৫ হাজার ৭৭৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬০ হাজার ৫৩৪ জন। মেয়েদের মধ্যে ৮৭ হাজার ৮২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮১ হাজার ৯৯৮ জন।

এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৭৩ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৯৮ জন। এবার জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা গতবারের দ্বিগুণেরও অধিক।