দুই নাটক মৌ বনে কাক ও রাজার নতুন জামা মঞ্চস্থ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের সুষম নাট্য সম্প্রদায়ের ‘মৌ বনে কাক’ এবং স্টুডিও থিয়েটার হলে গৌড়নাট দলের ‘রাজার নতুন জামা’ মঞ্চস্থ হবে। এছাড়াও জাতীয় চিত্রশালার মিলনায়তন গ্যালারিতে রয়েছে আলোকচিত্র প্রদর্শনী। দুটি নাটক মঞ্চস্থ হবে সন্ধ্যা ৭টায় এবং আলোকচিত্র প্রদর্শনী খোলা থাকবে সকাল ১০টা থেকে।

গৌড়নাট নাট্যদলের নাটক ‘রাজার নতুন জামা’ নাটকটি বিদেশি নাট্যকার হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের অবলম্বনে নাটকটি বাংলাদেশের প্রেক্ষাপটে সহজ-সাবলীল ভাবানুবাদ করেছেন সমসাময়িক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান পুরোধা কবি আসাদ চৌধুরী। পরিমার্জন ও নির্দেশনায় রয়েছেন তরুণ নাট্যকার, নির্দেশক ও অভিনেতা আহাদুর রহমান শুভ।

নাটকের কাহিনীতে দেখা যাবে, রাজ্যের রাজার প্রিয় বস্তু নতুন পোশাক। রাজ্য গোল্লায় যাক। কিন্তু নিত্য নতুন পোশাক তার চাই। রাজার এই অতি বিলাসিতার কাজে সহায়তা করেন কিছু চাপাবাজ মন্ত্রী ও রাজপরিষদরা। মহারাজ যাতে জনসেবার কথা ভুলেও চিন্তা না করেন, কেবল নিজস্বার্থ আর রাজদরবারে নিয়োজিত ব্যক্তিদের কল্যাণের কথাই ভাবেন সে ব্যাপারে বুদ্ধির পুরোটাই খরচ করেন এরা।

হাস্য-রসাত্মক উপাদানের মাধ্যমে সমাজ তথা রাষ্ট্রে মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা রাঘববোয়াল আর তেলবাজ ব্যক্তিদের প্রকৃত চরিত্র তুলে ধরার প্রয়াস এই নাটক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেবেন রেজাউল করিম সবুজ, আহাদুর রহমান শুভ, হৃদি, আবদুল্লাহ আল মাহমুদ, তৌফিক মাহমুদ, ফুয়াদ, রাজিব, শান্তা, জাহিদ, সায়েম, তারেক, লাকি, তাহাবুব, তাশু, মেহেদী, জাকির প্রমুখ।

image

রাজার নতুন জামা নাটকের একটি দৃশ্য -সংবাদ

আরও খবর
লাইট ইঞ্জিনিয়ারিংকে বর্ষপণ্য ঘোষণা প্রধানমন্ত্রীর
ভারতে বাংলাদেশের বেতার প্রচার শুরু এ মাসেই তথ্যমন্ত্রী
অর্থনীতি : আলোচনায় ছিল সুদহারে ৯-৬
কুমিল্লা : প্রত্যাশা প্রাপ্তি ও বেদনার আলোচিত ঘটনা
নোয়াবের নতুন কার্যনির্বাহী কমিটি সভাপতি : একে আজাদ
সুষ্ঠু নির্বাচন হয় না প্রমাণ করতেই বিএনপি নির্বাচনে যায় ফখরুল
ছাত্র রাজনীতি ভয়াবহ পর্যায়ে চলে এসেছে আনিসুজ্জামান
শওকত ওসমানের জন্মদিন আজ
বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব কাল শুরু
পল্লীকবি জসীম উদদীনের জন্মবার্ষিকী উদযাপন
নতুন বছরে ৫-৬ লাখ মামলা কমানো হবে আইনমন্ত্রী
বিচারপ্রার্থীকে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
দুদকের দুর্নীতি পেলেও প্রকাশ করবেন
বছরের প্রথম দিন ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত
যন্ত্রপাতি ক্রয়ে অর্থ আত্মসাৎ, শিক্ষক ডা. চন্দন কারাগারে
নারায়ণগঞ্জে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দিলেন মুক্তিযোদ্ধারা

বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২০ , ১৯ পৌষ ১৪২৬, ৫ জমাদিউল আউয়াল ১৪৪১

দুই নাটক মৌ বনে কাক ও রাজার নতুন জামা মঞ্চস্থ

সাংস্কৃতিক বার্তা পরিবেশক

image

রাজার নতুন জামা নাটকের একটি দৃশ্য -সংবাদ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের সুষম নাট্য সম্প্রদায়ের ‘মৌ বনে কাক’ এবং স্টুডিও থিয়েটার হলে গৌড়নাট দলের ‘রাজার নতুন জামা’ মঞ্চস্থ হবে। এছাড়াও জাতীয় চিত্রশালার মিলনায়তন গ্যালারিতে রয়েছে আলোকচিত্র প্রদর্শনী। দুটি নাটক মঞ্চস্থ হবে সন্ধ্যা ৭টায় এবং আলোকচিত্র প্রদর্শনী খোলা থাকবে সকাল ১০টা থেকে।

গৌড়নাট নাট্যদলের নাটক ‘রাজার নতুন জামা’ নাটকটি বিদেশি নাট্যকার হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের অবলম্বনে নাটকটি বাংলাদেশের প্রেক্ষাপটে সহজ-সাবলীল ভাবানুবাদ করেছেন সমসাময়িক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান পুরোধা কবি আসাদ চৌধুরী। পরিমার্জন ও নির্দেশনায় রয়েছেন তরুণ নাট্যকার, নির্দেশক ও অভিনেতা আহাদুর রহমান শুভ।

নাটকের কাহিনীতে দেখা যাবে, রাজ্যের রাজার প্রিয় বস্তু নতুন পোশাক। রাজ্য গোল্লায় যাক। কিন্তু নিত্য নতুন পোশাক তার চাই। রাজার এই অতি বিলাসিতার কাজে সহায়তা করেন কিছু চাপাবাজ মন্ত্রী ও রাজপরিষদরা। মহারাজ যাতে জনসেবার কথা ভুলেও চিন্তা না করেন, কেবল নিজস্বার্থ আর রাজদরবারে নিয়োজিত ব্যক্তিদের কল্যাণের কথাই ভাবেন সে ব্যাপারে বুদ্ধির পুরোটাই খরচ করেন এরা।

হাস্য-রসাত্মক উপাদানের মাধ্যমে সমাজ তথা রাষ্ট্রে মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা রাঘববোয়াল আর তেলবাজ ব্যক্তিদের প্রকৃত চরিত্র তুলে ধরার প্রয়াস এই নাটক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেবেন রেজাউল করিম সবুজ, আহাদুর রহমান শুভ, হৃদি, আবদুল্লাহ আল মাহমুদ, তৌফিক মাহমুদ, ফুয়াদ, রাজিব, শান্তা, জাহিদ, সায়েম, তারেক, লাকি, তাহাবুব, তাশু, মেহেদী, জাকির প্রমুখ।