আগুনে পুড়ে মৃত্যু সাংবাদিক পুত্রের

রাজধানীর আফতাব নগরের একটি ১১তলা ভবনের ১০ম তলায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন স্বপ্নিল আহমেদ পিয়াস (২৬)। গতকাল ভোরে হঠাৎ করেই বিকট শব্দে ঘুম ভেঙে যায় পিয়াসের বাবা-মার। পরে তারা পিয়াসের রুমের সামনে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। শরীরে আগুন নিয়ে বাঁচার জন্য আকুতি করছে পিয়াস। কিন্তু শত চেষ্টা করেও একমাত্র ছেলেকে বাঁচাতে পারেননি সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু।

গতকাল ভোর সোয়া ৫টার দিকে আফতাব নগরের বি-ব্লকের ৩ নম্বর রোডের ৪৪/৪৬ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) কম্প্রেসার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় মোয়াজ্জেম হোসেন নান্নু মাথায় সামান্য আঘাত পেয়েছেন। জানা গেছে, পিয়াস একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন। একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি।

এদিকে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের সাবেক অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক বর্তমানে গ্লোবাল টিভিতে কর্মরত মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ক্র্যাবের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।

সাংবাদিক নান্নু বলেন, গতকাল ভোরের দিকে বিকট শব্দে তার ও তার স্ত্রীর ঘুম ভাঙলে দেখেন পুরো বাসা ধোঁয়াচ্ছন্ন। পরে ছেলের রুমের সামনে গিয়ে আগুন দেখতে পান। তবে রুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এ সময় পিয়াস বেলকুনিতে দাঁড়িয়েছিল। তার গেঞ্জিতেও আগুন লেগে গিয়েছিল। তবে, আগুনের জন্য দরজা খুলতে পারছিল না সে। পরে তিনি পিয়াসকে তার পরনের গেঞ্জি খুলে ফেলতে বলেন। বাসায় থাকা ফায়ার এক্সটিংগুইশার গ্যাস দিয়ে পিয়াসের বেলকুনিতে ছিটাতে থাকলেও কোন কাজ হচ্ছিল না। তখন তারও (নান্নু) শ্বাসবন্ধ হয়ে আসছিল ধোঁয়ায়। অন্ধকারে কিছু দেখতেও পারছিলেন না। তখন টেবিলের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে ও তার ছেলেকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টার দিকে পিয়াসকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান, ময়নাতদন্ত ছাড়াই পিয়াসের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিয়াসকে তার গ্রামের বাড়ি যশোরে দাফন করা হয়েছে।

এদিকে, গতকাল সকালে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান, গতকাল সকাল ৯টার দিকে আইনজীবী সমিতির কার্যালয়ের ৫তলা ভবনের ৩য় তলার সম্মেলনকক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি জানান, আগুনে মূল্যবান কাগজপত্রসহ ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আরও খবর
ময়মনসিংহের আলোচিত সমালোচিত ঘটনা
সিটি নির্বাচন বিতর্কিত করাই বিএনপির উদ্দেশ্য তথ্যমন্ত্রী
১১৮ জনকে পিপিএম ও বিপিএম পদক দেয়া হচ্ছে
বিশ্ব ইজতেমা তুরাগ তীরে ১০ জানুয়ারি শুরু স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের কোথাও আর বাঁশের সাঁকো থাকবে না পরিকল্পনামন্ত্রী
না’গঞ্জ পুলিশের একযোগে ৪৮ জনের বদলি
জাবির ১১ শিক্ষার্থী বহিষ্কার
খুবি প্রশাসন ভবনে তালা
শালিস বৈঠকে বৃদ্ধা হত্যা
নিউইয়র্কে এটিভির লোগো উন্মোচন
রোহিঙ্গা গণহত্যার ওপর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন
বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব শুরু আজ
‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ম্যুরাল উদ্বোধন
শওকত ওসমান গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক
নতুন বছরে কলেজ-মাদ্রাসা ৮০ দিন বন্ধ থাকবে
এক হাজতখানায় বন্দী নারী-পুরুষ

শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২০ , ২০ পৌষ ১৪২৬, ৬ জমাদিউল আউয়াল ১৪৪১

এসি বিস্ফোরণে

আগুনে পুড়ে মৃত্যু সাংবাদিক পুত্রের

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীর আফতাব নগরের একটি ১১তলা ভবনের ১০ম তলায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন স্বপ্নিল আহমেদ পিয়াস (২৬)। গতকাল ভোরে হঠাৎ করেই বিকট শব্দে ঘুম ভেঙে যায় পিয়াসের বাবা-মার। পরে তারা পিয়াসের রুমের সামনে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। শরীরে আগুন নিয়ে বাঁচার জন্য আকুতি করছে পিয়াস। কিন্তু শত চেষ্টা করেও একমাত্র ছেলেকে বাঁচাতে পারেননি সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু।

গতকাল ভোর সোয়া ৫টার দিকে আফতাব নগরের বি-ব্লকের ৩ নম্বর রোডের ৪৪/৪৬ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) কম্প্রেসার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় মোয়াজ্জেম হোসেন নান্নু মাথায় সামান্য আঘাত পেয়েছেন। জানা গেছে, পিয়াস একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন। একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি।

এদিকে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের সাবেক অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক বর্তমানে গ্লোবাল টিভিতে কর্মরত মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ক্র্যাবের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।

সাংবাদিক নান্নু বলেন, গতকাল ভোরের দিকে বিকট শব্দে তার ও তার স্ত্রীর ঘুম ভাঙলে দেখেন পুরো বাসা ধোঁয়াচ্ছন্ন। পরে ছেলের রুমের সামনে গিয়ে আগুন দেখতে পান। তবে রুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এ সময় পিয়াস বেলকুনিতে দাঁড়িয়েছিল। তার গেঞ্জিতেও আগুন লেগে গিয়েছিল। তবে, আগুনের জন্য দরজা খুলতে পারছিল না সে। পরে তিনি পিয়াসকে তার পরনের গেঞ্জি খুলে ফেলতে বলেন। বাসায় থাকা ফায়ার এক্সটিংগুইশার গ্যাস দিয়ে পিয়াসের বেলকুনিতে ছিটাতে থাকলেও কোন কাজ হচ্ছিল না। তখন তারও (নান্নু) শ্বাসবন্ধ হয়ে আসছিল ধোঁয়ায়। অন্ধকারে কিছু দেখতেও পারছিলেন না। তখন টেবিলের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে ও তার ছেলেকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টার দিকে পিয়াসকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান, ময়নাতদন্ত ছাড়াই পিয়াসের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিয়াসকে তার গ্রামের বাড়ি যশোরে দাফন করা হয়েছে।

এদিকে, গতকাল সকালে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান, গতকাল সকাল ৯টার দিকে আইনজীবী সমিতির কার্যালয়ের ৫তলা ভবনের ৩য় তলার সম্মেলনকক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি জানান, আগুনে মূল্যবান কাগজপত্রসহ ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।