মীরসরাইয়ে ৪ দোকান ছাই

মীরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মীরসরাই পৌর সদরের কোর্টরোডে ভয়াবহ এক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, আল্লার দান লাইব্রেরি, কোহিনুর কম্পিউটার, আল নূর লাইব্রেরি ও শরিফ হোটেল। ক্ষতিগ্রস্তরা বলেন, আগুনে পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের প্রতক্ষ্যদর্শীদের মতে, ফেলে দেয়া সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মহিউদ্দিন বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ২৫ লাখ টাকা ঋণ নিয়ে এই ব্যবসা শুরু করেছি। আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে ও পানিতে ভিজে দোকানের প্রায় সব মালামাল নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে ঋণের টাকা পরিশোধ করব বুঝতে পারছি না।

এই বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, ক্ষতিগ্রস্তরা পৌরসভা থেকে ‘ডি ফরম’ পূরণ করে পিআইও অফিসে জমা দিলে তা দ্রুত জেলা অফিসে পাঠিয়ে দেয়া হবে। জেলা অফিস থেকে সহযোগিতা পেলে তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে দেয়া হবে।

রবিবার, ০৫ জানুয়ারী ২০২০ , ২২ পৌষ ১৪২৬, ৮ জমাদিউল আউয়াল ১৪৪১

মীরসরাইয়ে ৪ দোকান ছাই

প্রতিনিধি, মীরসরাই

মীরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মীরসরাই পৌর সদরের কোর্টরোডে ভয়াবহ এক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, আল্লার দান লাইব্রেরি, কোহিনুর কম্পিউটার, আল নূর লাইব্রেরি ও শরিফ হোটেল। ক্ষতিগ্রস্তরা বলেন, আগুনে পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের প্রতক্ষ্যদর্শীদের মতে, ফেলে দেয়া সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মহিউদ্দিন বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ২৫ লাখ টাকা ঋণ নিয়ে এই ব্যবসা শুরু করেছি। আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে ও পানিতে ভিজে দোকানের প্রায় সব মালামাল নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে ঋণের টাকা পরিশোধ করব বুঝতে পারছি না।

এই বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, ক্ষতিগ্রস্তরা পৌরসভা থেকে ‘ডি ফরম’ পূরণ করে পিআইও অফিসে জমা দিলে তা দ্রুত জেলা অফিসে পাঠিয়ে দেয়া হবে। জেলা অফিস থেকে সহযোগিতা পেলে তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে দেয়া হবে।