এক বছরে সাড়ে পাঁচ হাজার প্যালেস্টাইনিকে আটক করেছে ইসরায়েল

সদ্য গত হওয়া ২০১৯ সালে ৫ হাজার ৫০০ প্যালেস্টাইনিকে আটক করেছে ইসরায়েল। এদের মধ্যে ৮৮৯টি শিশু এবং ১২৮ জন নারী রয়েছেন। প্যালেস্টাইনের কয়েকটি মানবাধিকার গোষ্ঠী এমন তথ্য জানিয়েছে।

ওই মানবাধিকার গোষ্ঠীর মধ্যে রয়েছে প্যালেস্টাইনি প্রিজনারস সোসাইটিসহ প্যালেস্টাইনি বন্দী বিষয়ক কয়েকটি সংস্থা। এ সোসাইটি ও সংস্থাগুলোর পক্ষ থেকে দেয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৯ সালে ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই প্যালেস্টাইনিদের গ্রেফতার করেছে। সংক্ষিপ্ত তদন্তের পর কেউ কেউ মুক্তি পেয়েছেন। তবে এবং বেশিরভাগ বন্দীকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, বর্তমানে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা প্যালেস্টাইনির সংখ্যা ৫ হাজারে পৌঁছেছে। তাদের মধ্যে ৫০ জন নারী এবং ২০০টি শিশু রয়েছে। এছাড়াও বিনা বিচারে বা অভিযোগ ছাড়াই ‘প্রশাসনিক আটক’ বন্দীদের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০ জনে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ৭০০ এরও বেশি প্যালেস্টাইনি বিভিন্ন অসুখে ভুগছেন। তাদের মধ্যে দশজন ক্যান্সারে আক্রান্ত এবং ২০০ জন দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন। যৌথ ওই বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ২০১৯ সালে প্যালেস্টাইনিদের ওপর একচেটিয়া গ্রেফতার চালিয়েছে ইসরায়েল। গ্রেফতারের সময় ও পরে আটককৃতদের ওপর নির্যাতনও চালানো হয়েছে।

এছাড়াও সঠিক চিকিৎসার অভাবে এবং ইচ্ছাকৃতভাবে চিকিৎসায় অবহেলা করার কারণে ইসরায়েলের কারাগারে এ বছর পাঁচ প্যালেস্টাইনির মৃত্যুও হয়েছে।

শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২০ , ২০ পৌষ ১৪২৬, ৬ জমাদিউল আউয়াল ১৪৪১

এক বছরে সাড়ে পাঁচ হাজার প্যালেস্টাইনিকে আটক করেছে ইসরায়েল

সংবাদ ডেস্ক |

image

সদ্য গত হওয়া ২০১৯ সালে ৫ হাজার ৫০০ প্যালেস্টাইনিকে আটক করেছে ইসরায়েল। এদের মধ্যে ৮৮৯টি শিশু এবং ১২৮ জন নারী রয়েছেন। প্যালেস্টাইনের কয়েকটি মানবাধিকার গোষ্ঠী এমন তথ্য জানিয়েছে।

ওই মানবাধিকার গোষ্ঠীর মধ্যে রয়েছে প্যালেস্টাইনি প্রিজনারস সোসাইটিসহ প্যালেস্টাইনি বন্দী বিষয়ক কয়েকটি সংস্থা। এ সোসাইটি ও সংস্থাগুলোর পক্ষ থেকে দেয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৯ সালে ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই প্যালেস্টাইনিদের গ্রেফতার করেছে। সংক্ষিপ্ত তদন্তের পর কেউ কেউ মুক্তি পেয়েছেন। তবে এবং বেশিরভাগ বন্দীকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, বর্তমানে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা প্যালেস্টাইনির সংখ্যা ৫ হাজারে পৌঁছেছে। তাদের মধ্যে ৫০ জন নারী এবং ২০০টি শিশু রয়েছে। এছাড়াও বিনা বিচারে বা অভিযোগ ছাড়াই ‘প্রশাসনিক আটক’ বন্দীদের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০ জনে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ৭০০ এরও বেশি প্যালেস্টাইনি বিভিন্ন অসুখে ভুগছেন। তাদের মধ্যে দশজন ক্যান্সারে আক্রান্ত এবং ২০০ জন দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন। যৌথ ওই বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ২০১৯ সালে প্যালেস্টাইনিদের ওপর একচেটিয়া গ্রেফতার চালিয়েছে ইসরায়েল। গ্রেফতারের সময় ও পরে আটককৃতদের ওপর নির্যাতনও চালানো হয়েছে।

এছাড়াও সঠিক চিকিৎসার অভাবে এবং ইচ্ছাকৃতভাবে চিকিৎসায় অবহেলা করার কারণে ইসরায়েলের কারাগারে এ বছর পাঁচ প্যালেস্টাইনির মৃত্যুও হয়েছে।