জন্মদিনের আলোচনায় বক্তারা

শওকত ওসমান গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক

কথাশিল্পী শওকত ওসমান গত শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন। তিনি যেমন সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে কঠোর মনোভাবাপন্ন মানুষ ছিলেন, তেমনি শোষকের বিরুদ্ধে তার লেখনি ছিল ক্ষুরধার। তার অমর সাহিত্য কর্ম আধুনিক বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে বলে উল্লেখ করেছেন বক্তারা। গতকাল শওকত ওসমানের ১০৩তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় বক্তার এসব কথা বলেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ’র সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন কথাশিল্পী শওকত ওসমানের পুত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কথা সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলা একাডেমির মাহপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, কথাশিল্পী শওকত ওসমানের দৌহিত্র প্রকৌশলী ইশরার ওসমান। স্বাগত বক্তব্য প্রদান করেন পরিষদের সাধারণ সম্পাদক ও রয়্যাল ইউনির্ভাসিটি অব ঢাকা (আরইইউ) এর শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান দিপু সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংবাদ পাঠিকা মেরিন নাজনীন।

অনুষ্ঠানের শুরুতেই শওকত ওসমানের ওপর নূর আনোয়ার নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা পর্বে বক্তারা বলেন, শওকত ওসমান কখনও তার বিশ্বাসের সঙ্গে আপস করেননি। ক্ষুরধার লেখনির মধ্য দিয়ে তিনি ছদ্মবেশী, ভণ্ড ও কপটদের মুখোশ উন্মোচন করেছেন। বিভিন্ন ভাষায় তার রচনা অনূদিত হয়েছে। বিশেষত জননী উপন্যাসটি বিশ্বসাহিত্যের অঙ্গনে স্থান করে নিয়েছে।

image

জাতীয় জাদুঘরে কথাশিল্পী শওকত ওসমানের জন্মদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

আরও খবর
ময়মনসিংহের আলোচিত সমালোচিত ঘটনা
সিটি নির্বাচন বিতর্কিত করাই বিএনপির উদ্দেশ্য তথ্যমন্ত্রী
১১৮ জনকে পিপিএম ও বিপিএম পদক দেয়া হচ্ছে
বিশ্ব ইজতেমা তুরাগ তীরে ১০ জানুয়ারি শুরু স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের কোথাও আর বাঁশের সাঁকো থাকবে না পরিকল্পনামন্ত্রী
না’গঞ্জ পুলিশের একযোগে ৪৮ জনের বদলি
জাবির ১১ শিক্ষার্থী বহিষ্কার
খুবি প্রশাসন ভবনে তালা
শালিস বৈঠকে বৃদ্ধা হত্যা
নিউইয়র্কে এটিভির লোগো উন্মোচন
রোহিঙ্গা গণহত্যার ওপর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন
বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব শুরু আজ
‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ম্যুরাল উদ্বোধন
নতুন বছরে কলেজ-মাদ্রাসা ৮০ দিন বন্ধ থাকবে
এক হাজতখানায় বন্দী নারী-পুরুষ
আগুনে পুড়ে মৃত্যু সাংবাদিক পুত্রের

শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২০ , ২০ পৌষ ১৪২৬, ৬ জমাদিউল আউয়াল ১৪৪১

জন্মদিনের আলোচনায় বক্তারা

শওকত ওসমান গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

image

জাতীয় জাদুঘরে কথাশিল্পী শওকত ওসমানের জন্মদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

কথাশিল্পী শওকত ওসমান গত শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন। তিনি যেমন সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে কঠোর মনোভাবাপন্ন মানুষ ছিলেন, তেমনি শোষকের বিরুদ্ধে তার লেখনি ছিল ক্ষুরধার। তার অমর সাহিত্য কর্ম আধুনিক বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে বলে উল্লেখ করেছেন বক্তারা। গতকাল শওকত ওসমানের ১০৩তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় বক্তার এসব কথা বলেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ’র সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন কথাশিল্পী শওকত ওসমানের পুত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কথা সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলা একাডেমির মাহপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, কথাশিল্পী শওকত ওসমানের দৌহিত্র প্রকৌশলী ইশরার ওসমান। স্বাগত বক্তব্য প্রদান করেন পরিষদের সাধারণ সম্পাদক ও রয়্যাল ইউনির্ভাসিটি অব ঢাকা (আরইইউ) এর শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান দিপু সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংবাদ পাঠিকা মেরিন নাজনীন।

অনুষ্ঠানের শুরুতেই শওকত ওসমানের ওপর নূর আনোয়ার নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা পর্বে বক্তারা বলেন, শওকত ওসমান কখনও তার বিশ্বাসের সঙ্গে আপস করেননি। ক্ষুরধার লেখনির মধ্য দিয়ে তিনি ছদ্মবেশী, ভণ্ড ও কপটদের মুখোশ উন্মোচন করেছেন। বিভিন্ন ভাষায় তার রচনা অনূদিত হয়েছে। বিশেষত জননী উপন্যাসটি বিশ্বসাহিত্যের অঙ্গনে স্থান করে নিয়েছে।