ভারতে বাংলাদেশের বেতার প্রচার শুরু এ মাসেই তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ টেলিভিশনের মতো নতুন বছরের প্রথম মাসের মধ্যেই বাংলাদেশ বেতারও ভারতে সম্প্রচারিত হবে। তিনি বলেন, এ মাসের মধ্যেই সেটি করতে সক্ষম হব। পুরো ভারতেই বাংলাদেশ বেতার শোনা যাবে। গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় নবনিযুক্ত তথ্য সচিব কামরুন নাহার ও প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার উপস্থিত ছিলেন।

শীঘ্রই কিছু অনলাইন নিবন্ধন পাবে : অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের ব্যাপারে সরকার ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা সব রিপোর্ট এখনও পাইনি। রিপোর্ট পেলে শীঘ্রই কিছু অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়ে যাবে।

সরকার পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমে : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই সরকারের পতনের কথা শুনে আসছি। সরকার পরিবর্তনের একটিই পথ, সেটি হচ্ছে নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে জনগণ বর্তমান সরকারকে সমর্থন না জানালে স্বাভাবিকভাবেই আমরা সরকারে থাকব না। এছাড়া অন্য পথ তো নেই।

নতুন বছরে বিরোধী দলকে ‘স্পেস’ দেয়া প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, আমরা বহুদলীয় গণতান্ত্রিক সমাজেই বসবাস করি। এখানে বিরোধী দল সবসময় তাদের মত প্রকাশ, প্রতিবাদ করা, সাংবিধানিকভাবে যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করছে। এখানে কাউকে অধিকার দেয়ার বিষয় নেই। বিরোধী দল সবসময়ই সংসদে ও সংসদের বাইরে তাদের মত প্রকাশ করছে।

আরও খবর
লাইট ইঞ্জিনিয়ারিংকে বর্ষপণ্য ঘোষণা প্রধানমন্ত্রীর
অর্থনীতি : আলোচনায় ছিল সুদহারে ৯-৬
কুমিল্লা : প্রত্যাশা প্রাপ্তি ও বেদনার আলোচিত ঘটনা
নোয়াবের নতুন কার্যনির্বাহী কমিটি সভাপতি : একে আজাদ
সুষ্ঠু নির্বাচন হয় না প্রমাণ করতেই বিএনপি নির্বাচনে যায় ফখরুল
ছাত্র রাজনীতি ভয়াবহ পর্যায়ে চলে এসেছে আনিসুজ্জামান
শওকত ওসমানের জন্মদিন আজ
দুই নাটক মৌ বনে কাক ও রাজার নতুন জামা মঞ্চস্থ
বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব কাল শুরু
পল্লীকবি জসীম উদদীনের জন্মবার্ষিকী উদযাপন
নতুন বছরে ৫-৬ লাখ মামলা কমানো হবে আইনমন্ত্রী
বিচারপ্রার্থীকে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
দুদকের দুর্নীতি পেলেও প্রকাশ করবেন
বছরের প্রথম দিন ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত
যন্ত্রপাতি ক্রয়ে অর্থ আত্মসাৎ, শিক্ষক ডা. চন্দন কারাগারে
নারায়ণগঞ্জে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দিলেন মুক্তিযোদ্ধারা

বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২০ , ১৯ পৌষ ১৪২৬, ৫ জমাদিউল আউয়াল ১৪৪১

ভারতে বাংলাদেশের বেতার প্রচার শুরু এ মাসেই তথ্যমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক |

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ টেলিভিশনের মতো নতুন বছরের প্রথম মাসের মধ্যেই বাংলাদেশ বেতারও ভারতে সম্প্রচারিত হবে। তিনি বলেন, এ মাসের মধ্যেই সেটি করতে সক্ষম হব। পুরো ভারতেই বাংলাদেশ বেতার শোনা যাবে। গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় নবনিযুক্ত তথ্য সচিব কামরুন নাহার ও প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার উপস্থিত ছিলেন।

শীঘ্রই কিছু অনলাইন নিবন্ধন পাবে : অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের ব্যাপারে সরকার ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা সব রিপোর্ট এখনও পাইনি। রিপোর্ট পেলে শীঘ্রই কিছু অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়ে যাবে।

সরকার পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমে : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই সরকারের পতনের কথা শুনে আসছি। সরকার পরিবর্তনের একটিই পথ, সেটি হচ্ছে নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে জনগণ বর্তমান সরকারকে সমর্থন না জানালে স্বাভাবিকভাবেই আমরা সরকারে থাকব না। এছাড়া অন্য পথ তো নেই।

নতুন বছরে বিরোধী দলকে ‘স্পেস’ দেয়া প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, আমরা বহুদলীয় গণতান্ত্রিক সমাজেই বসবাস করি। এখানে বিরোধী দল সবসময় তাদের মত প্রকাশ, প্রতিবাদ করা, সাংবিধানিকভাবে যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করছে। এখানে কাউকে অধিকার দেয়ার বিষয় নেই। বিরোধী দল সবসময়ই সংসদে ও সংসদের বাইরে তাদের মত প্রকাশ করছে।