সাক্ষাৎকার

ধারাবাহিক নাটক দিয়ে বছর শুরু করতে যাচ্ছেন সাংবাদিক ও নাট্যকার মীর সামি। আগামী ৫ জানুয়ারি থেকে প্রতি রবি, সোম, মঙ্গল এবং বুধবার রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার শুরু হবে তার রচিত নতুন ধারাবাহিক নাটক ‘গোল্লাছুট’। নাটক ও অন্যান্য প্রসঙ্গে এ নাট্যকারের সঙ্গে কথা বলেছেন নিথর মাহবুব

গোল্লাছুট নাটকের মূল ভাবনাটা কী?

নাটক-সিনেমায় হিরো মূলত একজন; জীবনের গল্পে হিরো কখনও একজন থাকে না। জীবনের কাছাকাছি এ গল্পেরও একক কোন হিরোর আধিপত্য নেই। রয়েছে গুটিকয়েক সমবয়সী বন্ধুর জীবনের সামনে এগিয়ে যাওয়া বা পেছনে পড়ে থাকার গল্প। সময় বয়ে চলে তার নিজস্ব নিয়মে। আর তারই স্বাভাবিকতায় প্রত্যেকের মনের অবস্থার পরিবর্তন হয় প্রতিনিয়ত। বদলে যায় কাছের মানুষ বদলে যায় চিরচেনা পরিবেশ। বন্ধুত্ব-ভালোবাসা কিংবা তার চেয়ে বড় কিছু প্রাপ্তি বা হারানোর ক্রম নিয়েই এ গল্প। গল্পটি তারুণ্যের, গল্পটি দেশপ্রেমের।

নাটকে অভিনয় করেছেন কারা?

মাতিয়া বানু শুকুর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন- তৌসিফ মাহবুব, সাফা কবির, ইরফান সাজ্জাদ, মাজনুন মিজান, আশনা হাবীব ভাবনা, দীপান্বিতা, আ খ ম হাসান, কচি খন্দকারসহ আরও অনেকে।

গল্পটি তারুণ্যের গল্পটি দেশপ্রেমের-মীর সামি

আগেও তো ধারাবাহিক নাটক লিখেছেন?

আমার লেখা এটা দ্বিতীয় ধারাবাহিক। এর আগে নূরুল আলম আতিকের পরিচালনায় জাদুর শহর নামের একটি ধারাবাহিক নাটক লিখেছিলাম।

নতুন বছরের পরিকল্পনা নিয়ে বলুন

এ বছরের অনেক পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। নাটকের পাশাপাশি চলচ্চিত্র নিয়েও পরিকল্পনা রয়েছে। এখন বাকিটা নির্ভর করছে সময় আর সুযোগের ওপর। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়কার ৫টি সত্য ঘটনা নিয়ে পাঁচটি এক ঘণ্টার নাটক লিখছি।

শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২০ , ২০ পৌষ ১৪২৬, ৬ জমাদিউল আউয়াল ১৪৪১

সাক্ষাৎকার

image

ধারাবাহিক নাটক দিয়ে বছর শুরু করতে যাচ্ছেন সাংবাদিক ও নাট্যকার মীর সামি। আগামী ৫ জানুয়ারি থেকে প্রতি রবি, সোম, মঙ্গল এবং বুধবার রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার শুরু হবে তার রচিত নতুন ধারাবাহিক নাটক ‘গোল্লাছুট’। নাটক ও অন্যান্য প্রসঙ্গে এ নাট্যকারের সঙ্গে কথা বলেছেন নিথর মাহবুব

গোল্লাছুট নাটকের মূল ভাবনাটা কী?

নাটক-সিনেমায় হিরো মূলত একজন; জীবনের গল্পে হিরো কখনও একজন থাকে না। জীবনের কাছাকাছি এ গল্পেরও একক কোন হিরোর আধিপত্য নেই। রয়েছে গুটিকয়েক সমবয়সী বন্ধুর জীবনের সামনে এগিয়ে যাওয়া বা পেছনে পড়ে থাকার গল্প। সময় বয়ে চলে তার নিজস্ব নিয়মে। আর তারই স্বাভাবিকতায় প্রত্যেকের মনের অবস্থার পরিবর্তন হয় প্রতিনিয়ত। বদলে যায় কাছের মানুষ বদলে যায় চিরচেনা পরিবেশ। বন্ধুত্ব-ভালোবাসা কিংবা তার চেয়ে বড় কিছু প্রাপ্তি বা হারানোর ক্রম নিয়েই এ গল্প। গল্পটি তারুণ্যের, গল্পটি দেশপ্রেমের।

নাটকে অভিনয় করেছেন কারা?

মাতিয়া বানু শুকুর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন- তৌসিফ মাহবুব, সাফা কবির, ইরফান সাজ্জাদ, মাজনুন মিজান, আশনা হাবীব ভাবনা, দীপান্বিতা, আ খ ম হাসান, কচি খন্দকারসহ আরও অনেকে।

গল্পটি তারুণ্যের গল্পটি দেশপ্রেমের-মীর সামি

আগেও তো ধারাবাহিক নাটক লিখেছেন?

আমার লেখা এটা দ্বিতীয় ধারাবাহিক। এর আগে নূরুল আলম আতিকের পরিচালনায় জাদুর শহর নামের একটি ধারাবাহিক নাটক লিখেছিলাম।

নতুন বছরের পরিকল্পনা নিয়ে বলুন

এ বছরের অনেক পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। নাটকের পাশাপাশি চলচ্চিত্র নিয়েও পরিকল্পনা রয়েছে। এখন বাকিটা নির্ভর করছে সময় আর সুযোগের ওপর। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়কার ৫টি সত্য ঘটনা নিয়ে পাঁচটি এক ঘণ্টার নাটক লিখছি।