নিজের গানের গীতিকার, সুরকার প্রিয়াংকা বিশ্বাস

সঙ্গীতশিল্পী প্রিয়াংকা তিনটি গান রচনা করেছেন এবং সুর করেছেন। তবে গানগুলোর সঙ্গীতায়োজনের কাজ এখনও শুরু করেননি বলে জানান। শীঘ্রই তিনি গানগুলোর সঙ্গীতায়োজন শেষ করে এতে কণ্ঠ দিয়ে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন। ২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’র দশম স্থান অধিকারী প্রিয়াংকা বিশ্বাসের গানে হাতেখড়ি তার বাবা পঙ্কজ বিশ্বাসের কাছে। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. অসিত রায়ের কাছে গানে তালিম নেন। বর্তমানে ঢাকার ছায়ানটের অসিত রায়ের কাছে নিয়মিত তালিম নিচ্ছেন। প্রিয়াংকা বিশ্বাস, বিশ্বাস করেন গানে তালিমের এবং নিয়মিত চর্চার কোন বিকল্প নেই। তাই যত কষ্টই হোক তার গানে নিয়মিত তালিম নেয়া চাই তার, নিয়মিত চর্চাও করেন তিনি। নিজের মৌলিক গানের প্রতি ভীষণ মনোযোগী তিনি।

এদিকে প্রিয়াংকা এরই মধ্যে গেয়েছেন সোমেশ্বর অলির কথায় ও রাজন সাহার সুরে ‘একটা কথার কথা দে’ শিরো নামের একটি গান। গত বৃহস্পতিবার প্রিয়াংকা ওয়ালটনের একটি বিশেষ গানেও কণ্ঠ দেন। প্রিয়াংকা বলেন, ‘গানটাই মন দিয়ে করে যেতে চাই। গানের প্রতিই আমার ভীষণ ভালো লাগা, ভালোবাসা, গানই আমার আরাধনা। গানকে ঘিরে আমার একটাই চাওয়া, আর তা হলো মৃত্যুর দিন পর্যন্ত আমি গান গেয়ে যেতে চাই।’

শনিবার, ০৪ জানুয়ারী ২০২০ , ২১ পৌষ ১৪২৬, ৭ জমাদিউল আউয়াল ১৪৪১

নিজের গানের গীতিকার, সুরকার প্রিয়াংকা বিশ্বাস

বিনোদন প্রতিবেদক |

image

সঙ্গীতশিল্পী প্রিয়াংকা তিনটি গান রচনা করেছেন এবং সুর করেছেন। তবে গানগুলোর সঙ্গীতায়োজনের কাজ এখনও শুরু করেননি বলে জানান। শীঘ্রই তিনি গানগুলোর সঙ্গীতায়োজন শেষ করে এতে কণ্ঠ দিয়ে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন। ২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’র দশম স্থান অধিকারী প্রিয়াংকা বিশ্বাসের গানে হাতেখড়ি তার বাবা পঙ্কজ বিশ্বাসের কাছে। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. অসিত রায়ের কাছে গানে তালিম নেন। বর্তমানে ঢাকার ছায়ানটের অসিত রায়ের কাছে নিয়মিত তালিম নিচ্ছেন। প্রিয়াংকা বিশ্বাস, বিশ্বাস করেন গানে তালিমের এবং নিয়মিত চর্চার কোন বিকল্প নেই। তাই যত কষ্টই হোক তার গানে নিয়মিত তালিম নেয়া চাই তার, নিয়মিত চর্চাও করেন তিনি। নিজের মৌলিক গানের প্রতি ভীষণ মনোযোগী তিনি।

এদিকে প্রিয়াংকা এরই মধ্যে গেয়েছেন সোমেশ্বর অলির কথায় ও রাজন সাহার সুরে ‘একটা কথার কথা দে’ শিরো নামের একটি গান। গত বৃহস্পতিবার প্রিয়াংকা ওয়ালটনের একটি বিশেষ গানেও কণ্ঠ দেন। প্রিয়াংকা বলেন, ‘গানটাই মন দিয়ে করে যেতে চাই। গানের প্রতিই আমার ভীষণ ভালো লাগা, ভালোবাসা, গানই আমার আরাধনা। গানকে ঘিরে আমার একটাই চাওয়া, আর তা হলো মৃত্যুর দিন পর্যন্ত আমি গান গেয়ে যেতে চাই।’