শালিস বৈঠকে বৃদ্ধা হত্যা

সিলেটের বালাগঞ্জে একটি সালিশ বৈঠকে এক বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের হরিশ্যাম গ্রামের নুর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মামলা না হওয়ায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে ইউনিয়নের সাবেক মেম্বার আহমদের জমিতে শ্রমিক হিসেবে ধান রোপণ করতে যান আনজব উল্লাহ (৬০)সহ কয়েকজন। কিন্তু জমিতে পানি বেশি থাকায় তারা ধান রোপণে অনীহা প্রকাশ করেন। কিন্তু আহমদ মেম্বার তাদের ধান রোপণ করতে চাপাচাপি করলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এ ঘটনা সমাধানের লক্ষ্যে বুধবার রাতে গ্রামের নুর মিয়ার বাড়িতে সালিশ বৈঠক ডাকা হয়। সালিশের এক পর্যায়ে আহমদ মেম্বারের লোকজন ধারাল ছুরি দিয়ে আনজব উল্লাহকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। তাই কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

আরও খবর
ময়মনসিংহের আলোচিত সমালোচিত ঘটনা
সিটি নির্বাচন বিতর্কিত করাই বিএনপির উদ্দেশ্য তথ্যমন্ত্রী
১১৮ জনকে পিপিএম ও বিপিএম পদক দেয়া হচ্ছে
বিশ্ব ইজতেমা তুরাগ তীরে ১০ জানুয়ারি শুরু স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের কোথাও আর বাঁশের সাঁকো থাকবে না পরিকল্পনামন্ত্রী
না’গঞ্জ পুলিশের একযোগে ৪৮ জনের বদলি
জাবির ১১ শিক্ষার্থী বহিষ্কার
খুবি প্রশাসন ভবনে তালা
নিউইয়র্কে এটিভির লোগো উন্মোচন
রোহিঙ্গা গণহত্যার ওপর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন
বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব শুরু আজ
‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ম্যুরাল উদ্বোধন
শওকত ওসমান গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক
নতুন বছরে কলেজ-মাদ্রাসা ৮০ দিন বন্ধ থাকবে
এক হাজতখানায় বন্দী নারী-পুরুষ
আগুনে পুড়ে মৃত্যু সাংবাদিক পুত্রের

শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২০ , ২০ পৌষ ১৪২৬, ৬ জমাদিউল আউয়াল ১৪৪১

সিলেটে

শালিস বৈঠকে বৃদ্ধা হত্যা

প্রতিনিধি, সিলেট

সিলেটের বালাগঞ্জে একটি সালিশ বৈঠকে এক বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের হরিশ্যাম গ্রামের নুর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মামলা না হওয়ায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে ইউনিয়নের সাবেক মেম্বার আহমদের জমিতে শ্রমিক হিসেবে ধান রোপণ করতে যান আনজব উল্লাহ (৬০)সহ কয়েকজন। কিন্তু জমিতে পানি বেশি থাকায় তারা ধান রোপণে অনীহা প্রকাশ করেন। কিন্তু আহমদ মেম্বার তাদের ধান রোপণ করতে চাপাচাপি করলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এ ঘটনা সমাধানের লক্ষ্যে বুধবার রাতে গ্রামের নুর মিয়ার বাড়িতে সালিশ বৈঠক ডাকা হয়। সালিশের এক পর্যায়ে আহমদ মেম্বারের লোকজন ধারাল ছুরি দিয়ে আনজব উল্লাহকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। তাই কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।