সিএএ থেকে পালানোর পথ নেই আইনমন্ত্রী রবিশঙ্কর

রও পক্ষে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) থেকে পালানোর পথ নেই বলে হুঁশিয়ার করেছেন দেশটির কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। গত মঙ্গলবার কেরালার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশনে আইনটি বাতিলের দাবিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় রাজ্যটির ক্ষমতাসীন দল এলডিএফ ও বিরোধী ইউডিএফ জোট। পাস হওয়া প্রস্তাবকে ‘সংবিধানবিরোধী’ আখ্যা দিয়ে রবিশঙ্কর বলেছেন, সব রাজ্যকেই সংশোধিত নাগরিকত্ব আইন বাস্তবায়ন করতে হবে।

ভারতের মালাবর উপকূলে অবস্থিত রাজ্য কেরালা ছাড়াও পশ্চিমবঙ্গসহ আরও ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তারা তাদের রাজ্যে সিএএ চালু করবেন না। দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মতাদর্শের বাইরে থাকা রাজ্যগুলোর এমন মনোভাবের প্রসঙ্গে আইনমন্ত্রী রবিশঙ্কর বলেন, ‘ভোটব্যাঙ্ক রাজনীতির কারণে ওই রাজ্যগুলো সিএএ বাস্তবায়িত করতে চাইছে না।’ তিনি আরও বলেছেন, ‘তাদের বিনীতভাবে বলতে চাই, আইন দেখুন। সংবিধানে বলা হয়েছে, নাগরিকত্ব নিয়ে আইন তৈরির সম্পূর্ণ অধিকার পার্লামেন্টের। ২৫৬ অনুচ্ছেদ বলছে, পার্লামেন্টে তৈরি হওয়া আইন রাজ্যগুলো মেনে চলতে বাধ্য। পার্লামেন্টের উভয় কক্ষে সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে আলোচনা হয়েছে এবং পাস হয়েছে। এ আইন বাস্তবায়িত না-করে পালানোর পথ নেই।’

শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২০ , ২০ পৌষ ১৪২৬, ৬ জমাদিউল আউয়াল ১৪৪১

সিএএ থেকে পালানোর পথ নেই আইনমন্ত্রী রবিশঙ্কর

সংবাদ ডেস্ক |

রও পক্ষে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) থেকে পালানোর পথ নেই বলে হুঁশিয়ার করেছেন দেশটির কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। গত মঙ্গলবার কেরালার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশনে আইনটি বাতিলের দাবিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় রাজ্যটির ক্ষমতাসীন দল এলডিএফ ও বিরোধী ইউডিএফ জোট। পাস হওয়া প্রস্তাবকে ‘সংবিধানবিরোধী’ আখ্যা দিয়ে রবিশঙ্কর বলেছেন, সব রাজ্যকেই সংশোধিত নাগরিকত্ব আইন বাস্তবায়ন করতে হবে।

ভারতের মালাবর উপকূলে অবস্থিত রাজ্য কেরালা ছাড়াও পশ্চিমবঙ্গসহ আরও ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তারা তাদের রাজ্যে সিএএ চালু করবেন না। দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মতাদর্শের বাইরে থাকা রাজ্যগুলোর এমন মনোভাবের প্রসঙ্গে আইনমন্ত্রী রবিশঙ্কর বলেন, ‘ভোটব্যাঙ্ক রাজনীতির কারণে ওই রাজ্যগুলো সিএএ বাস্তবায়িত করতে চাইছে না।’ তিনি আরও বলেছেন, ‘তাদের বিনীতভাবে বলতে চাই, আইন দেখুন। সংবিধানে বলা হয়েছে, নাগরিকত্ব নিয়ে আইন তৈরির সম্পূর্ণ অধিকার পার্লামেন্টের। ২৫৬ অনুচ্ছেদ বলছে, পার্লামেন্টে তৈরি হওয়া আইন রাজ্যগুলো মেনে চলতে বাধ্য। পার্লামেন্টের উভয় কক্ষে সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে আলোচনা হয়েছে এবং পাস হয়েছে। এ আইন বাস্তবায়িত না-করে পালানোর পথ নেই।’